মেয়েরা ছেলেদের কি কি গুন গুলি পছন্দ করে ?
সব ছেলে চায়
যে সে মেয়েদের কাছে পছন্দের মানুষ হয়ে থাকতে । কিন্তু, সবাই সেটা হতে
পারেনা । কারন আপনি জানেন না যে মেয়েরা ছেলেদের কোন কোন গুন পছন্দ করে আর কোন গুলি
পছন্দ করেনা । একটি ছেলের কি গুন থাকা দরকার, যার ফলে যে কোনো মেয়ে কোন ছেলেকে সহজে পছন্দ করবে ।
এখন দেখা যায় যে একটি ছেলের অনেক মেয়ে বান্ধবী থাকে, আর এক জনের কেউ থাকেনা । এর কারন হল মেয়েরা কি কি
পছন্দ করে আপনি তা সঠিক ভাবে জানেন না । সহজে কোন মেয়ের প্রিয় হতে হলে নিচে দেওয়া
টিপস গুলি অনুসরণ করতে পারেন । টিপস গুলি জানতে লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন ।
১) সুন্দর দেখতে – ছেলেরা যেমন সুন্দর দেখতে মেয়ে পছন্দ করে, তেমনি মেয়েরাও সুন্দর দেখতে ছেলে পছন্দ করে । কোন ছেলে যদি
একটা সুন্দরি মেয়ে দেখে তাঁর দিকে হা করে তাকিয়ে থাকে । মেয়েরা সুন্দর ছেলেদের
দেখে কিন্তু, এমন ভাবে দেখে আপনি সহজে বুঝতে পারবেন না । ছেলেদের
ফ্যাশন সম্পর্কে সচেতন থাকতে হবে । তাই বলে
অতিরিক্ত স্টাইল কিন্তু মেয়েদের একেবারেই অপছন্দ । যদিও আপনি দেখতে ততটা
সুন্দর না হন মোটামুটি সুন্দর দেখায় এমন পোশাক পরবেন । দামি পোশাক পরতে হবে এমন
কোন কথা নেই, তবে পোশাকটি যেন পরিষ্কার ও সুন্দর হয় । একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পরলে, কাঁধে ঝোলা ব্যাগ,
চোখে চশমা, চাপ দাড়ি । খুব গুছিয়ে কথা বলতে পারে , এই ধরণের পুরুষদের প্রথম
দেখাতেই যে কোন
মেয়ের ভালো লাগে । প্রথমে আমরা যেকোনো মানুষের পোশাক দেখি, তাঁর পর অন্য দিকে নজর দিয়ে থাকি । কেমনা
এলোমেলো হয়ে থাকা ছেলেদের মোটেও পছন্দ করে না মেয়েরা । তাই ছেলেদের এই গুণ থাকা আবশ্যক ।
2. স্বভাব ও চরিত্র – আপনাকে কোন মেয়ে পছন্দ করলেন । এরপর সে দেখবে আপনার স্বভাব ও চরিত্র কেমন । তখন সে মেয়েটি করবে কি, আপনার পরিচিত মানুষ যেমন বন্ধু, পাড়ার লোকের কাছ থাকে আপনার সম্পর্কে খবর নেবে । আপনি কেমন, কি করেন, কোথায় যান ইত্যাদি । আপনার সম্পর্কে মানুষ ভাল ভাবে সেইসব কাজ করবেন । আপনি টাকা পয়সা না নিয়ে বিভিন্ন যে সব সামাজিক কাজ হয় সেখানে নিজেকে যুক্ত করতে পারেন । আর একটা কথা সবসময় মনে রাখবেন নিজের মনের গোপন কথা ভুলেও কাউকে বলবেন না । কারন পরে সেই জন্য আপনাকে কষ্ট পেতে হবে ।
আরো পড়ুন - বিয়ের আগে নারীদের যে বিষয়গুলো জানা জরুরি?
৩) চেষ্টা করা – আমরা মানে মানুষরা একবার কোন কাজ করে সাফল্য পাইনা । আর
মেয়েদের মন সেটা পাওয়া অনেক কঠিন । আমাদের তাঁর পছন্দের হতে হলে বারবার চেষ্টা
করতে হবে । একথা জীবনের প্রতিটি কাজের জন্য বলা যায় । প্রথমে যে কোন মানুষ আপনাকে
পছন্দ করবেনা । যদি আপনি তাঁর কাছে বারবার ফিরে আসেন তখন সে একবার হলেও আপনার কথা
ভাবতে বাধ্য হবে । একবারে কোন কাজে সাফল্য আসেনা । কয়েকবার চেষ্টা করুন, দেখুন তার পর কি হয় ।
৪) গুরুত্ব ও যত্ন – সম্পর্ক
শুরু হওয়ার পর সঙ্গী যখন নিয়মিত খবর রাখছে তখন মেয়েরা খুব খুশি হয় । কারন সব মেয়েরা চায় যে তার বয়-ফ্রেন্ড বা স্বামী তাঁর কথার গুরুত্ব দেবে ও
তাঁর যত্ন করবে । তাঁর কথার গুরুত্ব দেওয়া আপনার একটা ভাল অভ্যাস । সাধারণ ভাবে
আমরা করি কি, মেয়েদের কথায়
গুরুত্ব না দিয়ে নিজেদের মত তা জোর করে চাপিয়ে দিয়ে থাকি । এরফলে সে নিজেকে ছোট ও
অসম্মানিত বোধ করে । তাই তাঁর কথা একটু ভাবুন, সে কি বলতে চায় । তাঁর যত্ন নেওয়া আপনার একটি ভাল গুন । কারণ
সে যদি কোন বিপদে পড়ে আপনার কাছে সমাধান নিতে আসবে । আপনার উচিৎ তাঁকে যত্ন করে
সমস্যা সমাধান করা ।
৫) সাহসিকতা – প্রতিটি মানুষ সাহসী ছেলেদের পছন্দ করে ।আপনি যদি সামনা
সামনি দাড়িয়ে কিছু বলার সাহস না থাকে তাহলে আপনাকে কে পছন্দ করবে বলুন । আপনি যদি
কাউকে ভালবাসেন তবে অন্যকে দিয়ে না বলিয়ে, নিজে সামনা সামনি বলুন । শুধু ভালবাসা কেন জীবনে কোন কাজে
যদি সাহস না নিয়ে এগোতে পারেন তাহলে আপনার দ্বারা কিছু হবেনা ।
৬) মিথ্যা না বলা – মেয়ে কেন আপনি নিজে যদি হন, কেউ যদি মিথ্যা কথা বলে তাঁকে কেউ পছন্দ করেনা । অনেক সময়
এমন হয় যে ছেলেরা সামান্য একটা কাজ করে কিন্তু, মেয়েদের কাছে এমন ভাবে সেটাকে বাড়িয়ে বলে যা বিশ্বাস করা
কঠিন । পরে যখন আপনার আসল কাজ কি সে জানতে পারবে তখন আপনি বিপদে পড়বেন । আপনি ঠিক
যতটুকু ততটাই বলা ভাল ।
৭) উপহার দেওয়া – সঙ্গীর
কাছ থেকে উপহার পেতে মেয়েরা খুব পছন্দ করে । ছেলেদের
এই গুণ মেয়েদের খুব তাড়াতাড়ি কাছে টানে । সব মানুষ এমনকি আপনি, আমি উপহার পেলে খুশি হই । মেয়েরাও তাই । সব মানুষ চায় যে
তাঁর ভালবাসার মানুষ তাঁকে কিছু উপহার দিক । উপহার যে দামি হতে হবে এমন কোন কথা
নেই । যখন সে আপনার দেওয়া উপহারটি দেখবে তখন আপনার কথা তাঁর মনে পড়বে । উপহারটি
পাওয়ার পর দেখুন সে কেমন খুশি হয় । তবে একটা কথা মনে রাখবেন টাকা আছে বলে দামি
দামি উপহার দিয়ে মেয়েদের মন পাওয়ার চেষ্টা করবেন না ।
৮) অচেনা মানুষ – সাধারণত মেয়েরা কোন অপরিচিত মানুষের সাথে সম্পর্ক করেনা ।
আপনি যদি কোন মেয়ের সাথে সম্পর্ক করতে চান আগে আপনি তাঁর কোন পরিচিত মানুষের সাথে
সম্পর্ক করুন । তাহলে কি হয় আপনি সহজে তাঁর সাথে পরিচিত হয়ে কথা বলতে পারবেন ।
৯) চমৎকার – সারপ্রাইজ বা চমৎকার সবাই পছন্দ করে । আপনি আগে থেকে না বলে
কোন উপহার আনতে পারেন বা বেড়াতে নিয়ে যাওয়া, রেস্টুরেন্টে খেতে বা সিনেমা দেখতে নিয়ে যেতে পারেন ।
১০) বিরক্ত না করা – যদি কোন মেয়ে আপনার সাথে কথা না বলে বা সম্পর্ক খারাপ হয়
তবুও বারবার ফোন করে বা মেসেজ করে বিরক্ত করবেন না । অনেক সময় দেখা যায় যে কাজ
করছে আপনি তাঁকে বারবার বিরক্ত করছেন । তাঁর সময়ের সাথে আপনার সময় মিলিয়ে চলার
চেষ্টা করুন ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট
করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । সম্পর্ক
বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার
জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আপনার ইমেল দিয়ে আমাদের
ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
আপনি জীবনে সাফল্য লাভ করবেন কিভাবে ?.
বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.
সুলক্ষণা নারীদের দেহের লক্ষণ ও গঠন কেমন হয় ?
আপনি জীবনে যে ৫ টি কারনে সুখী হতে পারেন না ?
কোন মানুষকে প্রভাবিত করে তার মনে আপনার স্থান কিভাবে করবেন ?.
আপনি জীবনে সাফল্য লাভ করবেন কিভাবে ?.
বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.
সুলক্ষণা নারীদের দেহের লক্ষণ ও গঠন কেমন হয় ?
আপনি জীবনে যে ৫ টি কারনে সুখী হতে পারেন না ?
কোন মানুষকে প্রভাবিত করে তার মনে আপনার স্থান কিভাবে করবেন ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
In this blog I get a great post please also visit my blog I post a great content : http://www.bengalitune.com
উত্তরমুছুন