পৃথিবীর অবাক, মজার কথা গুলি কি কি ?
১) হাওয়াই দ্বীপে
একটাও সাপ নেই ।
২) গ্রেট ব্রিটেনের
ডাক টিকিটে সেই দেশের নাম থাকেনা ।
৩) আফ্রিকার কঙ্গো
দেশে ছাগল চুরির অপরাধে শিরচ্ছেদ হয় ।
৪) একটি জলহস্তী
মানুষের চেয়ে জোরে ছুটতে পারে ।
৫) চিন
সম্রাট শেন লুং খ্রিস্টপূর্ব ২৭২৭ সালে প্রথম চা কে পানীয় হিসাবে ব্যবহার করেন ।
৬) একটি শিম্পাঞ্জি
আয়নায় নিজেকে চিনতে পারে, কিন্তু বাঁদররা পারেনা ।
৭) একটি কাঠঠোকরা পাখি
প্রতি সেকেন্ডে ২০ বার ঠোক্কর মারে ।
৮) সব চেয়ে দীর্ঘ সময়
বাঁচে তিমি মাছ, প্রায় ৫০০ বছর ।
৯) করমর্দন বা
হ্যান্ডশেক প্রথা সর্ব প্রথম ইহুদিদের মধ্যে প্রচলিত হয় ।
১০) কন্যাকুমারিকায়
প্রতি বছর চৈত্র পূর্ণিমায় সূর্যাস্ত ও চন্দ্রোদয় একই সময়ে দেখা যায় ।
১১) শিম্পাঞ্জি হল এমন
বাঁদর যাদের লেজ নেই । মানুষের সাথে গরিলাদের বেশি মিল দেখা যায় ।
১২) উত্তর মেরু প্রতি
বছর ৭ ইঞ্চি করে দক্ষিণ দিকে সরে যাচ্ছে ।
১৩) পৃথিবীর ভাষা
সমূহের মধ্যে চীনের ম্যান্ডারিন ভাষা প্রথম স্থান অধিকার করেছে ।
১৪) ফরাসি দেশে একটিও
মশা নেই ।
১৫) মিশরের নীলনদে দুই
ধরনের জল প্রভাবিত হয় ।
১৬) স্পেনের নাট্যকার
লোপ দ্য ভেগা সব থেকে বেশি প্রায় ২ হাজার নাটক লিখেছেন ।
১৭) ১৮৬৯ সালে জাপানে
প্রথম রিক্সা প্রচলন হয় ।
১৮) সারা জীবনে আমরা
প্রায় ৭৫০০০ লিটার জল পান করি ।
১৯) নিউজিল্যান্ডের
কিউই পাখির ডানা নেই ।
২০) পৃথিবীতে পিঁপড়ের
সংখ্যা সবথেকে বেশি ।
২১) চীন দেশে প্রথম
নোটের প্রচলন হয় ।
২২) ব্রাজিলের বনে টক
মধু পাওয়া যায় । এগুলি এক ধরনের পিঁপড়ে সংগ্রহ করে ।
২৩) ম্যাগেলন প্রথম নৌ
বহর নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন ।
২৪) বজ্রপাতের শব্দ ২০
মাইল দূর পর্যন্ত শোনা যায় ।
২৫) পর্তুগিজদের
শপথ বাক্য ‘বাইমারি’ থেকে বাংলায় ‘মাইরি’ শব্দের উদ্ভব হয় ।
২৬) যুদ্ধরত দুই দেশের
সৈন্যদের মাঝের স্থান কে ‘নো মান্স ল্যান্ড’ বলে ।
২৭) পিঁপড়েরা নিজের
ওজনের ২০ গুন ভার বহন করতে পারে । এরা কোনদিন ঘুমায় না ।
২৮) ভারতে প্রথম কামান
ব্যবহার করেন সম্রাট বাবর ।
২৯) শব্দের গতিবেগ
হাওয়ার থেকে জলে তিন গুন বেশি ।
৩০) জলের মধ্যে প্রায়
৩ হাজার ফুট আলো প্রবেশ করতে পারে ।
৩১) প্রত্যেক মানুষের
বুড়ো আগুলের ছাপ আলাদা আলাদা হয় ।
৩২) ডলফিন এক চোখ বন্দ
করে ঘুমায় ।
৩৩) মাছ ও পিঁপড়ের
চোখের পাতা নেই ।
৩৪) আফ্রিকার গিনি
নামক স্থান থেকে সোনা এনে ইংল্যান্ডে স্বর্ণ মুদ্রা তৈরি হয়, তাই
স্বর্ণ মুদ্রা গিনি নামে পরিচিত ।
৩৫) বুমেরাং এক প্রকার
লোহা বা কাঠ দিয়ে তৈরি অস্ত্র, যা অস্ট্রেলিয়ার আদিম
অধিবাসী ব্যবহার করে । লক্ষে না গেলে তা আবার নিক্ষেপ কারির কাছে ফিরে আসে ।
৩৬) সবথেকে মূল্যবান
ধাতু হল প্লাটিনাম ।
৩৭) হাইড্রোজেন গ্যাস
হল পৃথিবীর সব চেয়ে কম ঘন বস্তু ।
৩৮) পৃথিবীর মধ্যে
ভারতের স্বস্তিক চিহ্ন সব থেকে পুরনো, এখনো
হিন্দুদের মাঙ্গলিক কাজে ব্যবহার করা হয় ।
৩৯) আমরা প্রতি
সেকেন্ডে ৫ বার চোখ পিটপিট করি, মেয়েরা ছেলেদের দিগুণ
চোখ পিটপিট করে ।
৩৯) মানুষ সারাদিনে
গড়ে ২৩০০০ বার নিশ্বাস প্রশ্বাস নিয়ে থাকে ।
৪০) অস্ট্রেলিয়ায়
মানুষের থেকে ভেড়ার সংখ্যা কয়েক গুন বেশি ।
৪১) টিকটিকির জিভ তার
দেহের দ্বিগুণ লম্বা হয় ।
৪২) টমাস আলভা এডিশন
প্রায় ১ হাজার প্রকার বস্তু আবিষ্কার করেন ।
৪৩) পোপ গ্রেগরি
ইংরেজিতে ৩৬৫ দিনের ক্যালেন্ডার প্রচলন করেন ।
৪৪) আমীর খসরু খেয়াল
গানের প্রবর্তন করেন, সেতার বাদ্যযন্ত্রের উদ্ভাবন করেন ।
৪৫) জন্মানোর সময় একটি
পাণ্ডা ইঁদুরের থেকে ছোট হয় ।
৪৬) মেরু ভাল্লুক বেশি
বাঁ পা ব্যবহার করে ।
৪৭) হিমালয়য় পর্বতে
মোট ১৪৭ টি শৃঙ্গ আছে ।
৪৮) মেঘালয়ের
মৌশিনরামে সবথেকে বেশি বৃষ্টি হয় ।
৪৯) লর্ড ওয়েলেসলি
রবিবার ছুটি প্রবর্তন করেন ।
৫০) যে মানুষ ৮০ বছর
বাঁচে, তাঁরা যেভাবে দিনগুলি কাটায় - কাজে ১৬ বছর ৮ মাস । নিদ্রায় ২৪ বছর ৯
মাস । খাওয়া ৬ বছর ৬ মাস । খেলায় ২৫ বছর ৬ মাস । রোগে ১ বছর ৫ মাস । বিনা কারণে ২
বছর ২ মাস । বেশভূষায় ২ বছর ১১ মাস ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
প্রথম ভারতীয় এবং বাঙালি পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে কে কে ?
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
ভারতের জাতীয় পতাকার অজানা কাহিনী কি ?.
বিখ্যাত ১৫০ টি বই ও লেখক, লেখিকার নাম কি কি ?.
ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন পালনীয় দিবস গুলি কি কি ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
প্রথম ভারতীয় এবং বাঙালি পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে কে কে ?
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
ভারতের জাতীয় পতাকার অজানা কাহিনী কি ?.
বিখ্যাত ১৫০ টি বই ও লেখক, লেখিকার নাম কি কি ?.
ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন পালনীয় দিবস গুলি কি কি ?.
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে নীচে
কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।
জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো
পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন