সোমবার, ২৭ মে, ২০১৯

পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.


১) পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি - এশিয়া।

২) পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি - প্রশান্ত মহাসাগর ।

৩) পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি - রাশিয়া ।

৪) পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি - দক্ষিণ চীন সাগর ।

৫) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি - নীলনদ।

৬) পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি - মেক্সিকো উপসাগর ।

৭) পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে - চিন দেশে ।

৮) পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি - রোমের ভ্যাটিকান প্রাসাদ ।

৯) পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম কি - ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।

১০) পৃথিবীর বৃহত্তম হোটেলের নাম কি - ক্যাসিনো হোটেল, আমেরিকা ।

১১) পৃথিবীতে সবচেয়ে বেশি জনবসতি কোন শহরে - জাপানের টোকিও ।

১২) পৃথিবীর সবথেকে বড়  রাজপথের নাম কি - ট্রাস কানাডা হাইওয়ে ।

১৩) পৃথিবীর দীর্ঘতম উপকূলের নাম কি - হার্ডসন উপকূল।

১৪) পৃথিবীর সবচেয়ে বড় সমাধিক্ষেত্র কি - মিশরের পিরামিড ।

১৫) পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি - সাহারা মরুভূমি।

১৬) পৃথিবীর বৃহত্তম হ্রদ – কাস্পিয়ান সাগর ।

১৭) পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ – সৌদি আরব ।

১৮) পৃথিবীর বৃহত্তম ফোয়ারা – গ্র্যান্ড পার্ক ।

১৯) পৃথিবীর বৃহত্তম রাজ প্রাসাদ – গু গং রাজ প্রাসাদ ।

২০) পৃথিবীর বৃহত্তম বন্দর – নিউইয়র্ক বন্দর ।

২১) পৃথিবীর বৃহত্তম অরণ্য – উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য ।

2২) পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথ – মেট্রো রেলওয়ে, মস্কো ।

২৩) পৃথিবীর বৃহত্তম  হিরক খনি – কিম্বারলি , দক্ষিন আফ্রিকা ।

২৪) প্রশান্ত মহাসাগরে বৃহত্তম দ্বীপ – নিউগিনি ।

২৫) পৃথিবীর বৃহত্তম হীরক – কুল্লিনান ।

পৃথিবীর উচ্চতম --

২৬ ) পৃথিবীর উচ্চতম  পর্বত – হিমালয় ।

২৭) পৃথিবীর উচ্চতম স্মৃতি সৌধ – স্ট্যাচু অব লিবার্টি ।

২৮) পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ – মাউন্ট এভারেস্ট ।

২৯) পৃথিবীর উচ্চতম মালভূমি – পামির মালভূমি ।

৩০) পৃথিবীর উচ্চতম সড়ক – লেহ-নোবরা রোড, ভারত ।

৩১) পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি – ওজোস ডেলসালাডো ।

৩২) পৃথিবীর উচ্চতম বাড়ি – বুরজ খলিফা , দুবাই ।

৩৩) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত – আঙ্গেল ফলস ।

৩৪) পৃথিবীর উচ্চতম মিনার – কুতুব মিনার ।

৩৫) পৃথিবীর উচ্চতম গির্জা – উলম ক্যাথেড্রাল ।

৩৬) পৃথিবীর উচ্চতম ঝুলন্ত সেতু – রয়্যাল গির্জা ।

৩৭) পৃথিবীর উচ্চতম বিমান বন্দর – বাংদা, তিব্বত ।

৩৮) পৃথিবীর উচ্চতম টাওয়ার – আইফেল টাওয়ার ।

৩৯) পৃথিবীর উচ্চতম রেল স্টেশন – কনডোর ।

৪০) পৃথিবীর উচ্চতম বাঁধ – বোল্ডার ড্যাম ।

৪১) পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি – স্ট্যাচু অব লিবার্টি ।

৪২) পৃথিবীর উচ্চতম গাছ – রেড উড ।

৪৩) পৃথিবীর উচ্চতম  হ্রদ – টিটিকাকা, দক্ষিন আমেরিকা ।

৪৪) পৃথিবীর উচ্চতম রাজধানী – লাপারজ, বলিভিয়া ।

৪৫) পৃথিবীর উচ্চতম মূর্তি – চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ ।


পৃথিবীর দীর্ঘতম --

৪৬) পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল – সুয়েজ খাল, মিশর ।

৪৭) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা – আন্দিজ পর্বতমালা ।

৪৮) পৃথিবীর দীর্ঘতম খাল – ভলগা বাল্টিক খাল ।

৪৯) পৃথিবীর দীর্ঘতম প্রাচীর – চীনের প্রাচীর ।

৫০) পৃথিবীর দীর্ঘতম সড়কপথ – নিউইয়র্কের ব্রডওয়ে ।

৫১) পৃথিবীর দীর্ঘতম বারান্দা – রামেশ্বরম মন্দিরের বারান্দা ।

৬২) পৃথিবীর দীর্ঘতম হিমবাহ – ল্যাম্বারট হিমবাহ ।

৫৩) পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ – সেয়েন টানেল, জাপান ।

৫৪) পৃথিবীর দীর্ঘতম বাঁধ – হিরাকুদ, ভারত ।

৫৫) পৃথিবীর দীর্ঘতম নদ – আমাজন ।

৫৬) পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে সেতু – লোয়ার জাম্বেসি, মোজাম্বিক ।

৫৭) পৃথিবীর দীর্ঘতম রাজপথ – গি. টি রোড, ভারত ।

৫৮) পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম – গোরক্ষপুর, ভারত ।

৬৯) পৃথিবীর দীর্ঘতম নদী – নীল নদ ।

৬০) পৃথিবীর দীর্ঘতম বন্দর – নিউইয়র্ক হারবার ।



আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।    

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

আরো পড়ুন -

৬টি মন্তব্য:

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷