প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?
১) এশিয়ার আলো কাকে বলে – গৌতম বুদ্ধকে ।
২) অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরি – গুপ্ত
আমলে ।
৩) সন্ধ্যাকর নন্দী নিজেকে কি বলতেন –
কলি যুগের বাল্মীকি ।
৪) উত্তর ভারতে শেষ হিন্দু রাজা কে ছিলেন – হর্ষবর্ধন
।
৫) গৌতম বুদ্ধ কোন গ্রামে মহাপরি নির্মাণ
লাভ করেন – কুশিনারা গ্রামে ।
৬) বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন – গোপাল
।
৭) কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ কোন বিষয়
নিয়ে লেখা – রাষ্ট্রবিজ্ঞান ।
৮) কোন গুপ্ত সম্রাট ‘মহেন্দ্রদিত্য’ উপাধি
পান – কুমার গুপ্ত ।
৯) ভারতে কোন সম্রাট প্রথম পশু চিকিৎসার ব্যবস্থা করেন – সম্রাট অশোক ।
১০) চারণ কবি মুকুন্দ দাশের আসল নাম কি – মহেশ্বর
দে ।
১১) মহাবীরের কোথায় মৃত্যু হয় – পাবা
নগরীতে ।
১২) সমুদ্র গুপ্তের আরেক নাম কি – কাচ
।
১৩) কোন আমলে সতীদাহ প্রথার উদ্ভব হয় – গুপ্ত
যুগে ।
১৪) শিখ কথাটির অর্থ কি – শিষ্য ।
১৫) লালন ফকির কে ছিলেন – বাংলার একজন
বাউল কবি ।
১৬) চিনে কবে মুদ্রণ শিল্পের আবিষ্কার হয় –
৫৯৩ খ্রিস্টাব্দে ।
১৭) কুষাণ আমলে মুদ্রায় কোন দেবতার মূর্তি পাওয়া যায় – শিব ।
১৮) গুপ্ত রাজ পরিবারের প্রতীক কি ছিল – বিষ্ণুর বাহন গরুড় ।
১৯) লালন ফকিরের জীবনী প্রথম কে রচনা করেন –
বসন্ত কুমার পাল ।
২০) সর্ব প্রথম কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন – ঐতিহাসিক প্রিন্সেপ ।
২১) বৈদিক সমাজে ভিত্তি কি ছিল – পরিবার
।
২২) মথুরার শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা লাভ করে – কুষাণ
যুগে ।
২৩) ‘চাচানামা’ গ্রন্থ থেকে
কোন সময়ের কথা জানা যায় – সুলতানি যুগ ।
২৪) মহাকবি কালিদাস কোন সময়ের কবি – গুপ্ত
যুগের কবি ।
২৫) ‘দান সাগর’ ও ‘অদ্ভুত সাগর’ বই দুটি কার রচনা – সেন রাজা বল্লাল সেনের ।
২৬) কোন পল্লব রাজাদের আমলে মহাবলী পুরমের রথ মন্দির তৈরি হয় – নরসিংহ বর্মণের আমলে ।
২৭) ‘দেবী চন্দ্রগুপ্তম’ নাটকটি
কার লেখা – বিশাখ দত্তের ।
২৮) মেগাস্থিনিস কোন দেশের মানুষ ছিলেন – গ্রীস
।
২৯) কোন গুপ্ত সম্রাট ‘গ্রহণ পরিমোক্ষ’ নীতি
গ্রহণ করেছিলেন – সমুদ্র গুপ্ত ।
৩০) ইতিহাসে কারা ‘শ্রেনিক’
ও ‘কণিক’ নামে পরিচিত –
বিম্বিসার ও অজাতশত্রু ।
৩১) গুপ্ত যুগে একজন বৌদ্ধ দার্শনিকের নাম কি – বসুবন্ধু ।
৩২) হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কথা জানা যায় –
কলিঙ্গ রাজ খারবেল ।
৩৩) জুনাগড় লিপি কার সময়ে রচিত হয় – শক
সম্রাট রুদ্র দামনের সময় ।
৩৪) দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির
বংশধর – দ্রাবিড় জাতির ।
৩৫) ‘দীপবংশ’ ও ‘মহাবংশ’ কোন ধর্মের ধর্ম গ্রন্থ – বৌদ্ধ ধর্মের ।
৩৬) গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক পণ্ডিত কে – চরক
।
৩৭) চালুক্যদের রাজধানী কোথায় ছিল – বাতাপি
।
৩৮) শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কি ছিল – বরবুদুরের
বৌদ্ধ স্তূপ ।
৩৯) সপ্তগ্রাম কীজন্য বিখ্যাত ছিল – বিখ্যাত
বন্দর ।
৪০) বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম কোন শিল্প শৈলীতে তৈরি হয়েছিল – গান্ধার শিল্প শৈলীতে ।
আরো পড়ুন -
৪১) মৌর্য প্রাসাদ কি দিয়ে তৈরি হয়েছিল – কাঠ
দিয়ে ।
৪২) পাল যুগে বাংলায় কোন ধর্মের প্রাধান্য ছিল – বৌদ্ধ
ধর্মের ।
৪৩) ‘গোপুরম’ কি – চোল যুগে মন্দিরের তোরণ ।
৪৪) চর্যাপদ কোন যুগের রচনা – পাল যুগের ।
৪৫) ত্রিপিটক কোন ভাষায় রচিত – পালি
ভাষায় ।
৪৬) নন্দ বংশ কে ধ্বংস করেন – চন্দ্রগুপ্ত
মৌর্য ।
৪৭) হর্ষবর্ধন কোথায় ধর্মসভা আহ্বান করেন – কনৌজে
।
৪৮) আইহোলের বিষ্ণু মন্দির কোন সময়ে তৈরি – চোল
বংশের আমলে ।
৪৯) ভারতের ভূখণ্ডকে কারা ‘হিন্দ’ আখ্যা দিয়েছিলেন – পারসিকরা ।
৫০) গুপ্তাব্দ কে প্রচলন করেন – প্রথম
চন্দ্রগুপ্ত ।
৫১) সমুদ্র গুপ্তের মায়ের নাম কি – কুমার
দেবী ।
৫২) চন্দ্রগুপ্তের মৌর্যের মায়ের নাম কি – মুরা
।
৫৩) বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন – অমিত্রঘাত
।
৫৪) পতঞ্জলি কে ছিলেন – ব্যাকরণবিদ ।
৫৫) শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন – নাগদশক কে ।
৫৬) শীলভদ্র কোন বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন – নালন্দা বিশ্ব বিদ্যালয়ের ।
৫৭) সঙ্গম বংশের প্রথম শাসকের নাম কি – হরিহর
ও বুক্কু ।
৫৮) সম্রাট অশোক কোন বৌদ্ধ ভিক্ষুকের কাছে দীক্ষানেন – উপগুপ্ত ।
৫৯) চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি – রাজেন্দ্র
চোল ।
৬০) মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরসভা শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস
কি – অর্থশাস্ত্র ।
৬১) মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন – ফরাসি
প্রত্নবিদ জেন ফ্রাসোয়া জারেজ ।
৬২) মহাভাস্যের রচয়িতা কে – পতঞ্জলি ।
৬৩) ‘গৌরবাহ’ রচয়িতা কে –
বাকপতিরাজ ।
৬৪) মান সিংহের বাবার নাম কি – রানা
ভগবান দাস ।
৬৫) ভারতে সর্বশ্রেষ্ঠ ইন্দো-গ্রীক রাজা কে ছিলেন – মিনান্দার ।
৬৬) ‘পাণ্ডু রাজার ঢিপি’ কোন
যুগের চিহ্ন – তাম্র-প্রস্তর যুগের ।
৬৭) কত সালে হরপ্পায় খনন কাজ শুরু হয় – ১৯২৯
সালে ।
৬৮) কোন গ্রীক দূত বৈষ্ণব ধর্ম নেন – হোলিওডরাস
।
৬৯) পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ কোন রাজা শুরু করেছিলেন – রাজা অনন্তবর্মন ।
৭০) সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে – লক্ষণ
সেন ।
৭১) বৌদ্ধদের উপাসনা স্থলকে কি বলে – মঠ
বা বিহার ।
৭২) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল – কর্ণসুবর্ণে
।
৭৩) হর্ষচরিত কে রচনা করেন – বাণভট্ট ।
৭৪) বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করান – ধর্মপাল
।
৭৫) প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় – রাজগৃহে
।
আমাদের আরও পোস্ট পড়ুন -
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের অজানা কাহিনী কি ?.
বাংলায় পাল ও সেন যুগের শাসন ব্যবস্থা, সমাজ ও সংস্কৃতি কেমন ছিল ?.
কুষাণ সাম্রাজ্যের রাষ্ট্রব্যবস্থা, সাহিত্য, শিল্প, স্থাপত্য ও অন্যান্য দিক কেমন ছিল ?.
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
প্রাচীন বাংলার ভৌগলিক অবস্থান কেমন ছিল ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের অজানা কাহিনী কি ?.
বাংলায় পাল ও সেন যুগের শাসন ব্যবস্থা, সমাজ ও সংস্কৃতি কেমন ছিল ?.
কুষাণ সাম্রাজ্যের রাষ্ট্রব্যবস্থা, সাহিত্য, শিল্প, স্থাপত্য ও অন্যান্য দিক কেমন ছিল ?.
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
প্রাচীন বাংলার ভৌগলিক অবস্থান কেমন ছিল ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷