ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্কিং, ওয়েবসাইট, ব্লগ ও ব্লগার এগুলি কি ?
আমাদের বর্তমান
সময়ে টেকনোলোজির যুগে যোগাযোগের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল
ইন্টারনেট । এখন প্রায় প্রতিটি মোবাইল ও কম্প্যুটার ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার
করে থাকেন । ইন্টারনেট ব্যবহারের সাথে কতগুলি শব্দ যুক্ত হয়ে আছে । আজ আমরা এরকম
কতগুলি শব্দের সাথে আপনাদের পরিচয় করাবো । জানতে হলে আমাদের লেখাটি শেষ পর্যন্ত
পড়তে থাকুন । ইন্টারনেট বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইন্টারনেট লেখাটির উপর ক্লিক
করুন ।
২)সার্চ ইঞ্জিন – যে সফটওয়ার
প্রোগ্রামের সাহায্যে ইন্টারনেটে থাকা ওয়েবসাইট, ওয়েবপেজ, বা বিভিন্ন ফাইল
অনুসন্ধান করার জন্য আমাদের সাহায্য করে তাদেরকে সার্চ ইঞ্জিন বলা হয় । আপনি যখন
কোনও নির্দিষ্ট ওয়েবসাইটের নাম না জেনে থাকেন তখন আপনাকে অনেকগুলি লিঙ্ক দেখানো হয়
। আপনি সেই লিঙ্ক গুলির মাধ্যমে আপনার পছন্দের ওয়েবসাইটে যেতে পারেন । কোনও ফাইল
খোঁজার জন্য আপনাকে প্রথমে সার্চ ইঞ্জিনের টেক্সট বক্সে কিছু শব্দ লিখতে হয় । সার্চ
ইঞ্জিন আপনাকে আপনার টাইপ কারে শব্দের সাথে মিল রয়েছে এমন লিঙ্ক দেখায় । এভাবে
আপনি আপনার দরকারি তথ্য পেয়ে যাবেন । আমাদের
মধ্যে সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল Google, এছাড়া
অন্যান্য সার্চ ইঞ্জিন হল Bing, Yahoo, Yandex,
Duckduckgo ইত্যাদি ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
ফেসবুকে ভুয়ো বা ফেক প্রোফাইল চেনার উপায় কি কি ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
ফেসবুকে ভুয়ো বা ফেক প্রোফাইল চেনার উপায় কি কি ?.
অনলাইন অপরাধ থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন ?.
ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে বানাবেন ও সুন্দর করে সাজাবেন ?.
ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে বানাবেন ও সুন্দর করে সাজাবেন ?.
৩)সোশাল নেটওয়ার্কিং
– সোশাল নেটওয়ার্ক হল এমন একটি সামাজিক যোগাযোগের মাধ্যম যার সাহায্যে আপনি আপনার
বন্ধুদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন । আপনার যাদের সাথে মিলিত হওয়ার সুযোগ
থাকেনা, তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন । আপনি এখানে আপনার ফোটো, ভিডিও, অডিও,
টেক্সট ইত্যাদি বিনা খরচে আপলোড করতে পাড়বেন । আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলতে
পারেন, ভিডিও, ফোটো, টেক্সট শেয়ার করতে পারেন । বর্তমান সময়ে গোটা বিশ্বের অনেক
মানুষ এই সাইটের সাথে যুক্ত হয়ে আছেন । আপনার টাইম পাস করার জন্য এগুলি হল উপযুক্ত
জায়গা । সোশাল নেটওয়ার্কিং সাইটগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল ফেসবুক । ফেসবুক
২০০৪ সালে শুরু করা হয়েছিল । এছাড়াও অন্যান্য সাইট গুলি হল – WhatsApp, Twitter, Instagram ইত্যাদি
।
৪)ওয়েবসাইট –
আমরা ইন্টারনেটে যে সব তথ্য বা ডকুমেন্ট দেখি সেগুলিকে ওয়েবপেজ বলা হয় । ওয়েবপেজে
টেক্সট, ফোটো, ভিডিও, অডিও ইত্যাদি থাকে । এরকম বেশকিছু ওয়েবপেজ নিয়ে তৈরি হয় একটি
ওয়েবসাইট । ওয়েবসাইট বিভিন্ন প্রকারের হয় যেমন – নিউজ ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট,
বিজনেস ওয়েবসাইট, সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ইত্যাদি । এর মাধ্যমে আপনি বিভিন্ন
গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন যেমন – খেলার খবর, আবহাওয়া খবর, সংবাদ, কোনও
কোম্পানি বা কোনও ব্যক্তি সম্পর্কে তথ্য, আরও বিভিন্ন তথ্য । এই ওয়েব সাইটগুলি
কোনও ব্যক্তি, কোম্পানি, সংস্থা বা সরকার পরিচালনা করেন । আপনি যে পেজগুলি দেখেন
সেগুলি বিশেষ কম্প্যুটারে জমা থাকে, তাকে সার্ভার বলা হয় । আপনি যতক্ষণ সেই সার্ভারে থাকেন
ততোক্ষণ এই পেজগুলি দেখতে পান ।
৫) ব্লগ ও ব্লগার – আমার মনে হয় আপনারা এই শব্দ দুটির সাথে তেমন পরিচিত নয় । ব্লগ হল এমন একটি অনলাইন মাধ্যম যেখানে আপনি আপনার নিজের লেখা গল্প, চিন্তাধারা, পরামর্শ ইত্যাদি সহজে প্রকাশ করতে পারবেন । আপনি এখন যে আমার এই লেখাটা পড়ছেন এটি হল একটি ব্লগ । ইন্টারনেটে এরকম অনেক ব্লগ আছে । প্রতিটি ব্লগ একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয় । আর ব্লগার হল গুগলের দ্বারা বিনামূল্যে ব্লগ তৈরি করার সুবিধা প্রদানকারী পরিসেবা । ১৯৯৯ সালে এটি তৈরি হয়, ২০০৩ সালে গুগল একে কিনে নেয় । এর মাধ্যমে আপনি আমার মত আপনার নিজের ব্লগ তৈরি করতে পারবেন, আর এর মাধ্যমে আপনি পয়সা উপার্জন করতে পারবেন । যেখানে আপনি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে পয়সা পাবেন ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও
প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া
করে শেয়ার করুন । ইন্টারনেট বিষয়ে আরও পোস্ট পড়তে
নিচে ইন্টারনেট লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক
ধন্যবাদ ।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷