মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

আপনার শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন কীভাবে করবেন ?.


   আমরা মানুষেরা আমদের শরীরের বিভিন্ন অঙ্গের ঠিক মত যত্ন করিনা । এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় । দীর্ঘ দিন অবহেলার ফলে সেই অঙ্গের সৌন্দর্য ও কার্য কারিতা কমতে থাকে । এর আগে আমি আপনার ত্বকের যত্ন ও চুলের যত্ন কীভাবে করবেন তা বলেছি । যদি সেগুলো পড়ে না থাকেন তবে নীচে স্বাস্থ্য লেখাটির উপর ক্লিক করে পড়ে নিন । এখন আপনি আপনার শরীরের বাকি অংশ গুলোর কীভাবে যত্ন করবেন তা বলা হল । সব জানতে হলে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন ।


১) চোখ – চোখ আমাদের সব কিছু দেখতে সাহায্য করে । চোখের যত্ন করতে প্রথমে সকালে ঘুম থেকে ওঠার পর ভাল করে ঠাণ্ডা জল দিয়ে ঝাপটা দেবেন । সারাদিনে ৪-৫ বার এইভাবে চোখে জলের ঝাপটা দেবেন । রাত জাগবেন নারাত জাগলে আপনার চোখের কনে কালি পড়বে । প্রতিদিন ৮ ঘণ্টা করে ঘুমবেন । চোখে কোন ময়লা জমতে দেবেন না । সূর্যের তাপ ও ধুলো থেকে বাঁচার জন্য সানগ্লাস পরুন । প্রখর রোধ ও প্রবল ঠাণ্ডা চোখের জন্য ক্ষতিকারক । শুয়ে শুয়ে বই পরবেন না । কম আলোতে পড়াশোনা করবেন না । আজে বাজে জিনিস চোখে লাগাবেন না । কোন ওষুধ বা মলম ডাক্তারের পরামর্শ ছাড়া চোখে দেবেন না । জোরে জোরে চোখ রগড়াবেন না । ভিটামিন ’ যুক্ত খাবার চোখের জন্য প্রয়োজনীয় । দুধধানকড়াই শুটিগমগাজরছানামাখনডিমআমইত্যাদি খাবার খেলে চোখ ভাল থাকে ।


২) হাত – আমরা হাত দিয়ে সারাদিন অনেক কাজ করি । বিভিন্ন কাজ করার জন্য আমাদের হাত নোংরা হয় । সুন্দরমসৃণকোমল হাত সবাই চায় । সবার প্রথমে সাবান দিয়ে হাতের ময়লা পরিষ্কার করুন । তারপর হাতে বেসনদুধের সর ও ময়দাপাতিলেবুর রস ও বেসনটকদইইত্যাদি লাগাতে পারেন । আনাজ কাটার জন্য বা নানা কাজের জন্য হাতের তালুতে দাগ হয় । আঙুল দিয়ে ভাল করে পাতিলেবুর রস ঘষুন । স্নানের আগে হাতে অলিভ অয়েল ও স্নানের পরে গোলাপ জলের সাথে গ্লিসারিন মিশিয়ে হাতে লাগান । কনুইয়ে কালো ছোপ হলে  টকদই মেখে ধুয়ে ফেলুন । পাতিলেবুর রস লাগানোর পর শুকিয়ে গেলে ধুয়ে নিন ।

৩) পা – পায়ের ওপর আমাদের সারা শরীরের ভর পড়ে । পায়ের জুতো সঠিক মাপে নির্বাচন করবেননাহলে পায়ে কড়া পড়তে পারে । পায়ে যদি কড়া পড়ে তবে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন । জুতো প্রায় সময় ব্যবহার করবেন । শীতকালে প্রতিদিন ও গরমের সময় সপ্তাহে একদিন ভাল করে পা থেকে উরু পর্যন্ত অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন । ২০ মিনিট পর স্নান করবেন । যাদের হাঁটুতে কালো ছোপ আছে তাঁরা স্নানের পর গোলাপ জল ও গ্লিসারিন দিয়ে হাঁটু পরিষ্কার করবেন । এরপর পাতিলেবুর রস লাগিয়ে ১৫-২০ মিনিট পরে ধুয়ে নিন ।

৪) দাঁত – দাঁতের সাহায্যে আমরা খাবার চিবিয়েছিঁড়ে খেতে পারি । মেয়েদের সৌন্দর্য নির্ভর করে তাঁর সুন্দর সাজান দাঁতের ওপর । দাঁতের যত্নের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমানোর আগে দাঁত মাজবেন । কোন খাবার খাওয়ার পর ভাল করে মুখ ধোবেন । গরম খাবার খাওয়ার পর ঠাণ্ডা বা ঠাণ্ডা খাবার খাওয়ার পর গরম খাবার খাবেন না । এটি করলে দাঁতের এনামেলের ক্ষতি হয় । দাঁত সবল সুস্থ রাখার জন্য – ফসফরাসক্লোরিনক্যালসিয়াম খাওয়া জরুরি । ভিটামিন ডি’  সি’ দাঁতের স্বাস্থ্যের জন্য প্রয়োজন । সবজি জাতীয় খাবার খাবেন । আপনার দাঁতে যদি কাল ছোপ দেখা যায় তাহলে মাসে একদিন খাবার সোডা দিয়ে দাঁত মাঝতে পারেন । একটু পরে দাঁতে পাতিলেবুর রস ঘষুন । এর ফলে দাঁত ঝকঝকে হবে । দাঁতে ব্যথা হলে চা পাতা ফুটিয়ে সেই জলে কুলকুচি করুন । লবঙ্গ চিনিয়ে খান । দাঁতে যদি দুর্গন্ধ হয় তাহলে পুদিনা পাতা জলে ফুটিয়ে সেই জলে মুখ ধোবেন । লবঙ্গ মুখে রাখতে পারেন । তারসাথে ডাক্তারের পরামর্শ মত ওষুধ খান ।

৫) ঠোঁট – সুন্দর গড়নের লাল আভাযুক্তকোমলমসৃণ ঠোঁট দেখতে খুব সুন্দর লাগে । শীতকালে সকলের প্রধান সমস্যা হয় জে ঠোঁট ফেটে যায় । এই সময় আপনি ঠোঁটে তেলক্রিম লাগাবেন । ঘরোয়া ভাবে ২ ফোঁটা পাতিলেবুর রস ও ২ ফোঁটা গ্লিসারিন একটু জলে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন । আপনার ঠোঁট যদি কালো দেখায় তাহলে ১ চামচ দুধে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন । পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নেবেন । আজে বাজে লিপস্টিক ব্যবহার করবেন না । ঠোঁটে মধু লাগালে ঠোঁট সুন্দরমসৃণচকচকে হয় ।


৬) কান – কান দিয়ে আমারা শুনি । আপনি আপনার কান না পরিষ্কার করলে কানের মধ্যে ময়লা জমে । আমাদের শুনতে অসুবিধা হয় । তাই কান নিয়মিত পরিষ্কার করবেন । আমাদের কানের পিছনের দিকে ময়লা জমেসেখানে পরিষ্কার করুন । কানে অতিরিক্ত ঠাণ্ডা লাগাবেন না । যানবাহন বা জোরে শব্দের থেকে দূরে থাকুন । স্নানের সময় কানে যেন জল না ঢোকে তা খেয়াল করুন ।

৭) নখ  আমাদের নখের কিছু অংশ চামড়ার মধ্যে ঢুকে থাকেসাদা অংশটা বাড়তে থাকে । নখকুনি নখের জন্য খুব খারাপ । নখকুনি হলে ডাক্তারের পরামর্শ মত ওষুধ খেতে হবে । ১ কাপ জলে ২০-২৫ টি নিম পাতা থেঁতো করে ৫ মিনিট ফুটিয়ে সেই জলে ২০-২৫ মিনিট পা ডুবিয়ে রাখুন । নখ কাটার সময় গোল করে কাটবেননাহলে নখে ময়লা জমবে । দাঁত দিয়ে নখ কাটবেন না । সপ্তাহে একদিন ম্যানিকিউর করতে পারেন ।


   আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । স্বাস্থ্য বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে স্বাস্থ্য লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷