রবিবার, ৩০ জুন, ২০১৯

রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ও উপনিষদের অজানা কথা গুলি কি কি ?.


রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ও উপনিষদের অজানা কথা গুলি কি কি ?

পৃথিবীর প্রধান প্রধান ধর্মমত হল – হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, শিখ ধর্ম ।


  বেদ হল পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ । বেদ ৪টি ভাগে বিভক্ত – ১) ঋক, ২) সাম, ৩) যজু ও ৪) অথর্ব । ঋক বেদ এদের মধ্যে প্রাচীন ।


  রামায়ণ মহাকাব্যে প্রায় ৪০ হাজার শ্লোক আছে । রামায়ণে সাতটি কাণ্ড আছে, সেগুলি হল – ১) আদি কাণ্ড, ২) অযোধ্যা কাণ্ড, ৩) অরণ্য কাণ্ড, ৪) কিষ্কিন্ধ্যা কাণ্ড, ৫) সুন্দর কাণ্ড, ৬) লঙ্কা কাণ্ড, ৭) উত্তরা কাণ্ড ।

   মহাভারতে আছে ১৮টি পর্ব । সেগুলি হল – ১) আদি পর্ব, ২) সভা পর্ব,৩) বন পর্ব, ৪) বিরাট পর্ব, ৫) উদযোগ পর্ব, ৬) ভীষ্ম পর্ব, ৭) দ্রোণ পর্ব, ৮) কর্ণ পর্ব, ৯) শল্য পর্ব, ১০) সৌপ্তিক পর্ব, ১১) স্ত্রী পর্ব, ১২) শান্তি পর্ব, ১৩) অনুশাসন পর্ব, ১৪) অশ্বমেধিক পর্ব, ১৫) আশ্রমবাসিক পর্ব, ১৬) মৌসল পর্ব, ১৭) মহাপ্রস্থানিক পর্ব, ১৮) স্বর্গারোহণ পর্ব ।

পুরাণ আছে ১৮টি সেগুলি হল – ১) ব্রহ্ম পুরাণ, ২) পদ্ম পুরাণ, ৩) বিষ্ণু পুরাণ, ৪) রাম পুরাণ, ৫) ভাগবত পুরাণ, ৬) নারদ পুরাণ, ৭) মার্কণ্ডেয় পুরাণ, ৮) অগ্নি পুরাণ, ৯) ভবিষ্য পুরাণ, ১০) ব্রহ্মবৈবর্ত পুরাণ, ১১) লিঙ্গ পুরাণ, ১২) স্কন্দ পুরাণ, ১৩) বামন পুরাণ, ১৪) কূর্ম পুরাণ, ১৫) মৎস্য পুরাণ, ১৬) গরুড় পুরাণ, ১৭) ব্রম্ভান্ড পুরাণ, ১৮) শিব পুরাণ ।


   নবরত্ন – ১) মুক্তা, ২) মাণিক্য, ৩) বৈদূর্য, ৪) গোমেদ, ৫) হীরক, ৬) বিদ্রুপ, ৭) পদ্মরাগ, ৮) মকরত, ৯) নীলকান্ত ।


  নবপত্রিকা – ১) কলা, ২) কচু, ৩) হলুদ, ৪) বেল, ৫) মানকচু, ৬) অশোক, ৭) জয়ন্তী, ৮) ডালিম গাছ, ৯) ধান ।


  অষ্টধাতু – ১) সোনা, ২) রুপা, ৩) তামা, ৪) লোহা, ৫) সীসা, ৬) রংগ, ৭) পারদ, ৮) যশদ ।


সপ্তরথী – ১) দ্রোণাচার্য, ২) কর্ণ, ৩) কৃপাচার্য, ৪) অশ্বত্থামা, ৫) শকুনি, ৬) দুর্যোধন, ৭) দুঃশাসন ।


  সপ্তর্ষি – ১) বশিষ্ঠ, ২) অত্রি, ৩) মরীচি, ৪) অঙ্গিরা, ৫) পুলস্থ, ৬) পুলহ, ৭) ক্রতু ।


  ষড়রিপু – ১) কাম, ২) ক্রোধ, ৩) লোভ, ৪) মোহ, ৫) মদ, ৬) মাৎসর্থ ।


  পঞ্চকন্যা – ১) অহল্যা, ২) দ্রোপদী , ৩) কুন্তী, ৪) তারা, ৫) মন্দোদরী ।


  পঞ্চনদ – ১) শতুদ্র, ২) বিপাশা, ৩) বিতস্তা, ৪) ইরাবতী, ৫) চন্দ্রভাগা ।


  পঞ্চশস্য – ১) ধান, ২) মুগ, ৩) মাষকলাই, ৪) যব, ৫) তিল ।


  পঞ্চাঙ্গুলি – বৃক্ক, ২) তর্জনী, ৩) মধ্যমা, ৪) অনামিকা, ৫) কনিষ্ঠা ।



  পঞ্চতীর্থ – ১) কুরুক্ষেত্র, ২) গয়া, ৩) গঙ্গা, ৪) প্রভাস, ৫) পুষ্কর ।

  পঞ্চগব্য – ১) দধি, ২) মধু, ৩) ঘৃত, ৪) গোময়, ৫) গোমূত্র ।


  সাতাশটি নক্ষত্রের নাম – ১) অশ্বিনী, ২) ভরণী, ৩) কৃত্তিকা, ৪) রোহিনী, ৫) মৃগশিরা, ৬) আদ্রা, ৭) পুনর্বসু, ৮) পুষ্যা, ৯) অশ্লেষা, ১০) মঘা, ১১) পূর্ব ফাল্গুনি, ১২) উত্তর ফাল্গুনি, ১৩) হস্তা, ১৪) চিত্রা, ১৫) স্বাতী, ১৬) বিশাখা, ১৭) অনুরাধা, ১৮) জ্যেষ্ঠা, ১৯) মূলা, ২০) পূর্বাষাঢ়া, ২১) উত্তরষাঢ়া, ২২) শ্রবণা, ২৩) ধনিষ্ঠা, ২৪) শতভিষা, ২৫) পূর্বভাদ্রপদ, ২৬) উত্তর ভাদ্রপদ, ২৭) রেবতী ।


  বারটি রাশি – ১) মেষ, ২) বৃষ, ৩) মিথুন, ৪) কর্কট, ৫) সিংহ, ৬) কন্যা, ৭) তুলা, ৮) বৃশ্চিক, ৯) ধনু, ১০) মকর, ১১) কুম্ভ, ১২) মীন ।


 দশদিক – ১) উত্তর, ২) দক্ষিণ, ৩) পূর্ব, ৪) পশ্চিম, ৫) ঈশান, ৬) অগ্নি, ৭) নৈর্ঋত, ৮) বায়ু, ৯) ঊর্ধ্ব, ১০) অধঃ ।


  দেবী দুর্গার দশটি অস্ত্রের নাম – ১) খরগ, ২) ত্রিশূল, ৩) চক্র, ৪) বাণ, ৫) শক্তি, ৬) ঢাল, ৭) খেটক, ৮) পূর্ণচাপ, ৯) পাশ, ১০) অঙ্কুশ ।


  দশাবতার – ১) মৎস্য, ২) কূর্ম, ৩) বরাহ, ৪) নৃসিংহ, ৫) বামন, ৬) পরশুরাম, ৭) রাম, ৮) বলরাম, ৯) বুদ্ধ, ১০) কল্কি ।


  পঞ্চপল্লব – ১) আম্র, ২) বট, ৩) পাকুড়, ৪) অশ্বত্থ, ৫) যজ্ঞডুমুর ।


  পঞ্চপাণ্ডব – ১) যুধিষ্ঠির, ২) ভীম, ৩) অর্জুন, ৪) নকুল, ৫) সহদেব ।


বিষ্ণুর শঙ্খের নাম পাঞ্চজন্য, চক্রের নাম সুদর্শন, ধনুকের নাম শাঙ্গ, তরবারির নাম নন্দক ।


  কুরুক্ষেত্রের যুদ্ধের পর ১০ জন জীবিত ছিলেন, তাঁরা হলেন – পাণ্ডবদের ৭ জন । যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শ্রীকৃষ্ণ, সাত্যকি । কৌরবদের ৩ জন । কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা ।


  উপনিষদ আছে ১০৮টি ।


  রামের পুত্রদের নাম – লব ও কুশ ।


  দশরথের কন্যার নাম শান্তা । দশরথ শান্তাকে লালন করার জন্য লোমপাথ কে দান করেন ।

  পঞ্চবর্ণ – ১) শ্বেত, ২) কৃষ্ণ, ৩) হরিদ্রা, ৪) পীত, ৫) লোহিত ।


 ভীষ্ম ও দ্রোণাচার্য কে ছিলেন – ভীষ্ম ছিলেন কৌরব ও পাণ্ডবদের পিতামহ, দ্রোণাচার্য ছিলেন তাঁদের অস্ত্রগুরু ।

  রাজা দশরথের তিন রানি ও চার পুত্রের নাম – কৌশল্যা-রামচন্দ্র, কৈকেয়ী-ভরত, সুমিত্রা-লক্ষণ ও শত্রুঘ্ন ।

  মহাভারত ও রামায়ণ বাংলায় অনুবাদ করেন যথাক্রমে – কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা ।


     আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।



অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।

Myntra

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।


৫টি মন্তব্য:

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷