আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
১) অবিভক্ত বাংলার
শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন – সাহীদ সোহরাওয়ার্দি ।
৭) পাইক বিদ্রোহ কবে শুরু হয় – ১৮১৭ সালে ।
অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।
২) মেদিনীপুর বোমা
ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন – যোগজীবন ঘোষ ।
৩) ১৯৩০ সালে
মেদিনীপুরে কোথায় প্রথম লবণ আইন অমান্য আন্দোলন হয়েছিল – কাঁথির পিছাবনিতে ।
৪) মেদিনীপুরের
জেলাশাসক রবার্ট ডগলাস ১৯৯৩২ সালে কার গুলিতে নিহত হন – প্রভাংশু শেখর পাল, সহযোগী
প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য ।
৫) ভারতের সংবাদ
পত্রের স্বাধীন মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ করতে কোন গভর্নর জেনারেল প্রথম আইন করেন
– লর্ড ওয়েলেসলি ।
৭) পাইক বিদ্রোহ কবে শুরু হয় – ১৮১৭ সালে ।
৮) এনফিল্ড রাইফেল
কি – এক প্রকার রাইফেল, যার টোটায় গরু ও শূকরের চর্বি ছিল ।
৯) ভারতবর্ষে স্বায়ত্ত
শাসনের দাবিতে প্রথম কোন রাজনৈতিক দল আন্দোলন করেন – হোমরুল লিগ ।
১১) ‘ফরাজি’ শব্দের
অর্থ কি – ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ।
১২) বঙ্গভঙ্গ বিরোধী
প্রথম বিশাল সমাবেশ কবে, কোথায় হয় – ১৯০৫ সালে ৭ আগস্ট, কলকাতায় ।
১৩) ভারতে ব্রিটিশ
শাসনকালে কবে বিহার ও ওড়িশা দুটি আলাদা প্রদেশ হিসাবে স্বীকৃত পায় – ১৯১২ সালে ।
১৪) বিহারের চম্পারন
জেলায় মোহনদাস করমচাঁদ গান্ধী প্রথম কাদের বিরুদ্ধে আন্দোলন করেন – অত্যাচারিত
জমির মালিক ও নীলকর সাহেবদের বিরুদ্ধে ।
১৫) ভারতীয় জাতীয়
কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় – ১৮৮৫ সালে ।
১৬) ভারতীয় জাতীয়
কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি – সরোজিনী নাইডু ।
১৭) ১৯০৬ সালে কোন
শহরে ‘মুসলিম লিগ’ প্রতিষ্ঠিত হয় – ঢাকা ।
১৮) প্রথম কে ভারতের
জাতীয় পতাকা উত্তোলন করেন – মাদাম ভিকাজি কামা ।
১৯) গান্ধীজী প্রথম
কোন আন্দোলনের সময় অনশনকে আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেন – ১৯১৮ সালে
আমেদাবাদে বস্ত্রশিল্পের শ্রমিকদের আন্দোলনের সময় ।
২০) ভারতীয় জাতীয়
কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় – বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ।
২১) সীধু-কানু কোন বিদ্রোহে যোগ দিয়েছিলেন – সাঁওতাল
বিদ্রোহে ।
২২) বাংলায় বর্গি
হানা কত সালে শুরু হয় – ১৭৪২ খ্রিস্টাব্দে ।
২৩) ‘অধীনতামূলক
মিত্রতা নীতি’ কে প্রবর্তন করেন – লর্ড ওয়েলেসলি ।
২৪) বাংলার প্রথম গভর্নর
জেনারেল কে ছিলেন – ওয়ারেন হেস্টিং ।
২৫) ভারতীয় সুপ্রিম
কোর্ট স্থাপিত হয় কত সালে – ১৭৭৪ সালে ।
২৬) ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন – লর্ড কর্নওয়ালিস ।
২৬) ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন – লর্ড কর্নওয়ালিস ।
২৭) ‘এশিয়াটিক সোসাইটি’
কবে প্রতিষ্ঠিত হয় – ১৭৮৪ খ্রিস্টাব্দে ।
২৮) লাহোর চুক্তি কত
সালে সাক্ষরিত হয় – ১৮৪৬ খ্রিস্টাব্দে ।
২৯) চিরস্থায়ী
বন্দোবস্ত কে চালু করেন - লর্ড কর্নওয়ালিস ।
৩০) ‘অব-শিল্পায়ন’
কথাটির অর্থ কি – শিল্পের অবনমন ।
৩১) সাগরে সন্তান
বিসর্জন প্রথা কে বন্ধ করেন - লর্ড ওয়েলেসলি ।
৩২) বিধবা বিবাহের
পক্ষে আন্দোলন কে করেছিলেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
৩৩) আত্মীয় সভা কে
প্রতিষ্ঠা করেন – রাজা রামমোহন রায় ।
৩৪) সিপাহি
বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন – লর্ড ক্যানিং ।
৩৫) নীল দর্পণ নাটক
কে রচনা করেন – দীনবন্ধু মিত্র ।
৩৬) সতীদাহ প্রথার
বিরুদ্ধে আন্দোলন কে করেছিলেন - রাজা রামমোহন রায় ।
৩৭) হিন্দুমেলা
প্রতিষ্ঠা করেন কে – নবগোপাল মিত্র ।
৩৮) বঙ্গভঙ্গ কবে রদ
হয়েছিল – ১৯১১ সালে ।
৩৯) গান্ধীজী তাঁর
রাজনৈতিক আন্দোলন কোথায় শুরু করেছিলেন – দক্ষিণ আফ্রিকায় ।
৪১) ভারতীয় জাতীয়
কংগ্রেসকে ‘ভারতের বিজাতীয় কংগ্রেস’ কে বলেছিলেন – অরবিন্দ ঘোষ ।
৪২) ‘স্বত্ত্ববিলোপ
নীতি’ ভারতে কে প্রবর্তন করেন – লর্ড ডালহৌসি ।
৪৩) কলকাতা,
মাদ্রাজ, মুম্বাই বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয় – ১৮৫৭ সালে ।
৪৪) কংগ্রেসের কোন
অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ এর দাবি গৃহীত হয় – লাহোর অধিবেশনে (১৯২৯) ।
৪৫) ‘এশিয়াটিক সোসাইটির’
প্রতিষ্ঠাতা কে – স্যার উইলিয়াম জোন্স ।
৪৬) ভারতের সুপ্রিম
কোর্টের রায়ে প্রথম কার ফাঁসি হয়েছিল – মহারাজা নন্দ কুমারের ।
৪৭) চট্টগ্রামে
ব্রিটিশ অস্ত্রাগার কবে লুট হয় – ১৯৩০ সালে ।
৪৮) প্রথম বিশ্বযুদ্ধ কবে
শুরু হয় – ১৯১৪ সালে ।
৪৯) নৌ বিদ্রোহের
সূচনা কোথায় হয় – বোম্বাই/মুম্বাইতে ।
৫০) ব্রিটিশ ইস্ট
ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয় – ১৬০০ সালে ।
৫১) আজাদ হিন্দ সরকার কোথায়
স্থাপিত হয় – সিঙ্গাপুরে ।
৫২) সাময়িক আজাদ হিন্দ সরকার
কবে গঠিত হয় – ১৯৪৩ সালে ২১ অক্টোবর ।
৫৩) ভারত বিভাজনের
পরিকল্পনা কে করেছিলেন – লর্ড ম্যাউন্টব্যাটেন ।
৫৪) ভারতীয় গণপরিষদের সভাপতি
কে ছিলেন – রাজেন্দ্র প্রসাদ ।
৫৫) ব্রিটিশরা কেন ভারতে
উপনিবেশ স্থাপন করেছিলেন – ভারতের সম্পদ শোষণ করার জন্য ।
৫৬) লর্ড ওয়েলেসলির
‘অধীনতামূলক মিত্রতা নীতি’ কেন সফল হয়েছিল – দেশীয় রাজ্যগুলির মধ্যে ঐক্য ছিল না
বলে ।
৫৭) সিপাহি বাহিনীতে জাত
ভিত্তিক মনোভাব কেন দেখা দিয়েছিল -
সিপাহিদের জাতের ভিত্তিতে ভাগ করা হয়েছিল ।
৫৮) ব্রিটিশ আমলে ভারতে প্রথম
জনগণনা কবে হয় – ১৮৭২ সালে ।
৫৯) সিভিল সার্ভিস পরীক্ষা
কবে থেকে চালু হয় – ১৮৫৩ সালে ।
৬০) ভারতবর্ষ কবে স্বাধীন হয় –
১৯৪৭ সালে ১৫ আগস্ট ।
আমাদের লেখা
আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার
বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ইতিহাস বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইতিহাস
লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ ।
অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷