ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে বানাবেন ও সুন্দর করে সাজাবেন ?.
বর্তমান
দুনিয়াতে ফেসবুক হল সবথেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট । ফেসবুকের অ্যাকাউন্ট মাধ্যমে
আপনি আপনার বন্ধু, বন্ধুদের বন্ধু, পরিবারের সদস্য বা আপনার অফিসের সহকর্মীদের
সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে পারেন । এখানে আপনি আপনার ছবি, ভিডিও,
স্ট্যাটাস আপলোড করতে পারবেন । আবার সেগুলি আপনি আপনার বিভিন্ন বন্ধু, পরিবারের সদস্যদের
কাছে শেয়ার করতে পারেন । ফেসবুক আবিষ্কার করেন আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার
মার্ক জুকার্বাগ । ২০০৪ সালে তিনি ফেসবুক তৈরি করেন । তিনি তাঁর
বন্ধুদের সাথে যোগাযোগ তৈরি করার জন্য এটি বানিয়েছিলেন ।
আজ সারা বিশ্বে প্রায় ১৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন । ফেসবুক ব্যবহার
করতে হলে আপনার একটি ফেসবুকে অ্যাকাউন্ট বানাতে হবে, না হলে আপনি ফেসবুক ব্যবহার
করতে পারবেন না । এখন যারা নতুন ইন্টারনেট ব্যবহার করে তাঁরা এগুলি জানে, আবার
অনেকে আছে যারা জানেন না । যারা জানেন না তাঁদের জন্য এখন আমি আপনাদের জানাবো যে
কি করে ফেসবুকে নতুন অ্যাকাউন্ট বানাতে হয় ।
শুধু অ্যাকাউন্ট বানালে কাজ শেষ হয় না, অ্যাকাউন্টকে সুন্দর করে সাজানোর দরকার আছে । এরফলে আপনি একটা বিশেষ আলাদা মানুষ তা সবার নজরে পড়বে । ফেসবুক চালাতে হলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সাথে অ্যান্ডয়েট মোবাইল, ল্যাপটপ বা কম্প্যুটার লাগবে । ফেসবুক আপনার কাছ থেকে কোন টাকা-পয়সা নেয়না, আপনি বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন । তাহলে শুরু করা যাক। ইন্টারনেট বিষয়ে আরও বিভিন্ন পোস্ট পড়তে নিচে ইন্টারনেট লেখাটির উপর ক্লিক করবেন ।
১) প্রথমে আপনাকে www.facebook.com যেতে হবে বা মোবাইল
থেকে চালাতে হলে গুগল প্লেস্টোর থেকে ফেসবুক অ্যাপটি ডাওনলোড করতে হবে । এরপর
আপনাকে Creat new account তে ক্লিক করতে হবে । এরপর যে পেজ আসবে সেখানে আপনার বিস্তৃত বিবরণ
দিতে হবে । প্রথমে আপনার নাম, পরে আপনার পদবী দিতে হবে । আপনার নাম যদি তাপস দাশ
হয় তাহলে প্রথম ঘরে তাপস পরের ঘরে দাশ লিখবেন ।
২) এরপর আপনার ফোন
নম্বর বা ইমেল দিতে হবে । ইমেল না থাকলে শুধু ফোন নম্বর দিতে হবে ।
৩) এবার আপনার লিঙ্গ
নির্বাচন করতে হবে । আপনি পুরুষ হলে Male, মেয়ে হলে Female
নির্বাচন করতে হবে । যদি কোনটা না হন তাহলে শেষের টি নির্বাচন করুন ।
৪) এরপর আপনার
জন্মদিনের তারিখ, মাস, বছর দিতে হবে । তারিখের ঘরে আপনার জন্মদিনের তারিখ, মাসের
ঘরে জন্ম মাস আর বছরের ঘরে জন্মের বছর দিতে হবে ।
৫) এরপর আপনার পছন্দ মত
একটি পাসওয়ার্ড তৈরি করুন । এমন পাসওয়ার্ড যেন আপনার মনে থাকে । মনে না রাখতে
পারলে কাগজে বা আপনার ডাইরিতে লিখে রাখুন । আপনি ছাড়া আপনার পাসওয়ার্ড অন্য কেউ
যেন না জানতে পারে । কাউকে আপনার পাসওয়ার্ড বললেন না বা দেবেন না । পাসওয়ার্ড ৬
থেকে ১২ টি সংখ্যা হয়ে থাকে ।
৬) আপনার সম্পূর্ণ বিবরণ
দেওয়ার পর sin up তে ক্লিক করুন । এরপর আপনি যে ইমেল বা মোবাইল নম্বর
দিয়েছেন সেখানে একটি ভেরিফিকশনের একটি কোড আসবে । এই কোড নম্বর দিয়ে Confirm করতে
হবে । আপনার অ্যাকাউন্ট
তৈরি হয়ে গেছে ।
ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে সুন্দর করে সাজাবেন --
অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের কাজ তাকে সুন্দর
করে সাজানো । সুন্দর করে সাজানোর জন্য আমাদের বিভিন্ন তথ্য দিতে হবে । আপনি এগুলি
দিতে পারেন বা না দিতে পারেন । এর কোন বাধ্যবাধকতা নেই । তবুও সবাই
যাতে আপনাকে সহজে আলাদা করে চিনতে পারে তার জন্য এগুলি দেওয়া দরকার ।
১) প্রথমে আপনাকে আপনার
একটি ছবি প্রোফাইল ফটোতে লাগাতে হবে । আপনার অ্যাকাউন্ট
খুলে ‘Upload profile picture‘ এ ক্লিক করে আপনি যে
ফটো লাগাতে চান সেটি নির্বাচন
করুন । এরপর ‘Cover photo’ লাগাতে
হবে । আগের মতো করে ‘Upload cover photo’ তে ক্লিক করে একটি ফটো নির্বাচন করুন ।
২)
এরপর আপনাকে আপনার ঠিকানা, স্কুল, কলেজ, শহরের নাম, দেশের নাম ইত্যাদি দিতে হবে ।
এছাড়াও আপনার কি বিষয়ে আগ্রহ, আপনার ধর্ম কি , আপনার প্রিয় রাজনৈতিক দলের নাম কি,
আপনি কোথায় কাজ করেন বা করেছেন, আপনার যদি পরিবারের কোন সদস্য থাকে ফেসবুকে তার
নাম, আপনার প্রিয় কোন ব্যক্তির উক্তি ও আপনার সম্বন্ধে কিছু লিখতে পারেন । এগুলি দেওয়ার পর Save করুন ।
৩) এবার যদি আপনি আপনার বন্ধুদের সাথে যুক্ত হতে চান
তাহলে তার নাম দিয়ে সার্চ করুন । একই নামে অনেক জনকে আপনি দেখতে পাবেন । আপনার
বন্ধুকে চেনার জন্য তার ছবিটির দিকে দেখুন । তারপর ‘Add
friend’ ক্লিক করুন । এভাবে আপনাকে কেউ যদি Friend request পাঠায় তাহলে আপনি তাকে Accept করলে তখন আপনারা বন্ধু
হয়ে যাবেন । এরফলে
আপনারা একে অপরকে মেসেজ পাঠাতে পারবেন, তার পোস্ট করা ফটো, ভিডিও বা স্ট্যাটাস
আপনি দেখতে পাবেন ।
৪) আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফটো, ভিডিও বা স্ট্যাটাস পোস্ট
করতে পারবেন । ফটো বা ভিডিও পোস্ট করার জন্য Photo/Video
তে
ক্লিক করুন । আপলোড করার পর Post তে ক্লিক করুন । সেগুলি
আপনার বন্ধুরা তখন দেখতে পাবে । ভাল লাগলে তাঁরা Like,
Comment, Share করবে
।
আমাদের লেখা
আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার
বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ইন্টারনেট বিষয়ে আরও পোস্ট
পড়তে নিচে ইন্টারনেট লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক
ধন্যবাদ ।
অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
Ghhh
উত্তরমুছুন