মাটি কাকে বলে, মাটি কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?.
ভারত হল একটি বিশাল বড়ো দেশ । এখানে
বিভিন্ন ধরণের মাটি দেখা যায় । মাটি হল ভূপৃষ্ঠের ওপরের পাতলা স্তর । নানা জৈব ও
অজৈব পদার্থ যেমন – খনিজ, পাথরের ছোটো টুকরো, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ,
জল, বাতাস ইত্যাদি পদার্থের মিশ্রণে মাটি তৈরি হয় । মাটি তৈরি হতে অনেক সময় লাগে ।
মাটি যত বেশি সময় ধরে তৈরি হয়, তত পরিণত হয় । মাটি তৈরি নির্ভর করে জলবায়ু, জৈব
পদার্থ, আদি শিলা, ভূপ্রকৃতি ও সময়ের উপর । মাটির উপরের স্তরে কেঁচো, পোকামাকড়, অণুবীক্ষণিক
জীব বাস করে ।
মাটির ব্যবহার হয় বিভিন্ন ধরণের কাজে । প্রধান ব্যবহার হয় কৃষিকাজ করার
জন্য । মাটি ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয় । ঘরবাড়ি নির্মাণ, প্রতিমা
তৈরিতে মাটির ব্যবহার হয় । কুঠির শিল্পে মাটির ব্যবহার হয় । মাটির উপর উদ্ভিদ
অবস্থান করে, গাছপালা সমস্ত মাটির উপর তৈরি হয় । মাটি
পরিবেশের আর্দ্রতা রক্ষা করে, সমস্ত জীবকুলের আবাস্থল হল
মাটি । কেঁচো মাটির বিভিন্ন স্তরের মধ্যে জল, বাতাস ইত্যাদি
চলাচলে সাহায্য করে তাই, কেঁচোকে চাষির বন্ধু বলা হয় । ভারতের মত বড়ো দেশে নানা ধরণের মাটি দেখা যায় । এখানের মাটি প্রধানত ছয় টি
ভাগে ভাগ করা হয়েছে ।
১) পলিমাটি – নদী বাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে । পলিমাটি খুব উর্বর হয় । এই
মাটিতে পটাশ, ফসফেরিক অ্যাসিড, চুন
ইত্যাদি থাকে । পলিমাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয় ।
এই মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণে চাষ হয় ।ভারতের প্রায় ৪০ ভাগ অংশে এই মাটি দেখা যায়
। নদীর বদ্বীপ অঞ্চল, প্লাবন ভূমিতে পলিমাটি দেখা যায় । নবীন
পলিমাটি ‘খাদার’ ও অনুর্বর প্রাচীন
পলিমাটি ‘ভাঙর’ নামে পরিচিত । উত্তর
প্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, অসম ও পশ্চিমবঙ্গের পলিমাটি দেখা যায় ।
২) লালমাটি – রূপান্তরিত শিলা গঠিত অঞ্চলে লালমাটি দেখা যায় । মাটিতে লোহার ভাগ বেশি
থাকার জন্য এই মাটির রং লাল হয় । লালমাটির উর্বরতা শক্তি অনেক কম । জলসেচ ও সারের
মাধ্যমে এই মাটিতে চাষ আবাদ হয় । এই মাটিতে বাদাম, রাগি,
তামাক, ছোলার চাষ হয় । ছত্তিসগড়, মণিপুর, ঝাড়খণ্ড, ত্রিপুরা,
মিজোরাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ,
ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড
এবং পশিমবঙ্গের পশ্চিম দিকে এই মাটি দেখা যায় ।
৩) কালোমাটি – ব্যাসল্ট শিলা অঞ্চলে কালোমাটি দেখা যায় । এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি ।
কালোমাটি অনেক উর্বর হয় । তুলো, আখ, জোয়ার,
তৈলবীজ, চিনাবাদাম ইত্যাদি চাষ করা হয় ।
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত,
অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক রাজ্যের কিছু অঞ্চলে এই মাটি দেখা যায় ।
৪) ল্যাটেরাইট মাটি – খুব বেশি উষ্ণতা ও কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যেখানে
পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি সৃষ্টি হয় । লৌহ অক্সাইড
বেশি থাকার জন্য মাটির রং গাঢ় লাল হয় । ছোটো নাগপুরের মালভূমি, মেঘালয় মালভূমি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা
ল্যাটেরাইট মাটি দেখা যায় । এই মাটিতে জোয়ার, রাগি, বাজরা, চীনেবাদাম চাষ হয় ।
৫) পার্বত্য অঞ্চলের মাটি - হিমালয়ের পার্বত্য অঞ্চল, নীলগিরি অঞ্চল, পশ্চিমঘাট পর্বত অঞ্চলে এই মাটি দেখা যায় । আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে
এই মাটি তৈরি হয় । এই মাটিতে জৈব পদার্থ থাকে । চা, কফি,
বিভিন্ন মশলা এই মাটিতে উৎপন্ন হয় ।
৬) মরু অঞ্চলের মাটি – অত্যধিক উষ্ণতা, কম বৃষ্টিপাত অঞ্চলে এই মাটি সৃষ্টি
হয় । জল ধারণ ক্ষমতা কম, অনুর্বর, লবণের
পরিমাণ এই মাটিতে বেশি থাকে । রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায় ।
বিভিন্ন কারণে আজ মাটির ক্ষয় হচ্ছে যেমন – গাছকাটা,
চাষবাস, পশুচারণ, বিদ্যুৎ
প্রকল্প, খনিজ উত্তোলন ইত্যাদি । মাটির ক্ষয় রোধ করতে না
পারলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাবে । মাটি আমদের নানা
গুরুত্বপূর্ণ কাজে লাগে, তাই মাটি সংরক্ষণ করা খুব জরুরি ।
গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, বৃষ্টির জলে মাটিকে
ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে । আমাদের পরিকল্পনা করে ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট তৈরি করা উচিত । মানুষের বড়ো স্বার্থে যেমন – ভূমিকম্প, বন্যা ইত্যাদি প্রতিরোধে মাটি সংরক্ষণ করা
অবশ্যই দরকার ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
পৃথিবীর অবাক, মজার কথা গুলি কি কি ?
ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন পালনীয় দিবস গুলি কি কি ?.
রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ও উপনিষদের অজানা কথা গুলি কি কি ?.
মহাকাশ অভিযানের নানা জানা অজানা কাহিনী কি ?.
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
পৃথিবীর অবাক, মজার কথা গুলি কি কি ?
ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন পালনীয় দিবস গুলি কি কি ?.
রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ও উপনিষদের অজানা কথা গুলি কি কি ?.
মহাকাশ অভিযানের নানা জানা অজানা কাহিনী কি ?.
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে
কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।
ভূগোল ও জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ভূগোল ও
জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
।
অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।
Flipkartআপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
Very Nice Post
উত্তরমুছুনVery Nice Post
Very Nice Post