ভারতের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও বছর গুলি কি কি ?.
ভারতের বুকে আজ পর্যন্ত
অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে । তার কি সব হিসাব আমরা রাখি, প্রায় মানুষ রাখেন না ।
এখন আমি আপনাদের ভারতের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও বছর গুলি কথা
জানাবো । যে বছর গুলী তার ঘটনার দ্বারা এখনও মানুষের মনে স্থায়ী হয়ে আছে, আমরা সেই
ঘটনা গুলি মনে রাখব চিরদিন । এরকম কিছু
গুরুত্বপূর্ণ বছর ও ঘটনা গুলি জানতে আমাদের লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়বেন ।
খ্রিষ্টপূর্বাব্দ
---
৫৬৬
– নেপালের কপিলাবস্তুতে গৌতম বুদ্ধ জন্ম গ্রহণ করেন ।
৩২৬
– আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ।
৩২১
– চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্য
প্রতিষ্ঠা করেন ।
২৭২
– সম্রাট অশোক রাজত্ব শুরু করেন ।
৭৮
– শকাব্দের সূচনা হয় ।
খ্রিস্টাব্দ
---
১
শতক – কুশান সম্রাট কনিস্কের রাজত্ব করেন ।
৩২০
– প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন । গুপ্তাব্দের সূচনা
হয় ।
৩৬০
– সমুদ্র গুপ্ত সমগ্র উত্তর ও দক্ষিণ ভারত জয় করেন ।
৬০৬
– হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন ।
৬০৯
– চালুক্য বংশের উত্থান হয়েছিল ।
৬৪৭
- হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল ।
১০০১
– গজনীর সুলতান মামুদ প্রথম বার ভারত আক্রমণ করেন ।
১১৯১
– প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল ।
১১৯২
– দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল ।
১১৯৩
– দিল্লি প্রথম ভারতের রাজধানী হয় ।
১২০৬
– দিল্লীতে কুতুবউদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেন ।
১২২১
– চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা ভারত আক্রমণ করেন ।
১২৩১
– কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল ।
১২৩৬
– দিল্লির সিংহাসনে প্রথম নারী সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন ।
১২৯০
– দিল্লীতে খলজি বংশের প্রতিষ্ঠা করেন জালাল উদ্দিন খলজি ।
১৩২০
– গিয়াস উদ্দিন তুঘলক দিল্লীতে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন ।
১৩৩৩
- ইবন বতুতা ভারতে আসেন ।
১৩৪২
– বাংলায় ইলিয়াসশাহী বঙ্গ প্রতিষ্ঠা হয় ।
১৩৯৮
– তৈমুর লং ভারত আক্রমণ করেন ।
১৪৫১
– দিল্লীতে লোদী বংশের স্থাপন হয় ।
১৪৫৯
– গুরু নানক জন্ম গ্রহণ করেন ।
১৪৯০
– বাহমনি সাম্রাজ্য ভেঙ্গে পাঁচ টুকরো হয়ে যায় ।
১৫২৬
– পানিপথের প্রথম যুদ্ধ, বাবর
ভারতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।
১৫২৭
– খানুয়ার যুদ্ধ হয়েছিল ।
১৫২৯
– ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
১৫৩০
– হুমায়ুনের সিংহাসন লাভ ।
১৫৩৯
– শের শাহ হুমায়ূনকে পরাজিত করে দিল্লি দখল করেন ।
১৫৫৫
– হুমায়ূন দিল্লির সিংহাসন উদ্ধার করেন ।
১৫৫৬
– পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আকবর
হিমুকে পরাজিত করেন ।
১৫৭৬
– হলদি ঘাটের যুদ্ধে রানা প্রতাপ আকবরের কাছে পরাজিত হন ।
১৫৯৭
– রানা প্রতাপের মৃত্যু হয় ।
১৬০০
– ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ।
১৬০৫
– আকবরের মৃত্যু, জাহাঙ্গীরের সিংহাসন
লাভ ।
১৬২৭
– শিবাজীর জন্ম হয়েছিল ।
১৬৩১
– তাজমহল নির্মাণ করা হয়েছিল ।
১৬৮০
– শিবাজীর মৃত্যু হয় ।
১৭৩৯
– পারশ্য সম্রাট নাদির শাহ দিল্লি জয় করেন ।
১৭৫৭
– পলাশীর যুদ্ধ হয়েছিল ।
১৭৬১
– পানিপথের তৃতীয় যুদ্ধ ।
১৭৬৪
– বক্সারের যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি
বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করেন ।
১৭৬৭-৬৯
– প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৭৮০-৮৪
– দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৭৯০-৯২
– তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৮৩১
– রণজিৎ সিংহের নেতৃতে শিখদের উত্থান ।
১৮৩৭
– অশোকের শিলালিপি পাঠ উদ্ধার করেন জেমস প্রিন্সেপ ।
১৮৩৯
- রণজিৎ সিংহের মৃত্যু হয় ।
১৮৫৩
– ভারতে প্রথম রেলপথ স্থাপন হয় । সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয় ।
১৮৫৭
– ভারতে সিপাহি বিদ্রোহ হয়েছিল । কলকাতা, মুম্বাই, মাদ্রাজ
বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ।
১৮৬৬
– বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম হয় ।
১৮৭২
– ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনগণনা হয় ।
১৯০৫
– বঙ্গভঙ্গ আন্দোলন হয় ।
১৯০৬
– ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ এর জন্ম । মুসলিম লিগ প্রতিষ্ঠা
হয় ।
১৯০৮
– মেদিনীপুর বোমা মামলা শুরু হয় ।
১৯১১
– ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ।
১৯১২
– বিহার ও ওড়িশা দুটি আলাদা প্রদেশ হিসাবে স্বীকৃতি পায় ।
১৯১৪
– প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
১৯১৫
– গান্ধীজী আহমেদাবাদের কোচরাব গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করেন, পরে
আশ্রমটি সবরমতি নদীর তীরে স্থানান্তরিত করা হয় ।
১৯১৮
- প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ।
১৯
১৯১৯ – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, রাওলাট
বিলের প্রতিবাদে গান্ধীজীর ২৪ ঘণ্টা অনশন । অ্যানি বেসানত প্রথম সর্ব ভারতীয় মহিলা
সমিতির গঠন করেন ।
১৯২২
– আইন অমান্য আন্দোলন হয় ।
১৯২৬
– দিল্লিতে ক্যাবিনেট মিশন আসেন ।
১৯৩০
– লবণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান ।
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল ।
১৯৩২
– বেঙ্গল ক্রিমিনাল অ্যাক্ট বিধিবদ্ধ করা হয় ।
১৯৩৯
– দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।
১৯৪১
– সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন ।
১৮৪৫
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ।
১৯৪৭
– ভারত স্বাধীনতা লাভ করে ।
১৯৪৮
– প্রথম ভারত সরকার তৈরি হয় ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন
প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে
দয়া করে শেয়ার করুন । ইতিহাস ও জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইতিহাস ও
জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷