সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

কখন সহবাস করবেন, কখন করবেন না এবং অধিক সহবাসে কি ক্ষতি হয় ?.


দাম্পত্যে জীবনে সহবাস বা যৌন মিলনের গুরুত্ব অপরিসীম বিয়ের পর সম্পর্ককে আরও জোরদার করে তুলতে এ ব্যাপারে দুজনের বোঝাপড়াটা ঠিকঠাক হওয়া খুব দরকার সহবাসের (সেক্স) মূল উদ্দেশ্য বংশবৃদ্ধি নারী ও পুরুষের মধ্যকার নিয়মতান্ত্রিক শারীরিক মিলন সম্পর্কের মধ্যে সীমিত নারী ও পুরুষ কেবল রীতিসিদ্ধ উপায়ে বিয়ের মাধ্যমে সহবাসের অধিকার অর্জন করে ধর্মীয় দৃষ্টিতে বিবাহ বহির্ভূত শারীরিক মিলন সম্পূর্ণ নিষিদ্ধ । যে সকল নর-নারী বিবাহপূর্ব শারীরিক মিলন করেছেন তারা বিবাহ পরবর্তী যৌন জীবনে অসুখী যে সকল নর-নারী বিবাহপূর্ব শারীরিক মিলনে লিপ্ত হননি - তারা বিবাহ পরবর্তী সুখী জীবন যাপন করেন
সহবাসের আগে কি খাবেন, কি খাবেন না –
আপনি যৌন মিলনের মুডে আছেন কিনা তা অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনার খাদ্য শরীরের বিভিন্ন পুষ্টি পূরণে আমরা প্রতিদিন অনেক ধরনের খাবার খেয়ে থাকি এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য আছে যা আপনার শরীরে সেক্স পাওয়ার বাড়িয়ে দেবে বহুগুণ ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি নয়, গ্রিন  স্যালাড, শসা, মাশরুম বা টমাটো খান ডিমের সাদা অংশ চলতে পারে পিজ্জা নয়, পাস্তা খান মাংস খেলে একেবারে হালকা করে খান সহবাসের  আগে পপকর্ন খাওয়া ভাল ফ্রেঞ্চ ফ্রাই নয়,  আলু খেতে হলে সিদ্ধ খাওয়া ভাল কফি ভুলে খাবেন না, লিকার চা কে আপনার  সঙ্গী করুন আইসক্রিম খেতে পারেন, তবে তা লো ফ্যাটের হতে হবে শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান, তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার

   কখন সহবাস করবেন ও করবেন না –
প্রাপ্ত বয়স্ক একজন পুরুষ ও নারী যে কোন দিন, দিন বা রাত যে কোন মুহূর্তে সহবাস করতে পারেন । পুরুষরা সাধারণত রাতের বেলায় সেক্স এড়িয়ে চলতে চায় এ ক্ষেত্রে সকালের দিকটাকেই তারা বেছে নেয় নারীরা রাতের বেলায় সেক্স করতে আগ্রহী সহবাস করার জন্য স্বামী-স্ত্রী দুজনকে সমান আগ্রহী হতে হবে দেখা যায় যে স্বামীর সহবাসের চাহিদা আছে কিন্তু, স্ত্রীর নেই, সে সময় সহবাস করবেন না । মহিলাদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায় কখনোই স্ত্রী সহবাস করা উচিত না ঋতুস্রাব পবিত্র হয়ে স্নান করার আগে পর্যন্ত মহিলাদের সাথে সহবাস করবেন না  
  রক্তস্রাবের সময় মহিলাদের সর্বক্ষণ রক্ত নির্গত হওয়ার কারণে কারো কারো যৌনাঙ্গটি এক প্রকার ফোলা ও উষ্ণ থাকে কাজের ব্যস্ততা বেশি থাকলে সে সময় সহবাস করা উচিত না মাতাল অবস্থায় সহবাস না করা ভাল চিন্তা-ভাবনা ও বিচলিত থাকলে সহবাস করা উচিত না একেবারে খালি পেটে অথবা ভরপেটেও সহবাস না করা এ অবস্থায় সহবাসে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে এরফলে আপনার  টিবি, ভীতিপ্রদ রোগ, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে চোখের দৃষ্টির রোগ , শারীরিক দুর্বলতা, কলিজা, পাকস্থলী দুর্বল তাদের জন্যও সহবাস করা ক্ষতিকর

 কতদিন পর পর সহবাস করা ভালো-
একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারী যখন শারীরিক ও মানসিক দিক থেকে ফুরফুরে অবস্থায় থাকেন তখনই তাঁদের মধ্যে শারীরিক মিলন হতে পারে । মাত্রাতিরিক্ত সহবাস যেমন ক্ষতিকর আবার কম সহবাসও শরীর ও মনের পক্ষে ততটাই ক্ষতিকারক ।  প্রতিদিন সহবাস করা যাবে কিনা, করলে কি আমাদের শারীরিক কোন ক্ষতি হয় ? নতুন যারা বিয়ে করেছেন তাঁরা সুযোগ পেলেই মিলিত হতে চান । গবেষণায় উঠে এসেছে - সদ্য বিবাহিত দম্পতিরা সাধারণত মাসে ৩ থেকে ৪ বার মিলিত হন কিন্তু, যদি অন্তত পক্ষে ১১ বার মিলিত হওয়া যায় এক মাসে, তবে সদ্য বিয়ে করা দম্পতি মানসিক ভাবে অনেক বেশি সুস্থ থাকেন যে সব দম্পতি সপ্তাহে অন্তত দুবার সহবাস করেছেন তাঁদের হৃদপিণ্ড অনেক ভালো থাকে যাঁদের বয়স ২০ থেকে ৩০ বছর, তাঁরা সপ্তাহে ৩ বার সহবাস করতে পারেন । যাঁদের বয়স ৩০-৪০ বছর তাঁরা সপ্তাহে ২ বার সহবাস করতে পারেন । পুরুষ ও নারীর যৌনমিলনের হার বয়সের উপর নির্ভর করে । বয়স যত বাড়ে যৌনমিলনের হার তত কমে যায় ।

সহবাসে কি উপকার –
মানসিক উৎকণ্ঠা বা স্ট্রেস থেকে আসে উচ্চ রক্তচাপ, যা হৃদপিণ্ডের পক্ষে চরম ক্ষতিকর ৷ যারা নিয়মিত সহবাস করেন, তাঁদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে । হৃদরোগের সম্ভাবনা অনেকটা কম থাকে ৷ নিয়মিত সহবাস করলে শরীরকে ফিট করে তোলে, ত্বক উজ্জ্বল করে, ওজন কমায়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বার্ধক্য পিছিয়ে দেয় । সেক্স করা হঠাৎ বন্ধ হয়ে গেলে, মিলিত হওয়ার বাসনা কমে যায় শরীরে উত্তেজনা লোপ পেতে শুরু করে একটা সময়ের পর আর কাম ইচ্ছা জাগে না নিয়মিত সেক্স করা শুরু করে, সেটা যদি হঠাৎ বন্ধ হয় যায়, তবে বুদ্ধি লোপ পেতে পারে সবকিছু ভুলে যাওয়ার সমস্যা তৈরি হতে থাকে মানসিক সমস্যা তৈরি হতে পারে মন খারাপ, কিছু ভালো না লাগা, অকারণে অতিরিক্ত রাগ জন্মাতে শুরু হতে পারে সেক্স করলে হৃদয় ভালো থাকে হরমোনের নিঃসরণ যথাযথ পরিমাণে হতে থাকে সেক্স করলে শরীরে রোগ-জীবাণু সহজে  প্রবেশ করতে পারেনা । শরীরে রোগপ্রতিরোধ শক্তি গড়ে ওঠে রাতের প্রথমাংশে সহবাসের দ্বারা সন্তান জন্ম গ্রহণ করলে সে সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করে । রাতের শেষ প্রহরে সহবাস করার দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সন্তান সুস্থ সবল ও  ধর্মভীরু হয়ে থাকে ।
 অধিক সহবাসে কি ক্ষতি হয়  -
মাত্রাতিরিক্ত কোনও জিনিসই ভালো না সুস্বাদু ও মজাদার বস্তু খাওয়ার মাঝে কখনোই অতিরিক্ত করা ঠিক নয় অধিক সহবাসে পুরুষ ও মহিলা যুবক-যুবতীরা তাদের যৌবন কালে নিজেকে নিয়ন্ত্রণ না করে সহবাসের মাধ্যমে কিংবা অন্য কোনও উপায়ে অমূল্য সম্পদ নষ্ট করে ফেলে । অধিক সহবাস করলে যৌন মিলনের ক্ষমতা কমে যায় । অধিক সহবাসের কারণে গর্ভধারণের শক্তিও হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে । মাত্রাতিরিক্ত সহবাস জীবন নষ্ট করে দেয় এক সময় তাদের অবস্থা এমন হয় যে, মাথায় হাত দিয়ে কাঁদতে হয় শেষে কোনোভাবে সহবাসের জন্য বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হয়ে ওষুধের মাধ্যমে সহবাস করতে হয় নিজেকে নিয়ন্ত্রণে রেখে সহবাস করা উচিত, না হলে পরবর্তী জীবনে আপনি আরও বিভিন্ন সমস্যায় পড়তে পারেন ।

 আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । স্বাস্থ্য ও সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে স্বাস্থ্য ও সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন । 

অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷