ফুটবল ও অন্যান্য খেলার বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?
১) আধুনিক ফুটবল খেলার জন্ম কোথায় হয় ?
উঃ ইংল্যান্ডে ।
২) বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা কোনটি ?
উঃ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ।
৩) বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা প্রথম কবে শুরু হয় ?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে, উরুগুয়ে ।
৪) প্রথম কবে ১১ জন নিয়ে দল গঠন শুরু হয় ?
উঃ ১৮৭০ খ্রিস্টাব্দে ।
৫) বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কত বছর
অন্তর অনুষ্ঠিত হয় ?
উঃ চার বছর অন্তর ।
৬) বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কাদের জন্য শুরু হয় ?
উঃ দুই ফরাসি, জুলে রিমে ও হেনরি দেলনে ।
৭) ফুটবল খেলা কত সময় ধরে হয় ?
উঃ ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট । ১০ মিনিট হাফ টাইম ।
৮) বিশ্বকাপ ফুটবলে পেনাল্টি স্যুট-আউট কবে থেকে চালু হয় ?
উঃ ১৯৮২ খ্রিস্টাব্দে ।
৯) ভারতের ফুটবলের জনক কাকে বলে ?
উঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ।
উঃ ১৮৭৭ খ্রিস্টাব্দে ।
১১) ফিফা (FIFA )কি ?
উঃ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ।
১২) এই. এফ এ (IFA) পুরো নাম কি ?
উঃ ইণ্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ।
১৩) বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় সবথেকে
বেশি গোল দাতাকে কি পুরস্কার দেওয়া হয় ?
উঃ সোনার বুট পুরস্কার দেওয়া হয় ।
১৪) ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উঃ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০-১১০ মিটার দৈর্ঘ্য ও প্রস্থ ৬৪-৭৫ মিটার ।
১৫) মাটি থেকে গোল পোস্টের উচ্চতা কত ?
উঃ ৮ ফুট ।
১৬) পৃথিবীর সবথেকে বড়ো ক্রীড়া প্রতিযোগিতার নাম কি ?
উঃ অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা ।
১৭) প্রথম কোন দেশে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় ?
উঃ গ্রিস দেশে প্রথম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় ।
১৮) অলিম্পিকের প্রতীক কি ?
উঃ নীল, হলুদ, কালো, সবুজ, লাল – এই পাঁচ রঙের তৈরি
বলয় ।
১৯) অলিম্পিকের মেয়েরা কবে প্রথম অংশ গ্রহণ করেন ?
উঃ ১৯০০ খ্রিস্টাব্দে, প্যারিস অলিম্পিকে ।
২০) অলিম্পিক হকিতে ভারত কোন দেশকে হারিয়ে প্রথম সোনা পায় ।
২১) কোন অলিম্পিকে ভারতীয় ফুটবল দল সেমি ফাইনালে ওঠেছিল ?
উঃ ১৯৫৬ সালে, মেলবোর্ন অলিম্পিক ।
২২) হকির যাদুকর কাকে বলে ?
উঃ ভারতের ধ্যানচাঁদ কে ।
২৩) ভারত প্রথম কবে অলিম্পিক হকিতে সোনা পায় ?
উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে ।
২৪) বেসবল কোন দেশের জাতীয় খেলা ?
উঃ আমেরিকার ।
২৫) কোন মহিলা ক্রীড়াবিদকে ‘পায়োলি
এক্সপ্রেস’ বলা হয় ?
উঃ ভারতের পি. টি ঊষাকে ।
২৬) কোন খেলার পিচকে ‘ডায়মন্ড’ বলে ?
উঃ বেসবল ।
২৭) দাবা খেলার বোর্ডে মোট কতগুলি বর্গক্ষেত্রকার ঘর থাকে ?
উঃ ৬৪ টি ।
২৮) একটি অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় এ পর্যন্ত ব্যক্তিগত ভাবে সর্বাধিক
স্বর্ণপদক কে পান ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস, ২০০৮
বেজিং অলিম্পিকে ১০ টি স্বর্ণপদক পান ।
২৯) প্রকৃত কমনওয়েলথ গেমস কবে শুরু হয় ?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে প্রকৃত কমনওয়েলথ গেমস শুরু হয় ।
৩০) ভারতে হকির শ্রেষ্ঠ প্রতিযোগিতামূলক খেলা কোনটি ?
৩১) প্রথম এশিয়ান গেমস কবে, কথায় অনুষ্ঠিত
হয় ?
উঃ ১৯৫১ সালে দিল্লীতে ।
৩২) ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা ?
উঃ স্পেন দেশের জাতীয় খেলা ।
৩৩) টেবল টেনিস কোন দেশের জাতীয় খেলা ?
উঃ চীন দেশের জাতীয় খেলা ।
৩৪) ভারতের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় কে ?
উঃ প্রকাশ পাডুকন ।
৩৫) গ্র্যান্ডস্লাম বিজয়ী প্রথম ভারতীয়
টেনিস খেলোয়াড় কে ?
উঃ মহেশ ভূপতি ।
৩৬) উড়ন্ত শিখ কাকে বলা হয় ?
উঃ ভারতের মিলখা সিং কে ।
৩৭) বিশ্বের দ্রুততম মানুষ কে ?
উঃ জামাইকার উসেন বল্ট ।
৩৮) ডেভিস কাপ প্রতিযোগিতা
কোন খেলায় হয় ?
উঃ টেনিস খেলায় ।
৩৯) সবথেকে বেশিবার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা বিজয়ী কোন দেশ ?
উঃ ব্রাজিল, মোট ৫ বার ।
৪০) ভারতের সেরা দাবা খেলোয়াড় কে ?
৪১) ২০০৮ অলিম্পিকে কোন ভারতীয় খেলোয়াড় স্বর্ণ পদক পান ?
উঃ অভিনব বিন্দ্রা ।
৪২) ভারতীয় টেনিসের ম্যাজিক গার্ল কাকে বলে
?
উঃ সানিয়া মির্জাকে ।
৪৩) এশিয়ার সবথেকে বড় স্টেডিয়ামের নাম কি ?
উঃ কলকাতার যুবভারতি স্টেডিয়াম ।
৪৪) দাবা খেলার জন্ম কোথায় হয় ?
উঃ ভারতে হয় ।
৪৫) উইম্ববলডন প্রতিযোগিতা
কি ?
উঃ লন টেনিস খেলার বিশেষ সন্মান জনক প্রতিযোগিতা ।
৪৬) ভারতের বর্তমানে সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় কে ?
উঃ সাইনা নেহওয়াল ।
৪৭) কলকাতা ফুটবল লিগ কবে শুরু হয় ?
উঃ ১৮৯৮ সালে ।
৪৮) প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার হন ?
উঃ মিহির সেন ।
৪৯) ‘মাদার অফ অল গেমস’ কাকে
বলে ?
উঃ জিমন্যাস্টিকস ।
৫০) পরবর্তী বিশ্বকাপ ফুটবল খেলা কবে হবে ?
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও
প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে
দয়া করে শেয়ার করুন । খেলা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে খেলা লেখাটির উপর ক্লিক করুন
। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
ক্রিকেট খেলার বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?
অলিম্পিক প্রতিযোগিতার ইতিহাস ও বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
আমাদের আরও পোস্ট পড়ুন -
ক্রিকেট খেলার বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?
অলিম্পিক প্রতিযোগিতার ইতিহাস ও বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
খুব ভালো
উত্তরমুছুন৪৯টা নতুন জানলাম, ভালো লাগলো ।
উত্তরমুছুন