ভারতের ভূগোলের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
১) পশ্চিমবঙ্গের উত্তরাংশের তরাই ভূমিকে কি বলা হয় – ডুয়ার্স ।
২) ডুয়ার্সের স্থানীয় নাম কি – মোরং ।
৩) ভারতের কোন রাজ্যে বিরল জন বসতি দেখা যায় – রাজস্থানে ।
৪) দস্তা উৎপাদনে বিখ্যাত ‘জাওয়ার’ খনি
কোন রাজ্যে অবস্থিত – রাজস্থানে ।
৫) ভারতের কোথায় রেলের বগি তৈরি করা হয় – পেবাম্বুর ।
৭) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ‘হিন্দুস্থান শিপ ইয়ার্ড’ কোথায় আছে – বিশাখাপত্তনাম ।
৮) ওড়িশার দামন জোড়ি কি জন্য বিখ্যাত – অ্যালুমিনিয়াম ।
৯) নিউ তুতিকরিন বন্দর কোন রাজ্যে আছে
– তামিলনাড়ু
।
১০) কচ্ছ শব্দের অর্থ কি – জলময় দেশ ।
১২) গঙ্গা নদীর মধ্যগতি কোথা থেকে কত দূর পর্যন্ত – হরিদ্বার থেকে রাজমহল পাহাড় ।
১৩) ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় আছে – পুষাতে ।
১৪) জুনপুট কীজন্য বিখ্যাত – মাছ গবেষণা কেন্দ্রর জন্য ।
১৫) ভারতের উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন কেন – সমুদ্রের জন্য ।
১৬) ভারতের দুটি সমভাবাপন্ন শহরের নাম কি – পুরী ও চেন্নাই ।
১৭) লুনী নদীর উৎপত্তি স্থান কোথায় – আনাসাগর ।
১৮) মুম্বাই বন্দর কোন উপকুলে অবস্থিত – কঙ্কণ উপকূলে ।
১৯) ভারতের গ্রস্ত উপত্যকা কোনটি – নর্মদা নদী উপত্যকা ।
২০) কোন বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলে – জওহর লাল নেহেরু বন্দরকে ।
২২) ভারতের কোন রাজ্যে পলি মাটি সবথেকে কম দেখা যায় – মধ্যপ্রদেশ রাজ্যে ।
২৩) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি – সিয়াচেন ।
২৪) ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে – দেরাদুনে ।
২৫) কেরালার উপকূল ভূমির নাম কি – মালাবার উপকূল ।
২৬) মান্নার উপসাগরের দ্বারা কোন দেশ ভারত থেকে আলাদা হয়েছে – শ্রীলংকা ।
২৭) কোন দুটি দেশের মধ্যে তিন বিঘা করিডর অবস্থিত – ভারত ও বাংলাদেশ ।
২৮) যমুনা নদীর দুটি উপনদীর নাম কি – চম্বল ও বেতোয়া ।
২৯) কাবেরী নদীর প্রধান উপনদী গুলি কি কি – হিমবতী, সিমসা, ভবানী ।
৩০) ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম – গুজরাত ।
৩১) গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত – গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত ।
৩২) গোলকুণ্ডা কি জন্য বিখ্যাত – হীরের খনির জন্য ।
৩৩) সবুজ বিপ্লবের অপর নাম কি – গম বিপ্লব ।
৩৫) ‘বাদা’ কাকে বলে – সুন্দরবনের নিচু জলা, বনভূমিকে ‘বাদা’ বলে ।
৩৬) দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি – আনাই মুদি ।
৩৭) গঙ্গা নদীর সাথে যমুনা কোথায় এসে মিশেছে – এলাহাবাদের কাছে ।
৩৮) ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি – নর্মদা ও তাপ্তি ।
৩৯) ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কি – সুন্দরবন ।
৪০) ‘পুলিকট
হ্রদ’ কোথায়
আছে – অন্ধ্র
উপকূলে ।
৪১) ভারতের কোন রাজ্যে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস জন্মায় – পাঞ্জাব রাজ্যে ।
৪২) ভারতের ভেষজ গবেষণাগার কোথায় আছে – লখনৌতে ।
৪৩) ভারতের প্রধান আবহাওয়া অফিস কোথায় আছে – নতুন দিল্লীতে ।
৪৪) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের
উপহ্রদ কোনটি – চিল্কা
হ্রদ ।
৪৬) হিমালয়ের কত মিটার উচ্চতায় আল্পীয় বনভূমি দেখা যায় – ৪০০০ মিটার উচ্চতায় ।
৪৭) হিমালয়ের কোন ঢাল বেশি উষ্ণ – দক্ষিণ মুখী ঢাল ।
৪৮) ‘লা’ শব্দের অর্থ কি – গিরিপথ ।
৪৯) ‘মালনাদ’ কথাটির অর্থ কি – পাহাড়ি দেশ ।
৫০) চন্দন গাছ কোথায় জন্মায় – পর্ণমোচী অরণ্যে ।
৫১) স্থানান্তর কৃষিকে ভারতে কি বলা হয় – ঝুম চাষ ।
৫২) ভারতের সময়ের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য কত – ৫ ঘণ্টা ৩০ মিনিট ।
৫৩) নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত আছে – সাতপুরা পর্বত ।
৫৪) ম্যাথেরন শৈল শহর ভারতের কোন রাজ্যে আছে – মহারাষ্ট্র ।
৫৫) ভরতের সাথে কোন প্রতিবেশী দেশের স্থলপথে যোগাযোগ নেই – শ্রীলঙ্কা ।
৫৬) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলে – বর্ধমান জেলাকে ।
৫৭) পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ক্ষয়জাত পর্বত ।
৫৮) প্রথম কোন ভারতীয় দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন – জে, কে, বাজাজ
।
৫৯) পশ্চিমবঙ্গের কোন জেলায় বিহারিনাথ পাহাড় আছে – বাঁকুড়া জেলায় ।
৬১) ভারতের কোথায় নিত্যবহ খালের মাধ্যমে জলসেচ করা হয় – উত্তর ভারতে ।
৬২) ভারতের কোথায় প্রথম সুতাকল স্থাপিত হয় – পশ্চিমবঙ্গে ।
৬৩) ভারতের বেশিরভাগ আকরিক লোহা কি প্রকৃতির – হেমাটাইট ।
৬৪) ভারতের কোন কারখানা থেকে রেল লাইন সরবরাহ করা হয় – ভিলাই ইস্পাত কারখানা ।
৬৫) খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি – ন্যাপথা ।
৬৬) উত্তর ভারতের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম কি – ওবরা ।
৬৭) দুন শব্দটির অর্থ কি – ছোট উপত্যকা ।
৬৮) ভারতে অবস্থিত হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি – কাঞ্চনজঙ্ঘা ।
৬৯) ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি – লাক্ষাদ্বীপ ।
৭০) মালভূমির অপর নাম কি – টেবিলল্যান্ড ।
৭১) ওড়িশার প্রধান পর্যটন কেন্দ্র কোনটি – পুরী ।
৭২) নদীর ক্ষয় করার শেষ সীমা কোথায় – সমুদ্রতল ।
৭৩) ভারতের কোন শহরকে নীল শহর বলে – যোধপুর শহরকে ।
৭৪) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি – দোদাবেতা ।
আমাদের লেখা আপনার
কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার
বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ভূগোল বিষয়ে
আরও পোস্ট পড়তে নিচে ভূগোল লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
দারুন
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনThank you very much
উত্তরমুছুনWonderful many many thanks
উত্তরমুছুন