স্বপ্ন কি ? কিভাবে দেখলে স্বপ্ন সত্যি হয় ?
স্বপ্ন মানুষের
একটি মানসিক অবস্থা, যাতে মানুষ
ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে ।
স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো
ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে । এগুলো আমাদের কল্পনা হতে
পারে, অথবা আমাদের অবচেতন মনের
কথাও হতে পারে । সাধারনত আমরা অনেক
স্বপ্ন দেখি । তবে সবগুলো মনে থাকে না । মানুষ
জীবনের ৩৩% সময় ঘুমিয়ে কাটায় । স্বপ্ন মানুষের ঘুমন্ত জীবনের
একটি অপরিহার্য অংশ । ঘুম থেকে জেগে উঠার পর অধিকাংশ
স্বপ্নই ঠিকঠাক মনে থাকে না । মানুষ
সজাগ থাকলে স্বপ্ন দেখে না । পেটে কোনো সমস্যা
থাকলে বা উল্টো পাল্টা বেশি কিছু খেলে স্বপ্নের মাত্রা বাড়তে পারে ।
আমাদের মস্তিষ্ক এক রহস্যময় জীবন্ত যন্ত্র, যেখানে আমরা এখনো ঠিকঠাক জানি না এটি কিভাবে এবং কেন এরকমভাবে কাজ করে । পড়াশুনা ও নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আমরা এখনো ১০০ ভাগ নিশ্চিত নয়, যে কেন আমাদের ঘুম প্রয়োজনীয় বা কেন ঘুমের মধ্যে স্বপ্ন আসে । আদিকাল থেকেই স্বপ্ন ব্যাখ্যার প্রচেষ্টা করা হচ্ছে । আমরা কেন ঘুমাই অথবা কেনই বা স্বপ্ন দেখি, এটা আশ্চর্যজনক হলেও সত্যি, আধুনিক বিজ্ঞানের কাছে এর স্পষ্ট জবাব এখনো নেই । বিভিন্ন ধর্মে এর বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে । মানুষের বয়স যত বাড়তে থাকে স্বপ্ন দেখা তত কমতে থাকে । স্বপ্ন ভবিষ্যতের বার্তা বহন করতে পারে । ঘুমের সময় গুরু মস্তিষ্কের কর্মকাণ্ড স্তিমিত হয়ে গেলে স্বতন্ত্র নার্ভ ক্রিয়া সক্রিয় হয়ে ভবিষ্যৎ বাণী পাঠায় । অনেক সময় এমন স্বপ্নও মানুষ দেখে থাকে যখন স্বপ্ন দেখার সময়ই ঘটনাটা ঘটছে ।
কিভাবে দেখলে স্বপ্ন সত্যি হয় –
আমরা যেসব স্বপ্ন দেখি তার সব স্বপ্ন সত্যি হয়না, আবার মিথ্যা হয় না । স্বপ্ন সত্যি হওয়ার জন্য বিভিন্ন সময়, পক্ষ ও আমাদের শোয়ার ভঙ্গীর উপর নির্ভর করে । এখন আপনি জানতে পারবেন যে – কোন কোন সময় স্বপ্ন দেখলে, কোন পক্ষে ও কিভাবে শুয়ে স্বপ্ন দেখলে আমাদের স্বপ্ন সত্যি হবে । যদি আপনি এগুলি ঠিক ভাবে পূরণ করতে পারেন তাহলে আপনার স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে ।
কৃষ্ণপক্ষের প্রতিপদে স্বপ্ন দেখলে সত্যি হয়না । দ্বিতীয়ায় স্বপ্ন দেখলে তা দীর্ঘ সময় পরে সত্যি হতে পারে । কৃষ্ণপক্ষের তৃতীয়া, চতুর্থী, দ্বাদশী ও চতুর্দশীতে স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন বাস্তবে সত্যি হতে পারে । আবার কৃষ্ণপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, একাদশী ও ত্রয়োদশী তে স্বপ্ন দেখলে তা সত্যি হয়না । অমাবস্যায় স্বপ্ন দেখা অশুভ লক্ষণ ।
শুক্লপক্ষের প্রতিপদের স্বপ্ন দীর্ঘ সময় পরে সত্যি হয় । শুক্লপক্ষের চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও দশমীতে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হতে পারে । একাদশী ও দ্বাদশীর স্বপ্ন অনেক পরে সত্যি হয় । শুক্লপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কোনোদিন সত্যি হয় না । আর যদি পূর্ণিমায় স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হয় ।
শোয়ায় ধরন –
মেয়েরা যদি ঘুমানোর সময় বামদিক চেপে ঘুমিয়ে স্বপ্ন
দেখে তবে, সেই স্বপ্ন সত্যি হয় । আবার ছেলেরা যদি দক্ষিণদিক বা ডানপাশ চেপে স্বপ্ন
দেখে তাহলে সেই স্বপ্ন সত্যি হয় । এর বিপরীত হলে – মেয়েরা যদি ডানদিকে চেপে ও
ছেলেরা যদি বামদিক চেপে ঘুমিয়ে স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্ন সত্যি হয় না ।
প্রহরের হিসাব –
প্রহর অনুসারেও স্বপ্নের ফলাফল লাভ হয় । আপনি যদি
প্রথম প্রহরে স্বপ্ন দেখেন তাহলে সেটি তিন মাস পরে সত্যি হতে পারে । দ্বিতীয়
প্রহরে স্বপ্ন দেখলে সাত মাস পরে সত্যি হতে পারে । তৃতীয় প্রহরে তিন মাস সময় পরে সত্যি হতে পারে । চতুর্থ
প্রহরে স্বপ্ন দেখলে দশ দিনের মধ্যে সত্যি হতে পারে । আপনি যদি একেবারে সকালে
স্বপ্ন দেখেন তাহলে তিন দিনের মধ্যে তা সত্যি হতে পারে । সুস্বপ্ন দেখলে আবার
ঘুমিয়ে পরবেন না । ঘুমিয়ে পড়লে আপনার স্বপ্ন সত্যি হবেনা ।
আমাদের লেখা
আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার
বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান ও সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে
নিচে বিজ্ঞান ও সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ এর একাদশী বলতে কি বুঝিয়েছেন?
উত্তরমুছুনআমাবস্যা বা পূর্ণিমার ১১ তম দিন ।
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন