ইন্টারনেটে কোনও তথ্য অনুসন্ধান করবেন কিভাবে ?.
আমাদের
বর্তমান যুগ হল আধুনিক যুগ । ধীরে ধীরে তা অত্যাধুনিক যুগের দিকে অগ্রসর হচ্ছে । বিজ্ঞান
ও প্রযুক্তির উন্নতির ফলে আজ আর আমাদের কাছে কোনও কিছু অজানা থাকছেনা । সমস্ত কিছু
আপনি ইন্টারনেটের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যেতে পারেন । ইন্টারনেটে
কোন তথ্য অনুসন্ধান করার জন্য আমাদের প্রয়োজন হয় একটি বিশেষ সফটওয়ার, যাকে বলা হয়
সার্চ ইঞ্জিন । এই সার্চ ইঞ্জিনের সাহায্যে আপনি কোন তথ্য অনুসন্ধান করতে পারবেন ।
কয়েকটি
বিখ্যাত সার্চ ইঞ্জিনের নাম হল – Google, Bing, Yahoo, Ask.com, AOL.com, Baidu, DuckDuckGo ইত্যাদি
ইন্টারনেটে কোন তথ্য অনুসন্ধান করার জন্য যে সফটওয়ার বা
প্রোগ্রাম কোন ওয়েবসাইট, ওয়েবপেজ বা কোন ইন্টারনেটের ফাইল সন্ধান করতে সাহায্য করে
তাকে বলে সার্চ ইঞ্জিন । যখন আপনি কোন ওয়েবপেজ সার্চ করবেন তখন আপনাকে প্রথমে
সার্চ ইঞ্জিনের ‘টেক্স বক্সে’ যা সন্ধান করবেন তাঁর সঙ্গে সম্পর্কিত কোন শব্দ বা
তথ্য দিতে হবে । যেটাকে বলা হয় সার্চ টেক্স বা কি-ওয়ার্ড । এটার দরকার হয় বেশি যখন
আপনি কোন ওয়েব পেজ সন্ধান করার সময় কোন নির্দিষ্ট Url জানেন না ।
Url হল কোন ওয়েব সাইটের নির্দিষ্ট
ঠিকানা । আপনার যদি Url
জানা থাকে তাহলে আপনি সাথে সাথে কোন ওয়েব পেজে সহজে যেতে পারবেন । আমার ওয়েবসাইটের
Url হল https://janaajana24.blogspot.com । ইন্টারনেটে তথ্যগুলি যে বিশেষ
কম্প্যুটারে জমা থাকে তাকে তাকে বলে ওয়েব সার্ভার । ওয়েব ব্রাউজার হল একটি বিশেষ
প্রোগ্রাম যা ইন্টারনেটে থাকা তথ্যগুলিকে সার্চ ও দেখার সুবিধা প্রদান করে । ওয়েব
পেজে থাকা হাইলাইটেট টেক্স বা ইমেজকে গুলিকে হাইপার লিঙ্ক বলা হয় । হাইপার লিঙ্ক আন্ডার লাইন ও রঙিন হয় । ইন্টারনেটে তথ্যগুলি আমরা যে
পেজে দেখি তাকে ওয়েব পেজ বলে ।
সার্চ
করার পদ্ধতি - কোন তথ্য অনুসন্ধান করার জন্য আপনাকে প্রথমে যে কোন একটা সার্চ
ইঞ্জিনের সাহায্য নিতে হবে । তারপর সার্চ বক্সে আপনি কি জানতে চান তার সম্বন্ধে
কিছু শব্দ লিখুন । ধরুন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে সন্ধান করতে চাইছেন, তবে
আপনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখবেন । এরপর
সার্চ ইঞ্জিন আপনাকে সার্চ লিস্ট দেখাবে । এবার আপনি আপনার পছন্দের হাইপার লিঙ্ক-এ
ক্লিক করবেন । এইভাবে অনুসন্ধান করে আপনি আপনার পছন্দমত সিনেমা, বই, খেলা রান্নার
রেসিপি বা অন্য কোন আলাদা বিভাগ সন্ধান করতে পারেন ।
গুগলের
সাহায্য সার্চ করার পদ্ধতি – আমরা যখন ইন্টারনেটে কোন তথ্য সার্চ করার
কথা ভাবি তখন আমাদের প্রথমে গুগলের কথা মনে পড়ে । ইন্টারনেটে তথ্য সার্চ করার জন্য
গুগল সবথেকে জনপ্রিয় ও সবার কাছে পরিচিত একটি কোম্পানি । গুগল
আমাদের বিভিন্ন তথ্য সার্চ করার জন্য অনেক সাহায্য করে । প্রথমে আপনাকে www.google.com যেতে
হবে বা গুগল অ্যাপ খুলতে হবে । তারপর আপনি গুগলের হোম পেজ দেখতে পাবেন । এবার আপনি
যা জানতে যান সেই সম্বন্ধে কিছু শব্দ টাইপ করুন বা এখন ভয়েস দিয়ে বলার সুবিধা আছে,
ভয়েসে বলুন । গুগল এবার আপনাকে আপনার
দেওয়া শব্দের সাথে মিল রয়েছে এমন কিছু ওয়েব পেজ দেখাবে । আপনি আপনার পছন্দমত পেজটি
বেছে নিতে পারেন, যে পেজটিতে আপনার দেওয়া তথ্যের সাথে বেশি মিল আছে । ব্যাক অপশনের
দ্বারা আপনি আবার অন্য পেজ বেছে নিতে পারেন ।
গুগলের সাহায্য ফটো সার্চ করার
পদ্ধতি – গুগল
শুধু ওয়েবপেজ সার্চ করেনা, গুগল এর সাথে ইমেজ, শপিং, ম্যাপ, ন্যুজ ইত্যাদি সার্চ
করে । আপনি যদি গুগলের ফটো ব্যবহার করতে চান তাহলে আপনি গুগলের হোম পেজে ‘ইমেজ’
ক্লিক করবেন । এরপর আপনি কি ফটো দেখতে চান সেই সম্বন্ধে কিছু টাইপ করুন । এরপর
সার্চ ক্লিক এ করুন । গুগল আপনাকে আপনার দ্বারা সার্চ করা ইমেজ বা তার সাথে
সম্পর্কযুক্ত ইমেজ দেখাবে । আপনি আপনার পছন্দমত ফটোটিতে ক্লিক করুন । আপনি চাইলে
ফটোটি আপনার মোবাইল বা কম্প্যুটারে সেভ করে রাখতে পারেন ।
Youtube এর
সাহায্যে আপনি আপনার পছন্দের তথ্য সম্পর্কিত ভিডিও সার্চ করতে পারেন । Youtube এখন খুব একটি জনপ্রিয় মাধ্যম ।
যেখানে আপনি আপনার পছন্দের তথ্য পাবেন ও আপনি নিজের ভিডিও বানিয়ে ছাড়তে পারেন ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও
প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে
দয়া করে শেয়ার করুন । ইন্টারনেট বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইন্টারনেট লেখাটির উপর
ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷