সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.


  আমাদের সবার জীবনে বিয়েটা একবার আসে । তাই এক বারের বেশি তাঁর সুযোগ আপনি পাবেন না । যদি ভুল নির্বাচন করেন তাহলে সারাজীবন কষ্টের শেষ থাকবেনা । আর যদি সঠিক নির্বাচন করেন তাহলে আপনার জীবন হবে সুন্দর ও সুখময় । এখন আমি আপনাদের বিয়ে করার জন্য ছেলের বা মেয়ের কি কি গুন বা বৈশিষ্ট্য দেখে বিয়ে করবেন তাঁর কিছু পদ্ধতি এখানে বলা হল । আশা করি আপনি এর মাধ্যমে আপনার সঠিক জীবন সাথী নির্বাচন করতে পারবেন । তাহলে চলুন জেনে নিন সঠিক জীবন সাথী নির্বাচনের বিভিন্ন পদ্ধতি


১) আপনি যাকে বিয়ে করতে চলেছেন বা যে আপনাকে বিয়ে করবেন – একটা জিনিস আপনি অবশ্যই খোঁজ নেবেন যে, সে আপনাকে ভালবেসে বিয়ে করছে না আপনার টাকা-পয়সা বা আপনার চেহারা দেখে বিয়ে করছে । কিছু কিছু এমন মানুষ আছে যারা – মানুষের কোন গুন আছে কিনা না দেখে তাঁর টাকা-পয়সা বা চেহারা দেখে বিয়ে করেন । এমন যদি কোন সম্পর্ক হয় তাহলে সে সম্পর্কের কোনও ভবিষ্যৎ থাকেনা । এমন অনেক ছেলে আছে যারা – কোন সুন্দরি মেয়ে দেখলেই বিয়ে করে নেয় । আবার কিছু মেয়ে আছে যারা – কোন ছেলের টাকা বা সুন্দর চেহারা দেখে বিয়ে করে । বাকি অন্য দরকারি জিনিস গুলি তাঁরা লক্ষ করে না । তাই আপনি যাকে বিয়ে করতে চলেছেন এই বিষয় গুলো ভাল করে খেয়াল রাখবেন । তাই জীবন সাথী নির্বাচন করার সময় দেখুন যে – সে আপনার টাকা-পয়সা বা চেহারা নয়, আপনাকে ভালোবেসে বিয়ে করছে ।

২) আপনি যদি ভালোবেসে বিয়ে করতে চান তাহলে আপনাকে লক্ষ রাখতে হবে যে – সে আর আপনি যেন নিজেদেরকে মানিয়ে চলতে পারেন । এমন যেন না হয় – আপনারা বিয়ে করতে চলেছেন, অথচ কেউ কাউকে মানিয়ে নিতে পারছেন না । এরকম হলে জীবনের অনেক ক্ষতি হবে । নিজেদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি যেন না হয় । যাতে বোঝাবুঝি না হয় সে দিকে খেয়াল রাখবেন ।

৩) আপনি যাকে বিয়ে করবেন এটি লক্ষ করবেন যে – সে তাঁর পরিবারের সঙ্গে কতটা ভাল সম্পর্ক রাখে, বা তাঁর পরিবারের খেয়াল রাখে । কারণ, সে যদি তাঁর পরিবারের খেয়াল রাখে তাহলে সে আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের ও খেয়াল রাখবে । যদি সে নিজের পরিবারের খেয়াল না রাখে তবে, সে আপনার পরিবারের খেয়াল রাখবেনা । কারণ, অন্যদের খেয়াল রাখা তাঁর স্বভাবে নেই । 


৪) আপনি যাকে বিয়ে করতে চলেছেন এটা দেখে নিন যে – তাঁর জীবনে আগে থেকে অন্য কোন মানুষ আছে না নেই । সে হয়তো  আগে কাউকে ভালোবাসতো, সেই সম্পর্ক কোন কারনে ভেঙ্গে গেছে । তাঁর সাথে আগে যা হওয়ার হয়েছে, বর্তমানে তাঁর সাথে এখন কোন সম্পর্ক নেই । তাহলে আপনি তাঁকে না করবেন কিভাবে । কিন্তু, যদি দেখেন যে সে এখনও কারোর সাথে তাঁর সম্পর্ক রয়েছে তবে তাঁকে বিয়ে করার জন্য নির্বাচন করবেন না । কারণ, যার মনে অন্য কারোর জন্য জায়গা আছে সে আপনাকে তাঁর মনে জায়গা কিভাবে দেবে ।

৫) যে মানুষ নিজের সমস্যার সমাধান করতে পারে, এমন মানুষ জীবনে অনেক কিছু করতে পারে । আপনি যাকে বিয়ে করার জন্য নির্বাচন করবেন তাঁর মধ্যে এই গুনটি আছে নাকি দেখে নেবেন । এই সমস্ত মানুষ জীবনে যা চায় তা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে । আমাদের জীবনে অনেক সময় নানা সমস্যার মুখে পড়তে হয় । এই সমস্ত মানুষ নিজের সমস্যা সমাধানের পরে আপনার ও আপনার পরিবারের সমস্যা সমাধান করতে সাহায্য করবে । যদি তাঁর কাছে এই সব সমস্যার সমাধান সহজে পেয়ে যান তাহলে, আপনার কোন সমস্যা আপনাকে ক্ষতি করতে পারবেনা ।
৬) কোন মানুষের মধ্যে ব্যক্তিত্ব থাকা ভাল, তবে তাঁর ব্যক্তিত্ব যেন এমন না হয় যে সেটা অহংকারে পর্যবসিত হয় । অহংকারী মানুষ কোনটা সঠিক কোনটা ভুল সহজে বুজতে পারেনা । সে ভাবে যে তাঁর মত আর কেউ নেই, সে সবার সেরা । মনে অহংকার থাকা ভাল স্বভাব নয় । তাই যাকে বিয়ে করবেন তাঁর এই দোষটি আছে কিনা লক্ষ করুন ।

৭) এমন অনেক মানুষ আছেন যাদের সম্পর্ক নিয়ে তেমন কোনও আগ্রহ দেখা যায় না । এরকম সম্পর্ক বেশি দিন টিকে না, সহজে ভেঙ্গে যায় । যদি সম্পর্কে দুজনের কোন আগ্রহ না থাকে তাহলে সেটা টিকিয়ে রাখা কঠিন । এরকম সম্পর্কের কোন মূল্য থাকেনা ।

৮) সবার শেষে বলবো বিয়ে করুন তাঁকে যার বংশ ভাল । কারণ ভাল বংশের মানুষরা তাঁদের পূর্বপুরুষদের নানা গুনের অধিকারী হয় । তাঁরা তাঁদের বংশের মানুষদের মত হয়ে থাকে । তাই আমরা চাকরি করা বাড়ির লোকেদের চাকরি করতে দেখি, শ্রমিক মজুর বাড়ির লোকেরা শ্রমিক মজুর হয় ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷