পৃথিবীর ভূগোলের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
১) পৃথিবী সৃষ্টি হয় প্রায় কত
বছর আগে – ৫০০ কোটি বছর ।
২) পৃথিবীর গভীরতম খনিজ পদার্থ
কি – সোনা ।
৩) ভূত্বকের সর্ব প্রধান উপাদান
কি – অক্সিজেন ।
৪) পৃথিবী কেন্দ্র মণ্ডলের গড়
উষ্ণতা কত – ৫০০০ ডিগ্রি সেলসিয়াস ।
৫) পৃথিবীর গড় ঘনত্ব কত – ৫.৫২ গ্রাম ঘন সেমি ।
৬) মহাদেশীয় ভূত্বক কোন জাতীয়
শিলা দ্বারা গঠিত – গ্রাফাইট ।
৭) ভূত্বকের দ্বিতীয় প্রধান
উপাদান কি - সিলিকন ।
৮) মহাসাগরীয় ভূত্বক কোন জাতীয়
শিলা দ্বারা গঠিত – ব্যাসল্ট ।
১০)
পৃথিবী পৃষ্টে কয়টি বড় পাত আছে – ৬
টি ।
১১)
মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত – প্রশান্ত
মহাসাগরে ।
১২)
অগ্নুৎপাতের ফলে সৃষ্ট পর্বতকে কি বলে – আগ্নেয়
পর্বত ।
১৩)
ব্যারেন নামক আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত – ভারতে
।
১৪)
পৃথিবী উচ্চতম আগ্নেয়গিরির নাম কি – মৌনালয়া
।
১৫)
সর্বাপেক্ষা বেশি ভূমিকম্প প্রবণ দেশ কোনটি – জাপান
।
১৬)
আমরা কোন মহাদেশে বাস করি – এশিয়া ।
১৭)
শিলা একটি কি ধরনের পদার্থ – যৌগিক পদার্থ ।
১৮)
শিলাস্তরে খনিজ তেলের উপর কি পাওয়া যায় – প্রাকৃতিক
গ্যাস ।
১৯)
অ্যাসিড জল কোন পদার্থকে সবথেকে বেশি ক্ষতি করে – চুনা
পাথরকে ।
২০)
কোন পাথরের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি – বেলে
পাথর ।
২১)
সিমেন্ট তৈরিতে কি ব্যবহার হয় – চুনাপাথর
।
২২)
বিদ্যুতের সরঞ্জাম তৈরিতে কি ব্যবহার করা হয় – অভ্র
।
২৩)
কোন মাটির উর্বরতা বেশি – পলি মাটির ।
২৪)
মাটিতে কি বেশি থাকলে মাটির রং লাল দেখা যায় – ফেরাস
অক্সাইড ।
২৫)
কয়লা পাওয়া যায় কোন শিলায় – পাললিক শিলায় ।
২৬)
একটি নিয়ত বায়ুর উদাহরণ কি – পশ্চিমা বায়ু ।
২৭)
দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি – পম্পাস
তৃণভূমি ।
২৮)
বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি – ব্যারোমিটার
।
২৯)
পার্বত্য অঞ্চলে ফুটনাঙ্কের কি পরিবর্তন হয় – ফুটনাঙ্ক
কমে যায় ।
৩০)
আয়ন শব্দের অর্থ কি – পথ ।
৩১)
থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয় – উষ্ণতা
।
৩২)
পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি – টর্নেডো
।
৩৩)
বায়ুর তাপমাত্রা সব জায়গায় সমান নয় কেন – সূর্য
রশ্মির পতনের তারতম্যের জন্য ।
৩৪)
মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কি – ধান
।
৩৫)
ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান ফসল কি – আঙ্গুর
।
৩৬)
বিশ্বের শ্রেষ্ঠ চলচিত্র শিল্পের নাম কি – হলিউড
।
৩৭)
একটি চিরহরিৎ উদ্ভিদের নাম কি – রবার
।
৩৮)
পৃথিবীর শীতলতম স্থানের নাম কি – ভস্তক
।
৩৯)
ল্যাভেন্ডার একটি কি জাতীয় উদ্ভিদ – গুল্ম
জাতীয় ।
৪০)
আগ্নেয়গিরি থেকে কি গ্যাস নির্গত হয় – সালফার
ডাই অক্সাইড ।
৪১)
কোন দেশ সবথেকে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত করে – আমেরিকা
যুক্তরাষ্ট্র ।
৪২)
ইটাই-ইটাই রোগের জন্য দায়ী কি – ক্যাডমিয়াম
।
৪৩)
ভুটানের প্রধান নদীর নাম কি – মানস
নদী ।
৪৪)
বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলের নাম কি – ধান
।
৪৫)
শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি – মহাবলী
।
৪৬)
গ্রাফাইট উৎপাদনে কোন দেশ প্রথম – শ্রীলঙ্কা
।
৪৭)
উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন – আমেরিগো
ভেসপুচি ।
৪৮)
প্রেইরি কথাটির অর্থ কি – তৃণভূমি ।
৪৯)
উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কি – লৌহ-ইস্পাত
শিল্প ।
৫০)
পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় তৃণভূমির নাম কি – তৈগা
বনভূমি ।
৫০)
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কি – ব্রাজিল
।
৫১)
বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশের নাম কি – ব্রাজিল
।
৫২)
আর্জেন্টিনায় সবথেকে বেশি কোন ফসল উৎপন্ন হয় – গম
।
৫৩)
দক্ষিণের সুইজারল্যান্ড বলে কোন দেশকে – নিউজিল্যান্ড
কে ।
৫৪)
গ্রেট বেরিয়ার রিফের দৈর্ঘ্য কত – ২০০
কিমি ।
৫৫)
ওশিয়ানিয়া মহাদেশ কোন মহাসাগরে অবস্থিত – প্রশান্ত
মহাসাগরে ।
৫৬)
আমাজন অববাহিকায় গভীর অরণ্য সৃষ্টি হয়েছে কেন – সারা
বছর বৃষ্টিপাতের জন্য ।
৫৭)
গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কত – ৪৪৬
কিমি ।
৫৮)
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি – আমাজন
।
৫৯)
রূপা উৎপাদনে উত্তর আমেরিকা কোন স্থান অধিকার করে - প্রথম
স্থান ।
৬০)
এস্কিমোদের বরফের তৈরি ঘরকে কি বলে – ইগলু
।
৬১)
আমাজন নদী কোন সাগরে পড়েছে – আটলান্টিক মহাসাগরে ।
৬২)
পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি – সুপিরিয়র
।
৬৩)
মায়ানমারের মূল্যবান রত্নের নাম কি – পদ্মরাগমণি
।
৬৪)
ফ্লুরোসিস রোগ হয় কোন দূষণের জন্য – ফ্লুরাইড
।
৬৫)
আমাজন অববাহিকার প্রধান আদিবাসী কারা – রেড
ইন্ডিয়ান ।
৬৬)
কোন অঞ্চলকে ফলের ঝুড়ি বলে – ভূমধ্যসাগরীয়
অঞ্চলকে ।
৬৭)
ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির নাম কি – সাভানা
।
৬৮)
গুরু মণ্ডলের গড় উষ্ণতা কত – ২০০০-৩০০০ ডিগ্রি
সেলসিয়াস ।
৬৯)
উত্তর ভারতের সমভূমি কোন মাটি দ্বারা গঠিত – পলি
মাটি ।
৭০)
টাইফুন কি – একটি আকস্মিক বায়ু ।
৭১)
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণাবর্তের নাম কি – হ্যারিকেন
।
৭২)
গ্রিনল্যান্ডে কারা বাস করে – এস্কিমোরা
।
৭৩)
ভারতের কোথায় সিংহ পাওয়া যায় – গীর
অরণ্যে ।
৭৪)
সার্ক-এর সদর দপ্তর কোথায় – কাঠমান্ডুতে ।
৭৫)
অস্ট্রেলিয়ার তৃণভূমির নাম কি – ডাউনস
তৃণভূমি ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন
প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে
দয়া করে শেয়ার করুন । ভূগোল বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ভূগোল লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক
ধন্যবাদ ।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত??
উত্তরমুছুন