মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

মাথার বুদ্ধির ধার বাড়ানোর বিভিন্ন উপায় গুলি কি কি ?


   বুদ্ধি হল নতুন সমস্যা ও অবস্থার সাথে সংগতি বিধানের সাধারণ মানসিক শক্তি - স্টার্ন  তীক্ষ্ণ ধারালো বুদ্ধি সব মানুষ চায় । পরিবেশ, ইচ্ছা ও শেখার উপর নির্ভর করে আপনার বুদ্ধির ধার কতটা হবে । বুদ্ধি আসলে হল পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতা । আমাদের মস্তিষ্ক হল বুদ্ধির আধার । মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্স নামে এক ধুসর টুপির মধ্যে নানা অংশ রয়েছে । সেই অংশগুলি আমাদের মেধা, বোধ, বুদ্ধি ও চেতনার মূল উৎস । বুদ্ধির খেলা, বিভিন্ন প্রশ্নের সমাধান এগুলির সাহায্যে বুদ্ধির ধার কিছুটা বাড়ানো যায় । সাধারণ ভাবে ১৫-১৬ বছর বয়স পর্যন্ত আমাদের বুদ্ধির বিকাশ হয় । এখন আমি আপনাদের কিভাবে বিভিন্ন উপায়ে আপনার বুদ্ধির ধার বাড়াবেন তার বিভিন্ন উপায় জানাবো । উপায় গুলি জানতে লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়বেন ।


 ১) খাদ্য আমাদের এমন খাদ্য গ্রহণ করা দরকার যা, আমাদের মাথার বুদ্ধির ধার বাড়তে সাহায্য করে । খাবার গুলির মধ্যে রয়েছে ওমেগা, বিভিন্ন মাছ, আখরোট, প্রভৃতি । যে সব খাবারে ম্যাগনেসিয়াম থাকে সে সব খাবার খাবেন । আর ফলে আমাদের মাথায় যোগাযোগ ব্যবস্থা বাড়ে । কালোজামের মধ্যে স্মৃতি, শিক্ষা ও বুঝতে পারার ক্ষমতা থাকে । ফুলকপিতে পাওয়া যায় মস্তিষ্কে নতুন কোশ গঠন ও চালাক হওয়ার পুষ্টি উপাদান । কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন গমের রুটি, চাল, ওটস, আনাজ, মসুরের ডালডিম ইত্যাদি খাবার মাথা ও শরীরের ক্ষমতা জোগাতে সাহায্য করে । জাঙ্কফুড খাবেন না । ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এগুলি এখুনি ত্যাগ করুন ।


২) ঘুম ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড দরকারি । সঠিক ভাবে ঘুমানোর বিভিন্ন নিয়ম কি ? আমরা পরে এক পোষ্টে আপনাদের জানাবো । আপনি যদি আপনার মাথার বুদ্ধি বাড়াতে চান তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় আপনার ঘুমের প্রয়োজন । যদি রাতে আপনার ঠিকমত ঘুম না হয় তাহলে তার প্রভাব আপনার মাথার উপর পড়ে । পরিমাণ মত ঘুম না হলে আপনার মাথার বিভিন্ন অংশে কাজ করার ক্ষমতা কমতে শুরু করে । একজন পূর্ণ বয়স্ক মানুষের কম করে ৭-৮ ঘণ্টা প্রতিদিন ঘুমানো দরকার ।

৩) শরীরচর্চা শরীর চর্চা করলে আমদের শরীরে অক্সিজেনের চলাচল বাড়ে । তারফলে আমাদের মাথা ভালোভাবে কাজ করার ক্ষমতা পায় । শরীর থেকে নানা অপ্রয়োজনীয় বস্তু বাইরে বের হয়ে যায় । আমাদের মাথা সুরক্ষিত ও মনের অবস্থা ভাল থাকে । শরীর চর্চার ফলে আমাদের শরীরে স্নায়ুর ক্ষমতা সক্রিয় হয় । বেশি কিছু না করতে পারেন তবে, প্রতিদিন ৪৫ মিনিট হাঁটুন, ২০-২৫ মিনিট সাঁতার কাটুন ।

৪) ধ্যান করা – আপনি যদি ধ্যান করেন তাহলে আপনার মন অনেকটা শান্ত হয়ে যাবে । ধ্যান আপনার চিন্তা কম করার সাথে সাথে আপনার মাথার বুদ্ধির ধার বাড়াতে সাহায্য করে । আপনি প্রথমে একটি নির্জন স্থান নির্বাচন করে ৩০ মিনিট ধ্যান করুন । তখন আপনার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হবে । আপনি তখন ভাববেন পৃথিবীর সব কিছু কত সুন্দর ।


৫) জল আপনি জানেন যে আমাদের শরীরের ৭০% জল দিয়ে তৈরি । সঠিক পরিমাণে জল পান করলে মাথার বুদ্ধি ঠিকমত কাজ করবে । জলের বদলে অন্য পানীয় যেমন ডাবের জল, ফলের রস বা শাকসবজি থেকে পাওয়া রস খেতে পারেন । বেশি পরিমাণে বিভিন্ন কোম্পানির পানীয় পান না করাই ভাল । পরিষ্কার, শুদ্ধ, জীবাণুমুক্ত জল পান করুন ।

৬) চিন্তা করা – চিন্তা করা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন । করণ অতিরিক্ত চিন্তা করার ফলে আপনার মস্তিষ্কে ক্ষতি হতে পারে । এরফলে আপনার কাজে ভুল হওয়া, বুদ্ধি কমে যাওয়া সম্ভাবনা থাকে । সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করুন । বন্ধুদের বা বাড়ির লোকেদের সাথে সময় কাটান, একা একা থাকবেন না । বই পড়া, গান শোনা, খেলাধুলা করা মস্তিষ্কের জন্য উপকারী ।

৭) নতুন শেখা – নতুন কিছু শেখা বা নতুন কিছু করা মাথার পক্ষে আনন্দের বিষয় । যখন আপনি নতুন কিছু শিখবেন বা করবেন তখন মস্তিষ্ক আলাদা পথে চলার একটা আনন্দ লাভ করে, আপনার মস্তিষ্ক মজবুত হয় । একটানা কোন কাজ করবেন না । কাজের মাঝে একটু ফাঁকা সময় বার করে নেবেন । আপনি প্রতিদিনের কাজের বদলে আপনার শখের কাজ করতে পারেন । সপ্তাহে একদিন বাগানে কাজ করা বা রান্নাতে সাহায্য করা ইত্যাদি । কোন যন্ত্র বাজাতে ভাল লাগলে বাজাতে পারেন ।


  আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । স্বাস্থ্য বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে স্বাস্থ্য লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷