বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

Youtube, Facebook, Instagram থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন ?.


Youtube, Facebook, Instagram থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন ?.

আজ আমি আপনাদের একটা নতুন জিনিস শেখাবো। আমরা প্রতিদিন ইউটিউব, ফেসবুকে অনেক ভিডিও দেখি। সেই ভিডিও যদি আপনি আপনার মোবাইলে গ্যালারিতে সেভ করে রাখতে চান, কিন্তু কিভাবে করবেন তার উপায় আপনি জানেন না। এখন আমি আপনাদের জানাবো কিভাবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এর ভিডিও ডাউলোড করে আপনি আপনার ফোনে গ্যালারিতে সেভ করবেন।

 প্রথমে বলব আপনি Youtube থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। তার জন্য আপনাকে যেকোন ব্রাউজার থেকে Youtube খুলতে হবে। Google Chrome হল সেরা ব্রাউজার। Youtube অ্যাপ থেকে খুললে হবে না। যে ভিডিওটি ডাউলোড করতে চান সেটা বার করুন। এবার আপনাকে ওই ভিডিওর লিঙ্ক কপি করতে হবে। তার জন্য ব্রাউজারের একেবারে উপরের দিকে ক্লিক করে লিঙ্ক কপি করে নিন। কপি করার পর কি করবেন সেটা একটু পরে বলছি।

 এবারে Facebook, Instagram থেকে যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনি ওই অ্যাপ গুলো ওপেন করুন। যে ভিডিও ডাউনলোড করতে চান সেটা বার করুন। এবার দেখবেন ভিডিওর ডান দিকে তিনটি ডট চিহ্ন আছে ওখানে ক্লিক করুন। বিভিন্ন অপশন আসবে আপনি সেখানে, Coppy Link' অপশনে ক্লিক করুন।

 Youtube, Facebook, Instagram থেকে লিঙ্ক কপি তো করলেন, এবার কি করবেন। আপনাকে একটা নতুন ওয়েবসাইট খুলতে হবে, তারপর সেখানে আপনার কপি লিঙ্ক পোষ্ট করতে হবে, মানে লিঙ্ক তা সেখানে দিতে হবে । সেই ওয়েবসাইট টি হল SaveFrom.Net, এখানে ক্লিক করে খুলতে পারেন। 

 এই সাইটে ভিজিট করার পর দেখতে পাবেন এই রকম একটা ঘর। আপনি ওই ঘরের ভিতর আপনার কপি করা লিঙ্ক দিয়ে দিন। তরপর ডানদিকে অপশনে ক্লিক করুন। কিছুক্ষন পর সেই ভিডিও ডাউনলোড করার অপশন আসবে। আপনি এবার ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন।

  তার আগে ফরম্যাট ঠিক করে নিতে হবে। মানে আপনি কি ধরনের ভিডিওর কোয়ালিটি চান। HD, Standard, না সাধারণ কোয়ালিটি। যে কোয়ালিটি চান সেখানে ক্লিক করে Download অপশনে ক্লিক করুন। দেখবেন কিছুক্ষন পর আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে। 

 এবার আপনি আপনার মোবাইলে গ্যালারিতে সেই ভিডিও দেখতে পারেন। আপনি যদি চান তাহলে আপনি আপনার বন্ধুদের কাছে সেই ভিডিও শেয়ার করে দিতে পারবেন । এভাবে সেভ করলে ভিডিওটি গ্যালারীতে সব সময়ের জন্য থেকে যাবে, যতদিন পর্যন্ত আপনি একে ডিলিট না করবেন ।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷