রবিবার, ৩০ জুন, ২০১৯

ভারতের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও বছর গুলি কি কি ?.


  ভারতের বুকে আজ পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে । তার কি সব হিসাব আমরা রাখি, প্রায় মানুষ রাখেন না । এখন আমি আপনাদের ভারতের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও বছর গুলি কথা জানাবো । যে বছর গুলী তার ঘটনার দ্বারা এখনও মানুষের মনে স্থায়ী হয়ে আছে, আমরা সেই ঘটনা গুলি মনে রাখব চিরদিন ।  এরকম কিছু গুরুত্বপূর্ণ বছর ও ঘটনা গুলি জানতে আমাদের লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়বেন ।


খ্রিষ্টপূর্বাব্দ ---  
১০০০ গাঙ্গেয় উপত্যকায় আর্যরা তাদের আধিপত্য বিস্তার করে ।
৫৬৬ নেপালের কপিলাবস্তুতে গৌতম বুদ্ধ জন্ম গ্রহণ করেন ।
৩২৬ আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ।
৩২১ চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।
২৭২ সম্রাট অশোক রাজত্ব শুরু করেন ।
৭৮ শকাব্দের সূচনা হয় ।


খ্রিস্টাব্দ ---
১ শতক কুশান সম্রাট কনিস্কের রাজত্ব করেন ।
৩২০ প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন । গুপ্তাব্দের সূচনা হয় ।
৩৬০ সমুদ্র গুপ্ত সমগ্র উত্তর ও দক্ষিণ ভারত জয় করেন ।
৬০৬ হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন ।
৬০৯ চালুক্য বংশের উত্থান হয়েছিল । 
৬৪৭ - হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল ।
১০০১ গজনীর সুলতান মামুদ প্রথম বার ভারত আক্রমণ করেন ।
১১৯১ প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল ।
১১৯২ দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল ।
১১৯৩ দিল্লি প্রথম ভারতের রাজধানী হয় ।
১২০৬ দিল্লীতে কুতুবউদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেন ।
১২২১ চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা ভারত আক্রমণ করেন ।
১২৩১ কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল ।
১২৩৬ দিল্লির সিংহাসনে প্রথম নারী সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন ।


১২৯০ দিল্লীতে খলজি বংশের প্রতিষ্ঠা করেন জালাল উদ্দিন খলজি ।
১৩২০ গিয়াস উদ্দিন তুঘলক দিল্লীতে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন ।
১৩৩৩ - ইবন বতুতা ভারতে আসেন ।
১৩৪২ বাংলায় ইলিয়াসশাহী বঙ্গ প্রতিষ্ঠা হয় ।
১৩৯৮ তৈমুর লং ভারত আক্রমণ করেন ।
১৪৫১ দিল্লীতে লোদী বংশের স্থাপন হয় ।
১৪৫৯ গুরু নানক জন্ম গ্রহণ করেন ।
১৪৯০ বাহমনি সাম্রাজ্য ভেঙ্গে পাঁচ টুকরো হয়ে যায় ।
১৫২৬ পানিপথের প্রথম যুদ্ধ, বাবর ভারতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।
১৫২৭ খানুয়ার যুদ্ধ হয়েছিল ।
১৫২৯ ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
১৫৩০ হুমায়ুনের সিংহাসন লাভ ।
১৫৩৯ শের শাহ হুমায়ূনকে পরাজিত করে দিল্লি দখল করেন ।
১৫৫৫ হুমায়ূন দিল্লির সিংহাসন উদ্ধার করেন ।
১৫৫৬ পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আকবর হিমুকে পরাজিত করেন ।


১৫৭৬ হলদি ঘাটের যুদ্ধে রানা প্রতাপ আকবরের কাছে পরাজিত হন ।
১৫৯৭ রানা প্রতাপের মৃত্যু হয় ।
১৬০০ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ।
১৬০৫ আকবরের মৃত্যু, জাহাঙ্গীরের সিংহাসন লাভ ।
১৬২৭ শিবাজীর জন্ম হয়েছিল ।
১৬৩১ তাজমহল নির্মাণ করা হয়েছিল ।
১৬৮০ শিবাজীর মৃত্যু হয় ।
১৭৩৯ পারশ্য সম্রাট নাদির শাহ দিল্লি জয় করেন ।
১৭৫৭ পলাশীর যুদ্ধ হয়েছিল ।
১৭৬১ পানিপথের তৃতীয় যুদ্ধ ।
১৭৬৪ বক্সারের যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করেন ।
১৭৬৭-৬৯ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৭৮০-৮৪ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৭৯০-৯২ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৮৩১ রণজিৎ সিংহের নেতৃতে শিখদের উত্থান ।
১৮৩৭ অশোকের শিলালিপি পাঠ উদ্ধার করেন জেমস প্রিন্সেপ ।
১৮৩৯ - রণজিৎ সিংহের মৃত্যু হয় ।
১৮৫৩ ভারতে প্রথম রেলপথ স্থাপন হয় । সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয় ।


১৮৫৭ ভারতে সিপাহি বিদ্রোহ হয়েছিল । কলকাতা, মুম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ।
১৮৬৬ বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম হয় ।
১৮৭২ ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনগণনা হয় ।
১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন হয় ।
১৯০৬ ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ এর জন্ম । মুসলিম লিগ প্রতিষ্ঠা হয় ।
১৯০৮ মেদিনীপুর বোমা মামলা শুরু হয় ।
১৯১১ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ।
১৯১২ বিহার ও ওড়িশা দুটি আলাদা প্রদেশ হিসাবে স্বীকৃতি পায় ।
১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
১৯১৫ গান্ধীজী আহমেদাবাদের কোচরাব গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করেন, পরে আশ্রমটি সবরমতি নদীর তীরে স্থানান্তরিত করা হয় ।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ।
১৯ ১৯১৯ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, রাওলাট বিলের প্রতিবাদে গান্ধীজীর ২৪ ঘণ্টা অনশন । অ্যানি বেসানত প্রথম সর্ব ভারতীয় মহিলা সমিতির গঠন করেন ।
১৯২২ আইন অমান্য আন্দোলন হয় ।
১৯২৬ দিল্লিতে ক্যাবিনেট মিশন আসেন ।
১৯৩০ লবণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান । চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল ।


১৯৩২ বেঙ্গল ক্রিমিনাল অ্যাক্ট বিধিবদ্ধ করা হয় ।
১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।
১৯৪১ সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন ।
১৮৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ।
১৯৪৭ ভারত স্বাধীনতা লাভ করে ।
১৯৪৮ প্রথম ভারত সরকার তৈরি হয় ।
  আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ইতিহাস ও জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইতিহাস ও জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷