অলিম্পিক প্রতিযোগিতার ইতিহাস ও বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
অলিম্পিক হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা । দুইশ বা ততাোধিক দেশের অংশগ্রহণে এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় । অলিম্পিক সংক্রান্ত একটি প্রাচীন লিপি থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে অলিম্পিকের সূচনা ঘটেছিল খৃষ্টপূর্ব ৭৭৬ সালের দিকে । আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৫ অব্দ সময়ের মধ্যে গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে দেবতা জিউসের সম্মানে প্রতি চার বছর অন্তর এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হত । ১৭৯৮ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরতা সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গঠন করেন । সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর রয়েছে ।
অলিম্পিক
গেমসের ক্রীড়া অনুষ্ঠান সংক্রান্ত সকল সিদ্ধান্ত আইওসি গ্রহণ
করে । এই প্রাচীন জাতীয় ক্রীড়ার অনুসরণে ১৮৬৬ খ্রিস্টাব্দে ২৫ মার্চ ‘পিয়ের দ্য কুয়ের’ এর উদ্যোগে এথেন্সে এক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়
১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক
স্টেডিয়ামে । এই খেলায় ৪৩ টি প্রতিযোগিতায় ১৪ টি দেশের প্রায় ২৪১ জন ক্রীড়াবিদ
অংশ গ্রহণ করেছিলেন । এর পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি চার বছর অন্তর এই খেলা অনুষ্ঠিত হয় । বর্তমানে এই ক্রীড়ানুষ্ঠান অলিম্পিক ক্রীড়া নামে পৃথিবী খ্যাত । অলিম্পিকে
৩৩ টি ক্রীড়ার ৪০০ টি বিভাগে প্রায় ১৩,০০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করে থাকেন । প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়
স্থানাধিকারী ক্রীড়াবিদদের যথাক্রমে সোনা, রুপা এবং ব্রোঞ্জের
পদক দেওয়া হয় ।
১৪ থেকে ১৮
বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য ২০১০ সালে মূল অলিম্পিক গেমসের সাথে যুব অলিম্পিক
গেমসের সংযোজন করা হয় । অলিম্পিক গেমস চলাকালীন সময়ে ক্রীড়াবিদ ও আধিকারিকদের
যে স্থানে থাকতে দেওয়া হয় তাকে অলিম্পিক ভিলেজ বলা হয় । ২০০৪ সালের
অক্টোবর-নভেম্বর মাসে আইওসি একটি অলিম্পিক অনুষ্ঠানসূচী কমিশন গঠন করে । প্রথম
বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রতিযোগিতা বন্ধ ছিল ।
অলিম্পিকের নীল, কালো, লাল, হলুদ ও সবুজ এই পাঁচ
রঙের পাঁচটি বলয় হল পাঁচ মহাদেশের প্রতীক । নীল – ইউরোপ, কালো – আফ্রিকা, হলুদ –
এশিয়া, লাল – আমেরিকা ও সবুজ ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক । ফ্রান্সের ব্যারন পিয়ের
দ্য কুবারতিন ১৯১৭ খ্রিস্টাব্দে এই পাঁচটি বলয় আঁকা পতাকা তৈরি করেন । ১৯২০ খ্রিস্টাব্দের
বেলজিয়ামের অ্যান্টওয়ার্প অলিম্পিকে এই পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল । ভারত
প্রথম অলিম্পিকে যোগদান করে ১৯২৮ খ্রিস্টাব্দে ।
কবে কোথায় অলিম্পিক ক্রীড়া
হয়েছিল –
খ্রিস্টাব্দ -- স্থান
-- দেশ.
১৮৯৬ -- এথেন্স --
গ্রিস.
১৯০০ -- প্যারিস --
ফ্রান্স.
১৯০৪ – সেন্ট লুই –
ফ্রান্স.
১৯০৮ – লন্ডন –
ইংল্যান্ড.
১৯১২ – স্টকহোম –
সুইডেন.
১৯১৬ – খেলা হয়নি ।
১৯২০ –
অ্যান্টওয়ার্প – বেলজিয়াম.
১৯২৪ – প্যারিস –
ফ্রান্স.
১৯২৮ – আমস্টারডাম –
নেদারল্যান্ড.
১৯৩২ – লস এঞ্জেলেস –
আমেরিকা.
১৯৩৬ – বার্লিন –
জার্মানি.
১৯৪০ -- খেলা হয়নি ।
১৯৪৪ -- খেলা হয়নি ।
১৯৪৮ – লন্ডন –
ইংল্যান্ড.
১৯৫২ – হেলসিংকি –
ফিনল্যান্ড.
১৯৫৬ – মেলবোর্ন –
অস্ট্রেলিয়া.
১৯৬৪ – টোকিও –
জাপান.
১৯৬৮ – মেক্সিকো
সিটি – মেক্সিকো.
১৯৭২ – মিউনিখ –
পশ্চিম জার্মানি.
১৯৭৬ – মন্ট্রিল – কানাডা.
১৯৮০ – মস্কো –
রাশিয়া.
১৯৮৪ -- লস এঞ্জেলেস
– আমেরিকা.
১৯৮৮ – সিউল –
দক্ষিণ কোরিয়া.
১৯৯২ – বার্সেলোনা –
স্পেন.
১৯৯৬ – আটলান্টা –
আমেরিকা.
২০০০ -- সিডনি --
অস্ট্রেলিয়া.
২০০৪ -- এথেন্স --
গ্রিস.
২০০৮ – বেজিং – চিন.
২০১২ – লন্ডন –
ইংল্যান্ড.
২০১৬ – রিও ডি জেনিরো – ব্রাজিল.
২০২০ - টোকিও –
জাপান,(অনুষ্ঠিত হবে).
১৯১৬ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ, ১৯৪০ ও ১৯৪৪ খ্রিস্টাব্দে দ্বিতীয়
বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক খেলা বন্ধ থাকে ।
বিভিন্ন প্রশ্ন ও
উত্তর গুলি কি কি –
১) ভারতীয় হকি দল প্রথম কবে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে – ১৯২৮ সালে
।
২) ভারতীয় হকি দল প্রথম কবে অলিম্পিক প্রতিযোগিতায় সোনা পায় - ১৯২৮ সালে ।
৩) ভারতীয় হকি দল প্রথম অলিম্পিক প্রতিযোগিতায় কোন দেশের সাথে খেলেছিল –
অস্ট্রিয়ার সাথে ।
৪) সেই খেলার ফলাফল কি হয়েছিল – ভারত ৬-০ ব্যবধানে জিতেছিল ।
৫) অলিম্পিক প্রতিযোগিতায় ভারত কোন দেশকে হারিয়ে সোনা পায় – ইংল্যান্ড, ৩-০
গোল ।
৬) ভারত আজ পর্যন্ত অলিম্পিক হকিতে কতবার সোনা পেয়েছে – ৮ বার ।
৭) ভারতের কোন খেলোয়াড় ৩ বার অলিম্পিকে প্রতিনিধিত্ব করেন – লেসলি ক্লডিয়াস ।
৮) অলিম্পিক প্রতিযোগিতায় হকিতে ভারতের সর্বোচ্চ গোল কত – ২৪/১, ১৯৩২,
আমেরিকার বিপক্ষে ।
৯) অলিম্পিক প্রতিযোগিতায় হকিতে ভারত ও পাকিস্তানের প্রথম খেলার ফলাফল কি
হয়েছিল – ভারত ১-০ গোলে জিতেছিল ।
১০) একটি অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় এ পর্যন্ত ব্যক্তিগত সর্বাধিক
স্বর্ণপদক কে পেয়েছেন – আমেরিকার মাইকেল ফেলপস, ২০০৮ বেজিং অলিম্পিকে ১০ টি
স্বর্ণপদক পেয়েছেন ।
১১) অলিম্পিকে কবে মেয়েরা প্রথম অংশ গ্রহণ করেন – ১৯০০ খ্রিস্টাব্দে, প্যারিস
অলিম্পিকে ।
১৩) বাবা ও ছেলে দুটি আলাদা ইভেন্টে অলিম্পিকে স্বর্ণপদক পান, তাঁরা কে কে –
হাঙ্গেরির ইমবে লেমেথ ও ছেলে মিকলান লেমেথ ।
১৪) অলিম্পিকে প্রথম বক্সিং কবে অন্তর্ভুক্ত হয় – ১৮৯৬ সালে ।
১৫) কোথায়, কবে উইন্টার অলিম্পিক শুরু হয় – ফ্রান্সে, ১৯২৪ ।
১৬) আধুনিক অলিম্পিকে মশাল হাতে দৌড় কবে থেকে শুরু হয় – ১৯৩৬ খ্রিস্টাব্দে ।
১৭) নোবেল পুরস্কার জয়ী কে অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় পদক পান – স্যর ফিলিপ
নোয়েল ।
১৮) অলিম্পিকে মহিলা বিভাগে বাস্কেট বল কবে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে ।
১৯) স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদক বিজয়ী কে ছিলেন – ধাসাবা দাদাসাহেব
যাদব, ১৯৫২ সালে হেলসিংকি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক ।
২০) লন্ডন অলিম্পিক ২০১২ খ্রিস্টাব্দে কোন খেলা প্রথম চালু হয় – মেয়েদের
বক্সিং ।
২১) ১৯৪৮ খ্রিস্টাব্দে অলিম্পিকে শিল্পকলা প্রতিযোগিতায় কোন ভারতীয়, ভাস্কর্য
বিভাগে ব্রোঞ্জ পদক পান – চিন্তামণি কর ।
২২) ভারত শেষবার কবে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল – ১৯৮০ খ্রিস্টাব্দে ।
২৩) প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক পেয়েছেন
কে – সুশীল কুমার ।
২৪) প্রথম কবে অলিম্পিক খেলা টেলিভিশনে সরাসরি প্রচারিত হয় - ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকই সর্বপ্রথম টেলিভিশনে সরাসরি
প্রচারিত হয়েছিল ।
২৫) অলিম্পিকে
প্রথমবারের জন্য অলিম্পিক ম্যাসকটের ব্যবহার কবে করা হয় -১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে প্রথমবারের জন্য অলিম্পিক ম্যাসকটের
ব্যবহার করা হয় ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে
নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার
করুন । খেলা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে খেলা লেখাটির উপর ক্লিক করুন ।
পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আমাদের খেলা বিষয়ে আরও পোস্ট পড়ুন -
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷