সাধারণ বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
১) বায়োটা কাকে বলা হয় – কোন স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ ।
অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।
২) উঠের কুজ কীসের গঠন – অ্যাডিলোপ কলা ।
৩) কোন গ্যাস বেলুনে
ব্যবহার করা হয় – হিলিয়াম গ্যাস ।
৪) সমুদ্রের গভীরতা
মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় – ইকো সাউন্ডার ।
৫) বাষ্পীয় চাপ পরিমাপক
যন্ত্রের নাম কি – টেন্সি মিটার ।
৬) রেড ডাটা বুক কি – বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা ।
৭) ঘড়ির পেন্ডুলাম কি
দিয়ে তৈরি হয় – ইনভার
।
৮) কোন উদ্ভিদের
পত্ররন্ধ্র থাকেনা – নিমজ্জিত উদ্ভিদের ।
৯) গমন করতে পারেনা এমন
একটি প্রাণীর নাম কি – স্পঞ্জ ।
১০) কোন পেশি আমাদের দেহের বিভিন্ন অংশকে ঘোরাতে
সাহায্য করে – রোটেটর
পেশি ।
১১) অচল সন্ধি কোথায়
দেখা যায় – কোরটিতে
।
১৩) মানব দেহে কোন খনিজ
পদার্থের অভাবে গলগণ্ড রোগ হয় – আয়োডিন ।
১৪) উদ্ভিদের পুষ্টি কি
প্রকৃতির – স্বভোজী
প্রকৃতির ।
১৫) হৃদপিণ্ডের সংকোচন
ও প্রসারণকে কি বলে - সিস্টোল ও ডায়াস্টোল ।
১৬) কোন হরমোনকে
সঙ্কট-কালীন হরমোন বলে – অ্যাড্রিনালীন হরমোন ।
১৭) আমাদের দেহের
সবথেকে বড়ো পৌষ্টিক গ্রন্থির নাম কি – যকৃৎ ।
১৮) পাখির দেহে
তৈল-গ্রন্থি কোথায় থাকে – পায়ু ছিদ্রের ওপরে ।
১৯) মোল কথাটির অর্থ কি
– গুচ্ছ
।
২০) পৃথিবীর কোন স্থানে
অভিকর্ষজ ত্বরণের মান বেশি – মেরু অঞ্চলে ।
২১) রেফ্রিজারেটরে কোন
তরল গ্যাস ব্যবহার করা হয় – অ্যামোনিয়া ।
২২) একটি অক্ষে অনেক
ফুল একসাথে গুচ্ছিত হয়ে থাকলে তাকে কি বলে – পুষ্প মঞ্জরি ।
২৩) একজন নভশ্চরের কাছে
মহাকাশের রঙ কি দেখায় – কালো ।
২৪) দুধের বিশুদ্ধতা
মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় – ল্যাক্টোমিটার ।
২৬) সব থেকে কঠিন
অধাতুর নাম কি – হীরা
।
২৭) শৈত্যের উৎপত্তি কি
জন্য হয় – বাষ্পায়নের
জন্য ।
২৮) আপেল গাছের রেচন পদার্থের নাম কি – ম্যালিক অ্যাসিড ।
২৯) কোন উদ্ভিদ
বায়ুদূষণ নির্দেশ করে – লাইকেন ।
৩০) মানুষের হাড়ের
প্রধান রাসায়নিক উপাদান কী – ক্যালসিয়াম ফসফেট ।
৩১) কোন ছিদ্রের
মাধ্যমে আমাদের চোখে আলো প্রবেশ করে – তারারন্ধ্র ।
৩২) বাদুড়ের ডানা কে কি
বলে – প্যাটাজিয়াম
।
৩৩) কোন বিজ্ঞানী সর্ব
প্রথম হীরে তৈরি করেন – ময়াসা ।
৩৪) চোখের কাজল
কার্বনের কোন রূপভেদ – ভুসাকালি ।
৩৫) পিচ-এর প্রধান
উপাদান কি – কার্বন
।
৩৬) সাধারণ জলের PH কত – ৭ ।
৩৭) ভূপৃষ্ঠে তড়িৎ বিভব
কত – o ।
৩৮) উড্ডয়ন শীল
সরীসৃপের নাম কি – ড্রাকো ।
৩৯) কোন পদ্ধতির
সাহায্যে গাছ ও মৃত প্রাণীর বয়স জানা যায় – কার্বন ডেটিং ।
৪০) প্রাণী দেহে তরল কলার
নাম কি – রক্ত
।
৪১) প্রাবল্যের একক কি – ফণ ।
৪২) পারদ ছাড়া অপর একটি
ধাতুর নাম কি – গ্যালিয়াম
।
৪৩) মোম আসলে কি – সরল ফ্যাট ।
৪৪) ব্ল্যাকফুট রোগ কেন
হয় – আর্সেনিক
দূষণের জন্য ।
৪৬) কোন নিষ্ক্রিয়
গ্যাস বাতাসে বেশি থাকে – আর্গন ।
৪৭) সবথেকে হালকা ধাতু
কি – লিথিয়াম
।
৪৮) উষ্ণতা পরিমাপের
পদ্ধতিকে কি বলে – থার্মোমিতি ।
৪৯) জীব কোশ প্রথম কে
আবিষ্কার করেন – রবার্ট
হুক ।
৫০) আমের ভোজ্য অংশের
নাম কি – মেসো
কার্প ।
৫০) কোন প্রাণীর লোহিত
রক্ত কণিকা নেই – কেঁচো ।
৫১) পিউপা এর সমার্থক
শব্দ কি – মূককীট
।
৫২) ‘অশ্বশক্তি’ কথাটি সর্ব প্রথম কে ব্যবহার করেন – জেমস ওয়াট ।
৫৩) আতা কোন জাতীয় ফল – গুচ্ছিত ফল ।
৫৪) ব্যবহার ও অব্যবহার
মতবাদের প্রবক্তা কে – ল্যামার্ক ।
৫৫) কেন্দ্রীয়
স্নায়ুতন্তের বাইরের আবরণের নাম কি – মেমিনজেস ।
৫৬) পাখির ডানা বা
পতঙ্গের ডানা কি জাতীয় অঙ্গ – সমবৃত্তীয় ।
৫৭) ডারউইনের মতে
প্রকৃতিতে জীবের সংখ্যা বাড়ে কি হারে – জ্যামিতিক হারে ।
৫৮) জলের খরতা
স্থায়ীভাবে দূর করার জন্য কোন কোন দ্রব্য ব্যবহার করা হয় – কলিচুন, সোডিয়াম কার্বনেট ।
৫৯) ‘অয়েল অফ মিনারেল’ কাকে বলে – নাইট্রোবেঞ্জিন ।
৬১) আলো কি প্রকার
তরঙ্গ – তির্যক
তরঙ্গ ।
৬২) পৃথিবীর কেন্দ্রে
কোন বস্তুর ওজন কত – শূন্য ।
৬৩) সিনেমার পর্দায় কোন
ধরনের প্রতিফলন দেখা যায় – বিক্ষিপ্ত প্রতিফলন ।
৬৪) চামড়ার প্রধান
উপাদান কি – কোলাজেন
।
৬৫) কোন হরমোন উদ্ভিদের
বার্ধক্য প্রতিরোধ করে – কাইনিন ।
৬৬) ঝিঁঝিঁ পোকার
লার্ভাকে কি বলে – গ্লাব ।
৬৭) এবোনাটাইট কি কাজে
ব্যবহার করা হয় – ব্যাটারির খোল তৈরিতে ।
৬৮) একটি সর্বজনীন
দ্রাবকের নাম কি – জল ।
৬৯) মানুষের শরীরে
কোথায় ইউরিয়া তৈরি হয় – যকৃতে ।
৭০) প্রাপ্ত বয়স্ক
মানুষের দৈনিক ফ্যাটের চাহিদা কত – ৫০ গ্রাম ।
৭১) প্রথম শ্রেণীর
প্রোটিন কি কি – মাছ, মাংস, ডিম, দুধ
।
৭২) মানব দেহে রক্ত
নালিতে রক্ত জমাট বাঁধতে বাধাদেয় কোন যৌগ – হেপারিন ।
৭৩) প্রাণীর দেহের
কঠিনতম পদার্থ কি – এনামেল ।
৭৪) উড়োজাহাজের
জ্বালানি হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয় – গ্যাসোলিন ।
৭৫) কোন কোন বর্ণকে
মৌলিক বর্ণ বলে – লাল, নীল, হলুদ ।
আমাদের লেখা আপনার কেমন
লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের
কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও
পোস্ট পড়তে নিচে বিজ্ঞান লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷