সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

শতবর্ষ পর পর পৃথিবীতে ফিরে এসেছে কোন কোন মহামারী ?.


 প্রতি শত বছর পর পরই মহামারিতে আক্রান্ত হচ্ছে বিশ্ববাসী ইতিহাসের এ যেন এক অলিখিত নিয়ম কোনো সংক্রামক রোগ যখন বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে তখন বলা হয় রোগটিকে মহামারীএসব মহামারীতে মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের এখন গোটা বিশ্ব করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে গোটা বিশ্বের মানুষ গৃহ বন্দী, প্রতি ১০০ বছর অন্তর অন্তর বিস্ময়কর ভাবে ফিরে আসছে নানা নামের মহামারী নানা কারণে একটি ছোট অঞ্চলে প্রাদুর্ভাব ঘটা রোগ যখন ছড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে, তখন  মহামারী রূপ নেয়, তাকে বলা হয় প্যান্ডেমিক বা বিশ্বমারী সেরকম কিছু মহামারির কথা এখন আমি আপনাদের বলবো


 ১৭২০ সালে শুর হয়েছিল প্লেগ অফ মার্সেই ১৩৪৭ সালে প্রথম বড় বুবোনিক প্লেগ সংক্রমণ ঘটে যেটিকে ব্ল্যাক ডেথ বলে আখ্যায়িত করা হয় বুবোনিক প্লেগ ইউরোপে কয়েক শতাব্দীকাল ধরে টিকে ছিল কিন্তু, ১৭২০ সালে সর্বশেষ যে বুবোনিক প্লেগের সংক্রমণ ঘটে সেটি বৃহৎ আকারের মহামারী ছিলপৃথিবী জুড়ে একলক্ষ মানুষের এই ঘটনায় মৃত্যু হয়েছিল বলে খবর শুধু মার্সেইতেই মৃত্যু হয়েছিল ৫০ হাজারের বেশি মানুষের এই রোগের উৎস ছিল ফ্রান্সের মার্সেই শহর এই রোগটিকে আরও একটি নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক ডেথ ফ্রান্সে ৪৫ বছরের জন্য নাকি কমে গিয়েছিল জন্মহার


 
১৮১৭ সালে শুরু হয় কলেরা
থাইল্যান্ডে কলেরা মহামারী প্রথম ধরা পড়েছিল ১৮২০ সালে, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সহ এশিয়ার দেশগুলিতে ছড়িয়ে পড়েছিল ১৮২০ সালে সেই কলেরা সর্বোচ্চ আকার ধারণ করে এশিয়াটিক কলেরা সবার আগে শুরু হয় ব্রিটিশ সেনার মধ্যে তারপর এই রোগ পৃথিবীর অর্ধেক অংশে ছড়িয়ে পড়ে কলেরা আক্রান্ত হয়ে মৃত্যু মিছিল চলে, মৃত্যুর মিছিল চলে চীন, রাশিয়া এবং ভারতে গোটা বিশ্বে প্রায় কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই রোগে আক্রান্ত হয়ে শুধু ব্যাঙ্ককেই নাকি মারা গিয়েছিলেন ৩০ হাজার মানুষ

১৯২০ সালে স্প্যানিশ ফ্লু হল আরেক বড় রকমের মহামারি স্পেনে শুরু হওয়া এই রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ১৯১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ১৯২০ অবধি এটি ৫০ কোটি মানুষের মাঝে ছড়িয়েছিল — যা সেই সময়ে বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এটিকে মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারী হিসাবে উল্লেখ করা হয় মহামারীর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং যার কারণে রোগটির উৎস ভূমি সম্পর্কে মতভেদ রয়েছে তবে ফ্রান্সের এটেপলসে যুক্তরাজ্যের প্রধান সেনা মঞ্চায়ন ও হাসপাতালের শিবিরটি গবেষকরা তাত্ত্বিকভাবে মনে করেন স্প্যানিশ ফ্লুর কেন্দ্রস্থল ক্রমাগত স্প্যানিশ ফ্লু জিনগত ভাবে পরিবর্তন হতো যার ফলে ভাইরাসটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছিল অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের মানুষ আক্রান্ত হয়ে পড়ে এই ইনফ্লুয়েঞ্জায়, মৃত্যুর মিছিল বাড়তেই থাকে কত জন মারা গিয়েছিল সেটির আনুমানিক হিসাবে পরিমাণের ভিন্নতা রয়েছে স্প্যানিশ ফ্লু দুই বছর ধরে এই ফ্লু তে মৃত্যু হয় আনুমানিক ১.৭ থেকে ৫ কোটি বা কোন কোন হিসাবে ১০ কোটির মত  এই রোগে বিশ্বের অনেক জায়গায় মানুষ মারা গিয়েছে প্রায় ১.২-১.৭ কোটি মানুষ শুধু ভারতে মারা গিয়েছিল এ মৃত্যু মিছিলটি দ্য ইনফ্লুয়েঞ্জা প্যানডেমিকনামে পরিচিত স্প্যানিশ ফ্লু মহামারীতে মৃত্যুর হার তরুণ-যুবকদের মধ্যেই বেশি ছিল ২০ থেকে ৪০ বছর বয়সী মানুষেরা এই রোগে আক্রান্ত হয়েছিল ।


 এরপর 2020 সালে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯ যার উৎস চীনের উহান থেকে চীন থেকে হওয়া এই প্রাণঘাতী করোনা ভাইরাসটি ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে । দুনিয়া জুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে, বেড়ে চলেছে মৃতের সংখ্যা, মারণ করোনা ভাইরাস, যার জেরে এখনও পর্যন্ত (২৭/০৪/২০২০) ২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এর ভয়াল থাবা দেখতে শুরু করেছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশগুলো করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার । বন্ধ রয়েছে স্কুল, কলেজ । স্থগিত করা হয়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠান । খেলাধুলার অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে জনসমাগম স্থল এখন পুরো ফাঁকা ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ওপরের সারিতে থাকা দেশগুলোর মধ্যে হল - ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের নাম উল্লেখ করা যায়

 হিসাব করলে দেখা যাচ্ছে, প্রতি ১০০ বছর অন্তর এমন মহামারী ছড়িয়ে পড়ে দুনিয়ায় দেখে মনে হয় ইতিহাস যেন প্রতি ১০০ বছর পরে নিজেকে পুনরাবৃত্তি করছেপ্রতি ১০০ বছরে এমন মহামারী কেন হয় তার বৈজ্ঞানিক কোন কারণ খুঁজে পাওয়া যায় না । এ যেন এক অলিখিত নিয়ম


 আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । জানা অজানা ও সময় বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা ও সময় লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন ।  

আমাদের আরও পোস্ট -


আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷