ফেসবুকে ভুয়ো বা ফেক প্রোফাইল চেনার উপায় গুলি কি কি ?.
ইন্টারনেট আমরা
সবাই ব্যবহার করি। এখানে আমরা সবথেকে বেশি ফেসবুক ব্যবহার করি। ইন্টারনেট চালায় আর
ফেসবুক চালায় না এমন মানুষ পাওয়া যাবেনা। আজ আমি আপনাদের জানাবো যে ফেসবুকে ভুয়ো
বা ফেক প্রোফাইল কিভাবে চিনবেন। যদি সঠিক ভাবে না জানেন তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকে, যেমন আপনার টাকা, গোপন কথা, পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে। বেশিরভাগ
প্রোফাইল মেয়েদের নামে হয়। বিভিন্ন মানুষ নানা কাজের জন্য ফেক প্রোফাইল বানায়।
আমাদের এইসব প্রোফাইল থেকে দূরে থাকা দরকার। তাহলে কিভাবে ফেক প্রোফাইল চিনবেন? জানতে হলে পুরো
লেখাটা শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
১) সবার আগে আমরা দেখি প্রোফাইলের ছবি। ছবি
দেখে কিভাবে বুজবেন? ছবিতে আপনাকে
যেগুলি দেখতে হবে সেগুলি হল – ছবিটা দেখতে কি খুব সুন্দর, যেন মনে হয় সিনেমার নায়িকাদের মত। বাস্তবে এমন
সুন্দর মেয়ে কম দেখা যায়। তার পর দেখবেন যে ছবির কালার খুব ভাল। ছবিতে আলো চকচক
করছে। এমন ছবি এসব মোবাইল দিয়ে হয়না। আরপর দেখবেন কভার ফটো। এরপর তারসব ফটো দেখুন।
ফটোতে সব মুখ মিলিয়ে দেখবেন। সব ফটো একসাথে দেখতে প্রোফাইল ফটোতে যাবেন। ফটোতে একা
না সাথে আর মানুষ, বন্ধুবান্ধব আছে
না নেই।
২) এরপর দেখবেন তাঁর পোশকটি কি ধরনের। সাধারণ
পোশাক না একটু দামি। সাধারণ অবস্থায় আছে না একটু বেশি আলাদা, বেশি
খোলামেলা। একটি দুটিতে না সব পোশাক
খোলামেলা। একি পোশাকের ছবি,
বা জায়গার ছবি
একবারের বেশি নেই। পোশাক গুলি ভাল করে
দেখবেন।
৩) এবার দেখবেন ঠিকানা আছে কিনা। অনেকের দেখা
যায় শুধু নাম আছে কোনও ঠিকানা নেই। তাঁর
স্কুল কলেজ সাথে ঠিকানার মিল আছে কিনা। ওই ঠিকানায় স্কুল বা কলেজ আছে কিনা জানার
জন্য গুগলে গিয়ে সার্চ করে দেখেনিতে পারেন। অনেক সময় দেখা যায় বাড়ির ঠিকানা ও
স্কুল, কলেজের ঠিকানা
আলাদা। আবার অনেকের স্কুল বা কলেজের নামও থাকেনা।
৪) এরপর দেখুন তাঁর বয়স ও জন্ম তারিখ। অনেকের দেখবেন
জন্মদিন এরকম দেয় ১, ৫, ১০, ১৫, ২০, ২৫, বা ৩০। জন্মমাস
হিসাবে বেশি জানুয়ারি মাস দেয়। জন্মের বছর হিসাব করে ছবির সাথে মিলিয়ে দেখুন যে
ছবির ও তাঁর বয়স একি, না আলাদা দেখতে
লাগছে। ধরুন কারোর বয়স ২০ বছর, কিন্তু তাকে দেখতে লাগছে এর থেকে বেশি বা কম।
৫) নিজের সম্বন্ধে লেখার জায়গায় কিছু লেখা আছে কিনা। আমরা
সবাই নিজেদের কথা সেখানে লিখি। ফেক প্রোফাইলে কিছু লেখা থাকেনা। পরিবারের লোকেদের
নামের জায়গায় তাঁর কোন পরিবারের লোকের নাম আছে না নেই। ফেক প্রোফাইল হলে তাঁদের
কোন জানা লোক থাকেনা।
৬) এরপর দেখবেন সে কি কাজ করে আছে কিনা। বেশির ভাগ লোকের
লেখা থাকে। সবাই কি কাজ করে সেটি সে সবাই কে জানাতে চায়। কিন্ত ফেক প্রোফাইলে এরকম
দেখা যায় না। এরপর দেখুন তাঁর কিভাল লাগে, কি পছন্দ করে। তাঁর প্রিয় জিনিস কি কি।
৭) আপনি যদি তাকে মেসেজ করেন, তাহলে ফেক প্রোফাইল থেকে সহজে উত্তর পাবেন না।
অনলাইনে আছে অথচ কোন উত্তর দিচ্ছেনা। যদিও উত্তর দেয় তা অনেক পরে, উত্তর গুলো একটু
কড়া মেজাজ। যদি ছবি চান তবে সহজে দেয়না, ভাব করে তাও দেখবেন। আপনার সাথে ৪ বা ৫ মাসের
বেশি দিনের সম্পর্ক, তবুও ফোন
নাম্বারে কথা বলেনা, শুধু চ্যাট করে
তাহলে সে ফেক।
৮) তাঁর করা পোস্টগুলি কেমন, সেখানে কি জিনিস সে বেশি করে দেখায়। ভাল ভাল
কথা থাকে, না ওলটা পাল্টা
কথা। পোস্টের ভিতর অন্য কোন জিনিসের বিজ্ঞাপন দেখা যায় কিনা। অনেক কোম্পানি তাঁদের
জিনিস এভাবে বিক্রি বাড়ায়। আপনাকে সেই জিনিস কিনতে বা তাঁর প্রতি আকৃষ্ট করছে
কিনা। এগুলি ভালকরে নজর দেবেন।
৯)
বন্ধু কতজন আছে
সেটিও দেখবেন। যদি দেখেন অনেক বন্ধু এবং তারা সব ছেলে তাহলে অবশ্যই সেটি ফেক।
বন্ধুদের ঠিকানা কি তাঁর বাড়ির ঠিকানার কাছে না দূরে। মেয়েরা সাধারণ ভাবে ফ্রেন্ড
রিকুয়েস্ট পাঠায় না। যদি আপনাকে কোন মেয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় তাহলে, উপরে যা যা বলা
হল তা যেন ভাল করে দেখে নেবেন।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট
করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । সম্পর্ক ও ইন্টারনেট বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক ও ইন্টারনেট লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক
ধন্যবাদ
।
আমাদের আরও পোস্ট পড়ুন -
অনলাইন অপরাধ থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন ?.
ই-মেল কি, আপনি একটি সুন্দর ই-মেল কিভাবে লিখবেন ?.
ইন্টারনেটে কোনও তথ্য অনুসন্ধান করবেন কিভাবে ?.
ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্কিং, ওয়েবসাইট, ব্লগ ও ব্লগার এগুলি কি ?
ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে বানাবেন ও সুন্দর করে সাজাবেন ?.
কম্প্যুটার ভাইরাস কাকে বলে, ভাইরাস প্রতিরোধের উপায় কি কি ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
অনলাইন অপরাধ থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন ?.
ই-মেল কি, আপনি একটি সুন্দর ই-মেল কিভাবে লিখবেন ?.
ইন্টারনেটে কোনও তথ্য অনুসন্ধান করবেন কিভাবে ?.
ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্কিং, ওয়েবসাইট, ব্লগ ও ব্লগার এগুলি কি ?
ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে বানাবেন ও সুন্দর করে সাজাবেন ?.
কম্প্যুটার ভাইরাস কাকে বলে, ভাইরাস প্রতিরোধের উপায় কি কি ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷