কোন মানুষকে প্রভাবিত করে তার মনে আপনার স্থান কিভাবে করবেন ?.
মানুষ হিসাবে আমরা চাই যে সবাই যেন
আমাকে নিয়ে ব্যস্ত থাকে, আমার কথা চারিদিকে আলোচনা হোক বা আমার নাম
সবার মুখে মুখে থাকে । কথাটা ভাবা বা বলা যতটা সহজ কাজটা ততটা সহজ নয় । তবু আপনি যদি কোন মানুষের মনে আপনার স্থান করতে চান তাহলে
আমি আপনাকে এখন কতগুলি পদ্ধতির কথা বলবো, যদি সেগুলি আপনি
মেনে চলতে পারেন, আশা করি আপনি আপনার পছন্দের মানুষের মনে
স্থান করতে পারবেন । পদ্ধতি গুলি যদি আপনি ভাল করে অভ্যাস করতে পারেন তাহলে আপনার
অনেক লাভ হবে । এখানে আপনাদের জন্য এরকম কতগুলি পদ্ধতির কথা বলা হল ।
১) প্রথমে বলা যায় যে প্রতিটি মানুষ সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে । অন্য
মানুষের প্রতি নজর তাদের থাকেনা । প্রথমে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন দেখুন
সে আপনার সাথে কি বিষয় নিয়ে কথা বলতে চাইছে । আপনি তার সাথে কি নিয়ে কথা বলবেন
সেটা সে গুরুত্ব দেবেনা । আপনি নিজের কথা বলতে গেলে সে আপনার কথা না শুনতে পারে ।
আপনি যদি তাকে তাঁর বিষয় নিয়ে কথা বলেন তাহলে সে আপনার কথা শুনবে ও আপনাকে পছন্দ
করবে । যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনি তাঁর কথা শুনুন এবং তাঁর কথার গুরুত্ব
দিন । আপনি যদি তাঁর ব্যাক্তি গত কথা বলেন তাহলে সে বেশি খুশি হবে । যেমন – পালবাবু আপনার মেয়ে জামাই এখন কেমন আছে, জামাই কেমন হল ইত্যাদি । আবার সবাইকে এই প্রশ্ন করবেন না । যে যেমন
অবস্থায় আছে তাঁর সাথে সেগুলি নিয়ে কথা বলুন ।
২) ‘তুমি’ শব্দটির মধ্যে
এমন একটি ক্ষমতা আছে যার দ্বারা আপনি সহজে যেকোনো মানুষের কাছে আকর্ষণীয় হতে
পারবেন । অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আপনার অনেক বৃদ্ধি পাবে । যদি শুধু ‘আপনি’ শব্দটির ব্যবহার করেন তাহলে যেকোনো মানুষের
সাথে আপনার সম্পর্ক অনেক দূরের বলে মনে হবে । যদি ‘তুমি’ শব্দের ব্যবহার করতে পারেন তাহলে আপনার অনেক
লাভ হবে, আপনাদের সম্পর্ক তখন অনেক কাছের বলে মনে হবে । যদিও
এটা সহজ নয় তবু, অভ্যাস করে দেখুন ।
৩) কোন মানুষের মনে স্থান পেতে হলে আগে আপনাকে তাকে এবং তার কথার গুরুত্ব দিতে
হবে । আপনি যদি কাউকে সম্মান বা গুরুত্ব না দেন, সেও
আপনাকে সম্মান বা গুরুত্ব দেবেনা । সব মানুষ চায় সবাই তাকে সম্মান করুক, কেউ চায়না তাকে নিয়ে মানুষ হাসাহাসি করুক । প্রতিটি মানুষ নিজেকে ততটা গুরুও
পূর্ণ মনে করেন, যতটা আপনি নিজেকে মনে করেন । তাই অন্যকে সম্মান
বা গুরুত্ব দিতে শিখুন, কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না ।
কারণ একদিন আপনি তার কাছ থেকে এর থেকে বেশি আঘাত ফিরে পাবেন ।
৪) আপনি এমন কোন মানুষ আজ পর্যন্ত দেখেছেন যে, তর্ক
করে বন্ধুর সংখ্যা বাড়াতে পেরেছে । বরং এর ফলে আপনার অনেক বন্ধু হারিয়ে গেছে ।
আপনার কারোর কথা পছন্দ না হলে চুপ করে থাকুন, পরে তার সাথে
আলোচনা করতে পারেন । যখন আপনি অনেক মানুষের মধ্যে তার সাথে তর্ক করবেন তখন দুজনের
মান সম্মান বাড়বেনা, কমবে । তাই এখন থেকে তর্ক করার অভ্যাস ত্যাগ করুন ।
৫) সব মানুষ চায় তার নিজের প্রশংসা শুনতে । যদি আমি আপনাকে বলি আপনি পড়াশুনাতে
খুব ভাল, তাহলে আপনার মন খুশি হল কিনা । এরকম সব
মানুষ নিজের প্রশংসা শুনলে খুশি হয় । কারোর প্রশংসা করলে তার মনে আপনার একটা ভাল
জায়গা তৈরি হবে । সে যতটা প্রশংসা পাওয়ার যোগ্য ততটা করুন, মিথ্যা
প্রশংসা করবেন না । কোন মানুষের কাজ নিয়ে প্রশংসা করবেন, তাকে
নিয়ে নয় । বেশি প্রশংসা করবেন না, সে ভাববে আপনি তার কাছে
কোন সুযোগ পাওয়ার জন্য এমন করছেন ।
৬) আপনি নিজেকে কখন ছোট মনে করবেন না, ভুল
করেও অপরকে ছোট করার চেষ্টা করবেন না । নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে অন্যের নিন্দা
করবেন না । কোন দিন কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না । কাউকে কোন মিথ্যা
প্রতিশ্রুতি দেবেন না, অর্থহীন মন্তব্য করবেন না । কাউকে কোন
কাজে অতিরিক্ত চাপ দেবেন না ।
৭) কারোর কাজের সমালোচনা করলে মনে রাখবেন – তাকে
ছোট করা, অসম্মান করা বা তাকে অপদার্থ প্রমাণ করার চেষ্টা
করবেন না । মনে রাখবেন কেউ চায়না তার কাজ নিয়ে কেউ সমালোচনা করুক । কারোর সমালোচনা
করার আগে তার প্রশংসা করে নিন । তাকে যখন কথা গুলো বলবেন তখন যেন সেখানে অন্য কেউ
না থাকে । আপনি তার সাথে চিৎকার করে, রাগ, অভিমান বা ঘৃণার ভাব নিয়ে কথা বলবেন না । তার কাজের ভুলটা তাকে ধরিয়ে
দেবেন । কোন কাজ করার শেষে ধন্যবাদ জানাতে ভুলবেন না ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে
তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে
শেয়ার করুন । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কিনা বুঝবেন কিভাবে ?.
আপনি একটি ভাল মেয়ে চিনবেন কিভাবে, ভাল মেয়ে চেনার উপায় কি ?
বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.
ফেসবুকে মেয়েদের মন জয় করার উপায় গুলি কি কি ?.
জীবনে ধনী মানুষ হওয়ার বিভিন্ন উপায় কি কি ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কিনা বুঝবেন কিভাবে ?.
আপনি একটি ভাল মেয়ে চিনবেন কিভাবে, ভাল মেয়ে চেনার উপায় কি ?
বিয়ে করার জন্য সঠিক ছেলে বা মেয়ে কিভাবে নির্বাচন করবেন ?.
ফেসবুকে মেয়েদের মন জয় করার উপায় গুলি কি কি ?.
জীবনে ধনী মানুষ হওয়ার বিভিন্ন উপায় কি কি ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
যথার্থ লিখছেন।
উত্তরমুছুন