বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

ক্রিকেট খেলার বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?


১) আধুনিক ক্রিকেট খেলা আবিষ্কার কোন দেশে হয় ?
উঃ - ইংল্যান্ডে ।
২) ক্রিকেট খেলার জনক কাকে বলে  ?
উঃ ডব্লিউ. গি. গ্রেস ।
৩) পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়ের নাম কি ?
উঃ অস্ট্রেলিয়ার স্যর ডন ব্রাডমান ।
৪) ক্রিকেট খেলার পিচের আয়তন কত ?
উঃ ৬৬ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ।
৫) কোন ভারতীয় টেস্টে  প্রথম সেঞ্চুরি করেন ?
উঃ লালা অমরনাথ ।
 ৬) প্রথম টেস্ট ক্রিকেট কোন কোন দলের মধ্যে হয় ?
উঃ ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।


৭) ক্রিকেট খেলাতে ৬ বলে কবে থেকে ওভার শুরু হয় ?
উঃ ১৯০০ সাল থেকে ।
৮) প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ কোন কোন দলের মধ্যে হয় ?
উঃ ১৯৭১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।
৯) স্কোর বোর্ড ব্যবহার প্রথম কবে শুরু হয় ?
উঃ ১৯৬৪ সালেলর্ডসে ।
১০) ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে শুরু হয় ?
উঃ ১৯৭৫ খ্রিস্টাব্দে ।
১১) প্রথম বিশ্বকাপ কোন দেশ বিজয়ী হয় ?
উঃ ওয়েস্ট ইন্ডিজ ।
১২) ভারত প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ কবে খেলেছিল ?
উঃ ১৯৭৪ সালেবিপক্ষ ইংল্যান্ড ।
১৩) টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়ক কে ছিলেন ?
উঃ সিকে নাইডু ।
১৪) রেডিওতে প্রথম কবে ধারা বিবরণী প্রচার হয় ?
উঃ ১৯৩০ সালেনটিংহাম ।
১৫) কম টেস্ট খেলে ১০ হাজার রান কে করেন ?
উঃ ব্রায়ান লারা ।
১৬) ভারত কবে বিশ্বকাপ ক্রিকেট জয় করে ?
উঃ ১৯৮৩ সালে২০১১ সালে ।
১৭) কোন খেলোয়াড় প্রথম ভারত রত্ন পুরস্কার পান ?
উঃ শচীন রমেশ টেণ্ডুলকার ।
১৮) টেস্টে সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছেন ?
উঃ মুথাইয়া মুরলিধরন ।
১৯) ১৯৮৩-র বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছিল ?
উঃ মাহিন্দর অমরনাথ ।
২০)  অ্যাসেজ প্রতিযোগিতা কোন কোন দেশের মধ্যে হয় ?
উঃ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।
২১) টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি কে করেন ?
উঃ শচীন টেণ্ডুলকার ।
২২) ভারত প্রথম কবে টেস্ট ম্যাচ খেলে ?
উঃ ১৯৩২ সালেইংল্যান্ড ।
২৩) ভারতীয় কোন বোলার টেস্টে বেশি উইকেট পেয়েছেন ?
উঃ অনিল কুম্বলে ।
২৪) টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট জুটিতে সব থেকে বেশি রান কত ?
উঃ ৪১৫মাকেঞ্জি ও স্মিথদঃ আফ্রিকা ।
২৫) ২০১১ বিশ্বকাপ ক্রিকেট কোথায় হয়েছিল ?
উঃ ভারতবাংলাদেশশ্রীলঙ্কায় ।
২৬) ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট কোথায় হয়েছিল ?
উঃ অস্ট্রেলিয়া ও নিওজিলান্ডে ।
২৭) ইনসার্ট কথার অর্থ কি ?
উঃ টসে জিতে বিপক্ষ দলকে ব্যাট করতে দেওয়াকে ।
২৮) ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলে ?
উঃ রঞ্জিত সিংজিকে ।
২৯) I .C. C এর পুরো নাম কি ?
উঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ।
৩০) ক্রিকেট বল কি দিয়ে তৈরি হয় ?
উঃ কর্কচামড়াটোন সুতো দিয়ে ।
৩১) বাংলার ক্রিকেটের জনক কাকে বলে ?
উঃ সারদা রঞ্জন রায়কে ।
৩২) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কবে গঠিত হয় ?
উঃ ১৯২৮ সালে ।
৩৩) গুগলি বলের অপর নাম কি ?
উঃ বসিরং ওয়ান ।
৩৪) কত বছর পর্যন্ত আই.সি.সি আম্পায়াররা আম্পায়ারিং করতে পারে ?
উঃ ৬০ বছর পর্যন্ত ।
৩৫) ভারতের একদিনের ম্যাচে প্রথম অধিনায়ক কে ?
উঃ অজিত ওয়াডেকার ।
৩৬) কোন ক্রিকেটার তাঁর প্রথম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন ?
উঃ ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো ।
৩৭) কনিষ্ঠতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে ?
উঃ পাকিস্তানের হাসান রাজা১৪ বছর ২২৭ দিন ।
৩৮) প্রথম এক দিনের মাচে ম্যান অফ দি ম্যাচ কে হয়েছিলেন ?
উঃ ইংল্যান্ডের জন এডরিচ ।
৩৯) ভারতের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার নাম কি ?
উঃ রঞ্জি ট্রফি১৯৩৪ সালে শুরু হয় ।
৪০) 'নোবলে কি স্ট্যাম্প আউট হয় ?
উঃ নাহয় না ।
৪১) ২০১১ বিশ্বকাপে সবথেকে বেশি রান কে করেন ?
উঃ তিলকরত্নে দিলশান৫০০ রান ।
৪২) ওভারের কোন বল গুলি ধরা হয় না ?
উঃ নোঅয়াইড বল গুলি ।
৪৩) ক্রিকেট বলের পরিধি কত হয় ?
উঃ ২২.৪ সেমি থেকে ২২.৯ সেমি পর্যন্ত ।
৪৪) এক ব্যাটসম্যান আউট হলে আরেক জনকে কত সময়ের মধ্যে মাঠে নামতে হবে ?
উঃ ৩ মিনিটের মধ্যে ।
৪৫) চায়না ম্যান বল কাকে বলে ?
উঃ বাঁ হাতি স্পিনারদের লেগব্রেক বলকে চায়না ম্যান বল বলে ।
৪৬) লেগ আম্পারের অপর নাম কি ?
উঃ স্ট্রাইকার আম্পায়ার ।
৪৭) ভারতের কয়েকটি ক্রিকেট মাঠের নাম কি ?
উঃ ইডেন গার্ডেনসগ্রিন পার্কওয়াংখেড়েফিরোজ শা  কোটলা ।
৪৮) কোন ক্রিকেটার একটানা বেশি টেস্ট খেলেছেন ?
উঃ সুনীল মনোহর গাভাস্কার১০৬ টি ।
৪৯) প্রথম ফ্লাড লাইটে কোথায় এক দিনের ম্যাচ হয় ?
উঃ সিডনিতে ।
৫০) প্রথম টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি কে করেন ?
উঃ অ্যান্ডি স্যান্ডহামইংল্যান্ড ।

 আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । খেলা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে খেলা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷