আকাশ, মহাবিশ্ব কি ? মহাবিশ্বে কি আছে ?.
আমারা
রাতের আকাশে যে তাঁরা দেখি আজ থেকে হাজার হাজার বছর আগেও মানুষ সূর্য, তারা,
উল্কা, ছায়াপথ, ধূমকেতু ইত্যাদি পর্যবেক্ষণ করে তাদের সম্বন্ধে জানার চেষ্টা করতো
। সেই সময় আজকের মত বিজ্ঞান এত উন্নত ছিলনা । ঘড়ি,
ক্যালেন্ডার, কম্পাসও ছিলনা । চাঁদ ও সূর্যের চলাচল দেখে দিন, দিক, মাস, সময়, বছর
গণনা করা হত । সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি উপরের দিকে ১০০০ কিলোমিটার উচ্চতা
পর্যন্ত যে শূন্যস্থান আছে তাকে আকাশ বলা হয় । পৃথিবী ছাড়িয়ে রাতের আকাশে তাকালে
যতদূর দেখা যায় সেই বিশাল ফাঁকা শূন্যস্থান কে মহাকাশ বলে ।
মহাবিশ্ব মহাবিশ্ব সৃষ্টি নিয়ে অনেক মত পার্থক্য আছে । আধুনিক
মত অনুসারে – মহাবিশ্বের সমস্ত পদার্থ একটি বালির কণার থেকেও ছোটো অবস্থায় ছিল ।
প্রায় ১৪০০ কোটি বছর আগে প্রচুর তাপ ও শক্তি নিয়ে এর প্রসারণ শুরু হয় । সেই সঙ্গে
প্রচুর গ্যাসের মহাজাগতিক মেঘ ও ধূলিকণা তৈরি হয় । কোটি কোটি বছর ধরে এই গ্যাস আর মেঘ থেকে তৈরি হয় গ্রহ, উপগ্রহ,
নক্ষত্র, ছায়াপথ, উল্কা, ধূমকেতু নীহারিকা ইত্যাদি । মহাকাশের পরিসীমা ঠিক কতদূর
সেটা মানুষের ধারনার বাইরে ।
মহাকাশে রয়েছে বিভিন্ন মহাজাগতিক বস্তু । এগুলি
হল - গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, উল্কা, ধূমকেতু নীহারিকা ইত্যাদি । এখন আমরা
এগুলি সম্বন্ধে কিছু কথা জেনে নেব ।
১) নক্ষত্র ও
নক্ষত্রমণ্ডল – যে সব জ্যোতিষ্কের নিজের আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে ।
সূর্য নক্ষত্র আছে আমাদের থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে আছে । তারপর রয়েছে ৪১ লক্ষ
কোটি কিলোমিটার দূরে নক্ষত্র প্রক্সি-মা সেন্তাউরি । জ্যোতির্বিজ্ঞানিরা
মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ‘আলোকবর্ষ’ একক দিয়ে দূরত্ব পরিমাণ করেন । ১ সেকেন্ডে
আলোর গতি প্রায় ৩০০,০০০ কিলোমিটার । এই হিসাবে আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে সেটাই হল আলোকবর্ষ ।
মনেকরা হয় যে নক্ষত্র গুলি নীহারিকা থেকে সৃষ্টি হয়েছে । নক্ষত্রদের রং দেখে আমরা
সেই নক্ষত্র কতটা উত্তপ্ত অনুমান করতে পারি । লাল রঙের নক্ষত্রের উষ্ণতা সবথেকে
কম, মাঝারি হলুদ নক্ষত্রের উষ্ণতা একটু বেশি । নীল নক্ষত্রের উষ্ণতা আরও একটু বেশি
। সাদা রঙের নক্ষত্রের উষ্ণতা সবথেকে বেশি ।
অনেক নক্ষত্র কাছাকাছি অবস্থান করে,
তাদের কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে বিভিন্ন আকৃতি গঠিত হয় । এদেরকে বলা হয়
নক্ষত্রমণ্ডল । উত্তর আকাশে সাতটি নক্ষত্রের সমষ্টিকে সপ্তর্ষিমণ্ডল বলে । তাঁদের
নাম প্রাচীনকালের সাত জন ঋষির নাম অনুসারে রাখা হয়েছে । এদের দেখতে অনেকটা ?
চিহ্নের মত হয় । আবার ইংরেজি M
অক্ষরের মত ক্যাসিওপিয়া । ক্রস চিহ্নের মত হল বকমণ্ডল । কালপুরুষ নক্ষত্র মণ্ডলকে
পুরাকালের একজন বীর শিকারি হিসাবে কল্পনা করা হয়েছে । ধ্রুব তারাকে সারাবছর উত্তর
আকাশে একই স্থানে দেখা যায় ।
২) গ্রহ ও উপগ্রহ
– যে সমস্ত জ্যোতিষ্কের নিজের আলো ও উত্তাপ নেই, যারা নক্ষত্রের আলোয় আলোকিত হয়
তাদের গ্রহ বলে । আবার গ্রহদের চারিদিকে যারা ঘোরে তাদের উপগ্রহ বলে । উপগ্রহরা
আলো নক্ষত্রদের কাছ থেকে পায় । সূর্যের চারিদিকে আবর্তন করে ৮ টি গ্রহ । এগুলি হল –
বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, উরেনাস ও নেপচুন । চাঁদ হল পৃথিবীর
একমাত্র উপগ্রহ । চাঁদ তার আবর্তন ও পরিক্রমণ শেষ করে ২৭ দিন ৮ ঘণ্টায় । এছাড়াও
অন্য গ্রহদের উপগ্রহ আছে । আগে প্লুটোকে গ্রহ হিসাবে ধরা হলেও এখন তাকে বামন
গ্রহের তালিকায় রাখা হয়েছে ।
৩) গ্রহাণুপুঞ্জ
– গ্রহের মত খুব ছোটো ছোটো জ্যোতিষ্ককে গ্রহাণুপুঞ্জ বলা হয় । এরাও এদের নির্দিষ্ট
কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে । মঙ্গল ও বৃহস্পতির মধ্যে প্রায় ৪০ হাজার গ্রহাণুপুঞ্জ
রয়েছে । সৌরজগতের সবথেকে বড়ো গ্রহাণুপুঞ্জ হল সেরেস ।
৪) ধূমকেতু – ধূমকেতু
হল মহাকাশের এক প্রকার জ্যোতিষ্ক । এটি দেখতে দীর্ঘ লেজ বিশিষ্ট বা অনেকটা ঝাঁটার
মত হয় । ধূমকেতুর মাথার দিকটা উজ্জ্বল আর লেজের দিকটা হয় বাস্পময় । সূর্যের
কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে আরম্ভ করে । একে অনেক বছর পর পর দেখা যায়
। পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর দেখা যায় । শেষ বার দেখা গেছে ১৯৮৬ সালে,
আবার দেখা যাবে ২০৬২ সালে ।
৫) উল্কা – আমরা মেঘহীন রাতের আকাশে হঠাৎ আলোর পিণ্ড নীচে নেমে আসতে দেখি । একে বলা হয় তারা খসা বা উল্কাপাত । ধূমকেতু, গ্রহাণুপুঞ্জের বা কোনও নক্ষত্রের ভাঙ্গা টুকরো পৃথিবীর আকর্ষণে পৃথিবীর দিকে প্রবল গতিবেগে ছুতে আসে । বাতাসের সাথে ঘষা লেগে এরা জ্বলতে শুরু করে । বেশিরভাগ উল্কা বাতাসে পুড়ে যায় । আবার কখনো বড়ো উল্কার অংশ পৃথিবীর বুকে আছরে পড়তে পারে ।
৬) নীহারিকা – মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় । তার থেকে তৈরি হয়েছে নীহারিকা । মহাবিশ্ব সৃষ্টির প্রায় ১০ লক্ষ বছর পর গ্যাসীয় পদার্থগুলি জমাট বেঁধে প্রচণ্ড গতিতে একে অপরের সাথে মিলে জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয় । এই নীহারিকা থেকে নক্ষত্রদের জন্ম হয়েছে ।
৭) ছায়াপথ – মহাকাশের এক এক জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি তারা ও গ্যাসীয় বস্তু মিলে একটি বিশাল তারা জগত গড়ে তোলে, একে ছায়াপথ বলে । ছায়াপথ গুলি ডিম্বাকার, প্যাঁচালো ইত্যাদি নানা রকম হয় । খালি চোখে আমরা যে তারা দেখি সেগুলি আকাশগঙ্গা ছায়াপথের তারা । প্রায় ১০ হাজার কোটি নক্ষত্র, ধূলিকণা, গ্যাস মিলে আকাশগঙ্গা একটি বিরাট প্যাঁচানো ছায়াপথ । সূর্য, পৃথিবী ও অন্য গ্রহগুলি এই আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে ।
আমাদের লেখা আপনার
কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার
বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । জানা অজানা ও বিজ্ঞান
বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা ও বিজ্ঞান লেখাটির উপর ক্লিক করুন । পুরো
পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
পৃথিবীতে কি সত্যি নরকের দরজা বলে কিছু আছে ?.
পৃথিবীর সাদা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশের অজানা কথা গুলি কি ?.
পৃথিবীর সাদা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশের অজানা কথা গুলি কি ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷