বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

দেহের গঠন অনুসারে মানুষ কেমন প্রকৃতির হয় ?.


  আপনার মানব চরিত্র সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি মানুষকে নিয়ে সমাজে চলতে পারবেন না । পরিস্থিতি অনুসারে মানুষ বিশেষ আচরণ করে থাকে । আপনি যখন বুঝতে পারবেন যে বিশেষ পরিস্থিতিতে মানুষ কেন বিশেষ আচরণ করে তখন, আপনি একজন মানুষকে সহজে চিনতে পারবেন । কাউকে চেনা মানে সে আপনার মত কিনা সেটা নয়, সে আসলে কেমন এটা বুঝে নেওয়া । প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে বেশি মাথা ঘামান, অন্যের ব্যাপারে নয় । আবার এর বিপরীতও দেখা যায় । মানুষ তাঁর স্বার্থের ও সুবিধার জন্য সব কাজ করতে পারে । দান, ধ্যান বা পুণ্য কাজ করলে তাঁর কতটা সুনাম বাড়ল সেদিকে মানুষের বেশি আগ্রহ থাকে । 


 এখন আমরা মানুষের দেহের গঠন অনুসারে কে কেমন প্রকৃতির হয় তা সবিস্তারে জানবো --

১) আমরা একটা মানুষের দেহের গঠন দেখে সহজে অনুমান করতে পারি সে কেমন । চলুন তাহলে শুরু করি । যে মানুষের মুখ ভীরুর মত হয় সে পাপ কাজ করতে কখন ভয় করেনা । আর যে মানুষের মুখ গোল হয় তাঁরা ধনবান ব্যক্তি হয় । যাদের মুখ চারকোনা আকৃতির হয় তাঁরা চতুর প্রকৃতির হয় । যেসব পুরুষ মানুষের মুখ মেয়েদের মত হয় তাঁরা অপুত্রক হন । ছোট মুখ হলে তাঁরা কৃপন হয় । যাদের মুখে কখন হাসি দেখা যায় না তাঁরা দুঃখ ও দারিদ্র ভোগ করেন । যারা ভালকরে হাসেনা তাঁরা মনে হিংসা জমা করে রাখে । গোল মাথা যেসব মানুষের তাঁরা ধনবান হয় । যে মানুষের মুখ খুব বড়ো তাঁরা দরিদ্র হয় । ভরাট গাল ব্যক্তিরা গণ্যমান্য বলে মানা হয় ।

২) যেসব মানুষের ভ্রুর গঠন অসমান হয় তাঁরা গরীব হয় । যাদের ভ্রু বেশি উঁচুতে থাকে তাদের আয়ু কম হয় । মোটা ও খুব বড় ভ্রু হলে তাঁরা দরিদ্র হয় । যে মানুষের সারা শরীর সোজা ও নরম লোম থাকে তাঁরা সাদাসিধে মানুষ হয় । বিবর্ণ বা হলদে হলে তাঁরা পাপ কাজ করে । যাদের শরীরে লোম দেখতে পাওয়া যায়না তাঁরা ধূর্ত প্রকৃতির হয় ।

৩) যেসব মানুষের নাক খুব সুন্দর তাঁরা ভাগ্যবান হয় । ছোটো নাক যাদের তাঁরা ধর্ম মানেন না । যাদের নাকের ডগা বাঁকা তাদের নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে । ডানদিকে বাঁকা নাক হলে সে চতুর প্রকৃতির হয় ।

৪) যে মানুষের কান দুটো সমান, খুব বড়ো বা ছোটো নয়, সুন্দর দেখতে তাঁরা সুলক্ষণ ব্যক্তি । যাদের কানে শিরা দেখা যায় তাদের ভাগ্য খারাপ । সোজা কানওয়ালা মানুষরা খুব সচেতন হয় । যে মানুষের চোখ বেশি লাল তাঁর হঠাৎ করে স্ত্রীর মৃত্যু হতে পারে ।

৫) যেসব মানুষের দাঁত দেখতে বাঁধান দাঁতের মত তাঁরা ভাল ব্যক্তি হয় । যাদের বড়ো দাঁত তাঁরা বিদ্বান হয় । আবার লাল জিভ যাদের তারাও বিদ্বান হয় । ঠোঁটে জিভ বোলানো মানুষরা লোভী প্রকৃতির হয় । বড়ো জিভ ব্যক্তিরা আনন্দ করতে ভালোবাসে ।

৬) যে মানুষের বুক বড়ো হয় তাঁরা সাহসী ও বীর প্রকৃতির হয় । যাদের বুক সমান তাঁরা ধনবান ব্যক্তি হয় ।

৭) যেসব মানুষের হাত বড়ো হয় তাঁরা সরল মানুষ হয় । দীর্ঘবাহু হলে তাঁরা অনেক মানুষের উপকার করেন । ছোটো বাহু হলে সে চতুর হয় । যাদের হাতের মুঠো খোলা থাকে তাঁরা উদার, সৎ, ভাবপ্রবণ হয় । আঙুল খুব মোটা হলে তাঁরা নির্ধন হয় । নখ ছোটো হলে তাঁরা সকলের সাথে মানিয়ে চলে ।

৮) বড়ো কপাল হলে তাঁরা ধনবান হয় । ছোটো কপাল হলে তাদের আয়ু কম হয় । হাঁটার সময় যারা মাথা নিচু করে থাকে তাঁরা জটিল ধরনের হয় । যেসব মানুষ হাঁটার সময় জোরে জোরে হাঁটেন তাঁরা জীবনে সফল হয় ।

 আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ   

আমাদের আরও পোস্ট পড়ুন - 


আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷