পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
১) পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি - এশিয়া।
২) পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি - প্রশান্ত মহাসাগর ।
৩) পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি - রাশিয়া ।
৪) পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি - দক্ষিণ চীন সাগর ।
৫) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি - নীলনদ।
৬) পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি - মেক্সিকো উপসাগর ।
৭) পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে - চিন দেশে ।
৮) পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি - রোমের ভ্যাটিকান প্রাসাদ ।
৯) পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম কি - ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
১০) পৃথিবীর বৃহত্তম হোটেলের নাম কি - ক্যাসিনো হোটেল, আমেরিকা ।
১১) পৃথিবীতে সবচেয়ে বেশি জনবসতি কোন শহরে - জাপানের টোকিও ।
১২) পৃথিবীর সবথেকে বড় রাজপথের নাম কি - ট্রাস কানাডা হাইওয়ে ।
১৩) পৃথিবীর দীর্ঘতম উপকূলের নাম কি - হার্ডসন উপকূল।
১৪) পৃথিবীর সবচেয়ে বড় সমাধিক্ষেত্র কি - মিশরের পিরামিড ।
১৫) পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি - সাহারা মরুভূমি।
১৬) পৃথিবীর বৃহত্তম হ্রদ – কাস্পিয়ান সাগর ।
১৭) পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ – সৌদি আরব ।
১৮) পৃথিবীর বৃহত্তম ফোয়ারা – গ্র্যান্ড পার্ক ।
১৯) পৃথিবীর বৃহত্তম রাজ প্রাসাদ – গু গং রাজ প্রাসাদ ।
২০) পৃথিবীর বৃহত্তম বন্দর – নিউইয়র্ক বন্দর ।
২১) পৃথিবীর বৃহত্তম অরণ্য – উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য ।
2২) পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথ – মেট্রো রেলওয়ে, মস্কো ।
২৩) পৃথিবীর বৃহত্তম হিরক খনি – কিম্বারলি , দক্ষিন আফ্রিকা ।
২৪) প্রশান্ত মহাসাগরে বৃহত্তম দ্বীপ – নিউগিনি ।
২৫) পৃথিবীর বৃহত্তম হীরক – কুল্লিনান ।
পৃথিবীর উচ্চতম --
২৬ ) পৃথিবীর উচ্চতম পর্বত – হিমালয় ।
২৭) পৃথিবীর উচ্চতম স্মৃতি সৌধ – স্ট্যাচু অব লিবার্টি ।
২৮) পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ – মাউন্ট এভারেস্ট ।
২৯) পৃথিবীর উচ্চতম মালভূমি – পামির মালভূমি ।
৩০) পৃথিবীর উচ্চতম সড়ক – লেহ-নোবরা রোড, ভারত ।
৩১) পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি – ওজোস ডেলসালাডো ।
৩২) পৃথিবীর উচ্চতম বাড়ি – বুরজ খলিফা , দুবাই ।
৩৩) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত – আঙ্গেল ফলস ।
৩৪) পৃথিবীর উচ্চতম মিনার – কুতুব মিনার ।
৩৫) পৃথিবীর উচ্চতম গির্জা – উলম ক্যাথেড্রাল ।
৩৬) পৃথিবীর উচ্চতম ঝুলন্ত সেতু – রয়্যাল গির্জা ।
৩৭) পৃথিবীর উচ্চতম বিমান বন্দর – বাংদা, তিব্বত ।
৩৮) পৃথিবীর উচ্চতম টাওয়ার – আইফেল টাওয়ার ।
৩৯) পৃথিবীর উচ্চতম রেল স্টেশন – কনডোর ।
৪০) পৃথিবীর উচ্চতম বাঁধ – বোল্ডার ড্যাম ।
৪১) পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি – স্ট্যাচু অব লিবার্টি ।
৪২) পৃথিবীর উচ্চতম গাছ – রেড উড ।
৪৩) পৃথিবীর উচ্চতম হ্রদ – টিটিকাকা, দক্ষিন আমেরিকা ।
৪৪) পৃথিবীর উচ্চতম রাজধানী – লাপারজ, বলিভিয়া ।
৪৫) পৃথিবীর উচ্চতম মূর্তি – চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ ।
৪৬) পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল – সুয়েজ খাল, মিশর ।
৪৭) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা – আন্দিজ পর্বতমালা ।
৪৮) পৃথিবীর দীর্ঘতম খাল – ভলগা বাল্টিক খাল ।
৪৯) পৃথিবীর দীর্ঘতম প্রাচীর – চীনের প্রাচীর ।
৫০) পৃথিবীর দীর্ঘতম সড়কপথ – নিউইয়র্কের ব্রডওয়ে ।
৫১) পৃথিবীর দীর্ঘতম বারান্দা – রামেশ্বরম মন্দিরের বারান্দা ।
৬২) পৃথিবীর দীর্ঘতম হিমবাহ – ল্যাম্বারট হিমবাহ ।
৫৩) পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ – সেয়েন টানেল, জাপান ।
৫৪) পৃথিবীর দীর্ঘতম বাঁধ – হিরাকুদ, ভারত ।
৫৫) পৃথিবীর দীর্ঘতম নদ – আমাজন ।
৫৬) পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে সেতু – লোয়ার জাম্বেসি, মোজাম্বিক ।
৫৭) পৃথিবীর দীর্ঘতম রাজপথ – গি. টি রোড, ভারত ।
৫৮) পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম – গোরক্ষপুর, ভারত ।
৬৯) পৃথিবীর দীর্ঘতম নদী – নীল নদ ।
৬০) পৃথিবীর দীর্ঘতম বন্দর – নিউইয়র্ক হারবার ।
Nice post
উত্তরমুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনভাল
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ
উত্তরমুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন