আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কিনা বুঝবেন কিভাবে ?.
প্রেম হল পৃথিবীর মধুরতম সম্পর্ক, যেখানে থাকবেনা কোনো
চাওয়া পাওয়া, থাকবেনা কোনো স্বার্থ, থাকবে শুধু ভালবাসা ।
সবার জীবনে প্রেম আসে, কিন্তু এই কথাটা আপনি মনে মনে ভাবেন যে – যারা ভালবাসা নিয়ে খেলা
করে তারা ভালবাসা পায়, আর যারা মন থেকে ভালবাসে তারা ভালবাসা পায় না । আমারা মানুষ
চিনতে ভুল করি । আর যদি ভালবাসার মানুষের
কথা বলি তাহলে অনেকের এই সমস্যা দেখা যায় । তখন আমরা বুঝতে পারিনা আমাদের কি করা
দরকার । তাই আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভালবাসার মানুষ আপনাকে সত্যি ভালবাসে কিনা
? নীচে কিছু বিষয় আলোচনা
করা হল, যে গুলি ভালভাবে লক্ষ করলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে
আপনার ভালবাসার মানুষ সত্যি ভালোবাসে কিনা ।
১) শুধু মুখে বলে আমি
তোমাকে ভালোবাসি, এই কথাটা যথেষ্ট নয় । আপনি প্রথমে লক্ষ করুন যে – যদি আপনি তাকে কোন প্রশ্ন
করেন সে তাঁর উত্তর কিভাবে দিচ্ছে । সোজা ভাবে উত্তর দিচ্ছে না কথার মাঝে থেমে
থেমে বা রেগে বা কথা ঘুরিয়ে উত্তর দিচ্ছে । আগে আপনার সাথে যেভাবে কথা বলতো এখন
সেভাবে কথা বলছে না অন্য রকম ভাবে কথা বলছে । অনেক সময় দেখা যায় আপনি যদি অন্য
ধরণের প্রশ্ন করেন, সে তাঁর কোন উত্তর দিতে পারছে না পারছেনা ? তাঁর প্রশ্নের উত্তর
দেওয়ার ধরন দেখে আপনি ধারণা করতে পারবেন যে আপনাকে সত্যি ভালোবাসে কিনা ।
২) যদি আপনাকে কেউ সত্যি
ভালোবাসে তাহলে সে অবশ্যই আপনার পরিবারের মানুষের সাথে দেখা করবে, তাদের খবর নেবে । আপনার
পরিবারের কোনো সমস্যা হলে সে তাঁর সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবে । এ সময়
আপনার যে কোনো প্রয়োজনে তাঁকে ডাকলে যেমন কাছে পাবেন, তেমন সে আপনার দুঃসময়েও
সঙ্গে থাকবে । আপনার পরিবার ও তাঁর পরিবারকে সমান মনে করবে । আপনাকে যে ভালোবাসে
সে আপনার পরিবারকেও সম্মান করবে । আপনার বাবা, মা ভাই, বোনকে আপন বলে মনে করবে ।
৩) এরপর দেখবেন যে – সে অনেক লোকের মধ্যে
থাকলে কি ব্যবহার করে আর আপনারা শুধু দুজনে থাকলে কি ব্যবহার করে । অনেকের মধ্যে
থাকলে তাঁর নজর কি আপনার দিকে আছে । আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেদিকে খেয়াল
করছে কিনা । আপনার কোনো সমস্যা হলে সাহায্য করতে এগিয়ে আসছে কিনা । যখন আপনারা
শুধু দুজনে থাকেন তখন আপনার সাথে আগের মত ভাব আছে কিনা, আগের মত কথা বলছে কিনা, আগের মত ব্যবহার কি এখনও
করছে ইত্যাদি দেখবেন । দুজনে থাকলে সে আপনাকে স্পর্শ করেছে কিনা । আপনার খুব
কাছাকাছি থাকছে না দূরে দূরে থাকছে । যদি কাছে থাকে হাত বা কাঁধ ধরে রাখে তাহলে সে
সত্যি আপনাকে ভালবাসে । যদি দেখেন সব আগের মত আছে তবে ঠিক আছে, আর যদি দেখেন যে কিছু
পরিবর্তন হয়েছে তবে সমস্যা তৈরি হয়েছে ।
৪) সব মানুষ চায় তাঁর
খারাপ সময়ে পাশে এক জনকে পেতে । যদি, এখন আপনার সময় খারাপ হয় আপনাকে সে সাহায্য করছে কিনা ।
আপনার শরীর অসুস্থ বা আপনার কাজের জন্য কিছু টাকার দরকার, অসুস্থ হলে আপনাকে সেবা
করছে কিনা বা টাকা দিয়ে সাহায্য করছে কিনা । যদি দেখেন যে আপনার অসুস্থতা জেনেও বা
টাকার প্রয়োজন জেনেও আপনাকে আপনাকে সে কোন সাহায্য করছেনা, তাঁর মানে সে আপনাকে
সত্যি ভালোবাসেনা । তারপর আপনি কি অবস্থায় এখন আছেন তাঁর খোজ নিয়েছে কিনা দেখুন ।
আপনাকে সে যদি সত্যি ভালবাসে তাহলে আপনাকে দেখে তাঁর মন খুশি হবে ও মনে তাঁর একটা
আলাদা অনুভূতি তৈরি হবে ।
৫) দুজনের প্রতি দুজনের
কিছু চাওয়া পাওয়া থাকে । সে আপনার চাওয়া পাওয়ার গুরুত্ব দেয় না দেয় না । তাঁর যদি
সত্যি কারের কিছু চাওয়ার প্রয়োজন থাকে তবে চাওয়াটা কোনো সমস্যা নয় । কিন্তু যদি
দেখেন যে আপনার সামর্থ্য নেই দেওয়ার মত, তবু সেই সব জিনিস চাইছে, তা ভাল ব্যপার নয় । আপনার
যতটা সামর্থ্য তাঁর চাওয়ার সীমা ঠিক ততটা হওয়া দরকার । সীমার বাইরে যখন কিছু চাইছে
বুঝবেন সে আপনাকে সত্যি ভালোবাসেনা ।
৬) ভবিষ্যৎ পরিকল্পনা করে
আপনার সঙ্গে – যে আপনার সাথে সারা জীবন থাকবে সে আপনার সাথে তাঁর ভবিষ্যৎ
পরিকল্পনা করবে । যে আপনাকে সত্যি ভালবাসে সে আপনার ও তাঁর ভবিষ্যতে কি কি করবে তা
আগে থেকে ঠিক করে রাখে । আপনার সঙ্গে তাঁর ভবিষ্যৎ জড়িয়ে আছে । এখন যদি আপনার ক্যারিয়ার
তৈরির সময় হয় সে আপনাকে সাহায্য করবে ও নিজের ক্যারিয়ার তৈরি করবে । যদি কেউ আপনার
সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং
আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায় ।
৭) আপনাকে যে ভালোবাসে সে
আপনার নানা স্বপ্ন সফল হতে সহায়তা করবে । আপনার ভালোবাসার মানুষ যদি আপনার সাফল্যে
খুশি হয় তাহলে বুঝবেন যে সে সত্যি আপনাকে ভালোবাসে । সে আপনার সাফল্যের জন্য
সহায়তা করতে এগিয়ে আসবে এবং সে এর জন্য গর্ববোধ করবে । কারন সে মনে করবে যে আপনার
সাফল্য মানে তাঁরও সাফল্য । আর যদি আপনার সাফল্যে তাঁর কোনো কিছু আগ্রহ নেই, তাহলে এটি প্রকৃত
ভালোবাসা নয় ।
৮) আপনি যাকে ভালোবাসেন
সেকি আপনার কথা শুনে ? আপনার কথা মত চলে, না তাঁর নিজের যা ইচ্ছা হয় তাই করে ? যে আপনাকে প্রকৃত
ভালোবাসলে আপনার কথা শুনবে ও আপনার কথার গুরুত্ব দেবে । আপনার যদি মন খারাপ থাকে তাহলে
আপনাকে হাসিয়ে মন ভাল করার চেষ্টা করবে । এমনকি আপনি তাঁর কাছ থেকে সাহায্য না
চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে । মানুষের শরীরের ভাষায় অনেক কিছু প্রকাশ পায়
। আপনি তাঁর শরীরের ভাষা লক্ষ করলে সহজে বুঝতে পারবেন যে সে সত্যি আপনাকে ভালোবাসে
কিনা ।মেয়েরা ছেলেদের কি কি গুন গুলি পছন্দ করে ?
আমাদের আরও পোস্ট পড়ুন -
আপনি জীবনে সাফল্য লাভ করবেন কিভাবে ?.
মেয়েরা ছেলেদের কি কি গুন গুলি পছন্দ করে ?
সুলক্ষণা নারীদের দেহের লক্ষণ ও গঠন কেমন হয় ?
বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.
কোন মানুষকে প্রভাবিত করে তার মনে আপনার স্থান কিভাবে করবেন ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
আপনি জীবনে সাফল্য লাভ করবেন কিভাবে ?.
মেয়েরা ছেলেদের কি কি গুন গুলি পছন্দ করে ?
সুলক্ষণা নারীদের দেহের লক্ষণ ও গঠন কেমন হয় ?
বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.
কোন মানুষকে প্রভাবিত করে তার মনে আপনার স্থান কিভাবে করবেন ?.
আমাদের লেখা আপনার কেমন
লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের
কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে আপনার
বাম পাশে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুন । ধন্যবাদ ।
অনেক ভালো
উত্তরমুছুনআপনার পোস্টটি পড়ে আবেক কে ধরে রাখতে পারলাম না,আজ তার কথা খুব মনে পরতাছে ব্র,,,!! 😪কথাগুলোর সাথে আমার অনেক মিল আছে I Really sad dp Bro..!😪🔥
উত্তরমুছুনপ্রেম ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা সব কি, পোষ্ট থেকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে
উত্তরমুছুন