মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

অলিম্পিক প্রতিযোগিতার ইতিহাস ও বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.


 অলিম্পিক হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা । দুইশ বা ততাোধিক দেশের অংশগ্রহণে এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় । অলিম্পিক সংক্রান্ত একটি প্রাচীন লিপি থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে অলিম্পিকের সূচনা ঘটেছিল খৃষ্টপূর্ব ৭৭৬ সালের দিকে । আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৫ অব্দ সময়ের মধ্যে গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে দেবতা জিউসের সম্মানে প্রতি চার বছর অন্তর এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হত । ১৭৯৮ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরতা  সর্বপ্রথম  আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গঠন করেন । সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর রয়েছে ।

 অলিম্পিক গেমসের ক্রীড়া অনুষ্ঠান সংক্রান্ত সকল সিদ্ধান্ত  আইওসি গ্রহণ করে । এই প্রাচীন জাতীয় ক্রীড়ার অনুসরণে ১৮৬৬ খ্রিস্টাব্দে ২৫ মার্চপিয়ের দ্য কুয়েরএর উদ্যোগে এথেন্সে এক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে । এই খেলায় ৪৩ টি প্রতিযোগিতায় ১৪ টি দেশের প্রায় ২৪১ জন ক্রীড়াবিদ অংশ গ্রহণ করেছিলেন । এর পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি চার বছর অন্তর এই খেলা অনুষ্ঠিত হয় বর্তমানে এই ক্রীড়ানুষ্ঠান অলিম্পিক ক্রীড়া নামে পৃথিবী খ্যাত অলিম্পিকে ৩৩ টি ক্রীড়ার ৪০০ টি বিভাগে প্রায় ১৩,০০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করে থাকেন । প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ক্রীড়াবিদদের যথাক্রমে  সোনা, রুপা এবং ব্রোঞ্জের পদক  দেওয়া হয় ।
 ১৪ থেকে ১৮ বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য ২০১০ সালে মূল অলিম্পিক গেমসের সাথে যুব অলিম্পিক গেমসের সংযোজন করা হয় । অলিম্পিক গেমস চলাকালীন সময়ে ক্রীড়াবিদ ও আধিকারিকদের যে স্থানে থাকতে দেওয়া হয় তাকে অলিম্পিক ভিলেজ বলা হয় । ২০০৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে আইওসি একটি অলিম্পিক অনুষ্ঠানসূচী কমিশন গঠন করে । প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রতিযোগিতা বন্ধ ছিল ।
অলিম্পিকের নীল, কালো, লাল, হলুদ ও সবুজ এই পাঁচ রঙের পাঁচটি বলয় হল পাঁচ মহাদেশের প্রতীক । নীল – ইউরোপ, কালো – আফ্রিকা, হলুদ – এশিয়া, লাল – আমেরিকা ও সবুজ ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক । ফ্রান্সের ব্যারন পিয়ের দ্য কুবারতিন ১৯১৭ খ্রিস্টাব্দে এই পাঁচটি বলয় আঁকা পতাকা তৈরি করেন । ১৯২০ খ্রিস্টাব্দের বেলজিয়ামের অ্যান্টওয়ার্প অলিম্পিকে এই পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল । ভারত প্রথম অলিম্পিকে যোগদান করে ১৯২৮ খ্রিস্টাব্দে ।
কবে কোথায় অলিম্পিক ক্রীড়া হয়েছিল –
খ্রিস্টাব্দ -- স্থান -- দেশ.
১৮৯৬ -- এথেন্স -- গ্রিস.
১৯০০ -- প্যারিস -- ফ্রান্স.
১৯০৪ – সেন্ট লুই – ফ্রান্স.
১৯০৮ – লন্ডন – ইংল্যান্ড.
১৯১২ – স্টকহোম – সুইডেন.
১৯১৬ – খেলা হয়নি ।
১৯২০ – অ্যান্টওয়ার্প – বেলজিয়াম.
১৯২৪ – প্যারিস – ফ্রান্স.
১৯২৮ – আমস্টারডাম – নেদারল্যান্ড.
১৯৩২ – লস এঞ্জেলেস – আমেরিকা.
১৯৩৬ – বার্লিন – জার্মানি.
১৯৪০ -- খেলা হয়নি ।
১৯৪৪ -- খেলা হয়নি ।
১৯৪৮ – লন্ডন – ইংল্যান্ড.
১৯৫২ – হেলসিংকি – ফিনল্যান্ড.
১৯৫৬ – মেলবোর্ন – অস্ট্রেলিয়া.
১৯৬০ – রোম – ইতালি.
১৯৬৪ – টোকিও – জাপান.
১৯৬৮ – মেক্সিকো সিটি – মেক্সিকো.
১৯৭২ – মিউনিখ – পশ্চিম জার্মানি.
১৯৭৬ – মন্ট্রিল – কানাডা.
১৯৮০ – মস্কো – রাশিয়া.
১৯৮৪ -- লস এঞ্জেলেস – আমেরিকা.
১৯৮৮ – সিউল – দক্ষিণ কোরিয়া.
১৯৯২ – বার্সেলোনা – স্পেন.
১৯৯৬ – আটলান্টা – আমেরিকা.
২০০০ -- সিডনি -- অস্ট্রেলিয়া.
২০০৪ -- এথেন্স -- গ্রিস.
২০০৮ – বেজিং – চিন.
২০১২ – লন্ডন – ইংল্যান্ড.
২০১৬ – রিও ডি জেনিরো – ব্রাজিল.
২০২০ - টোকিও – জাপান,(অনুষ্ঠিত হবে).
১৯১৬ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ, ১৯৪০ ও ১৯৪৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক খেলা বন্ধ থাকে ।
বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি –
১) ভারতীয় হকি দল প্রথম কবে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে – ১৯২৮ সালে ।
২) ভারতীয় হকি দল প্রথম কবে অলিম্পিক প্রতিযোগিতায় সোনা পায় - ১৯২৮ সালে ।
৩) ভারতীয় হকি দল প্রথম অলিম্পিক প্রতিযোগিতায় কোন দেশের সাথে খেলেছিল – অস্ট্রিয়ার সাথে ।
৪) সেই খেলার ফলাফল কি হয়েছিল – ভারত ৬-০ ব্যবধানে জিতেছিল ।
৫) অলিম্পিক প্রতিযোগিতায় ভারত কোন দেশকে হারিয়ে সোনা পায় – ইংল্যান্ড, ৩-০ গোল ।
৬) ভারত আজ পর্যন্ত অলিম্পিক হকিতে কতবার সোনা পেয়েছে – ৮ বার ।
৭) ভারতের কোন খেলোয়াড় ৩ বার অলিম্পিকে প্রতিনিধিত্ব করেন – লেসলি ক্লডিয়াস ।
৮) অলিম্পিক প্রতিযোগিতায় হকিতে ভারতের সর্বোচ্চ গোল কত – ২৪/১, ১৯৩২, আমেরিকার বিপক্ষে ।
৯) অলিম্পিক প্রতিযোগিতায় হকিতে ভারত ও পাকিস্তানের প্রথম খেলার ফলাফল কি হয়েছিল – ভারত ১-০ গোলে জিতেছিল ।
১০) একটি অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় এ পর্যন্ত ব্যক্তিগত সর্বাধিক স্বর্ণপদক কে পেয়েছেন – আমেরিকার মাইকেল ফেলপস, ২০০৮ বেজিং অলিম্পিকে ১০ টি স্বর্ণপদক পেয়েছেন ।
১১) অলিম্পিকে কবে মেয়েরা প্রথম অংশ গ্রহণ করেন – ১৯০০ খ্রিস্টাব্দে, প্যারিস অলিম্পিকে ।
১২) কোন ভারতীয় মহিলা অলিম্পিকে প্রথম পদক পান – কর্নম মালেশ্বরী, ভারোত্তোলন
১৩) বাবা ও ছেলে দুটি আলাদা ইভেন্টে অলিম্পিকে স্বর্ণপদক পান, তাঁরা কে কে – হাঙ্গেরির ইমবে লেমেথ ও ছেলে মিকলান লেমেথ ।
১৪) অলিম্পিকে প্রথম বক্সিং কবে অন্তর্ভুক্ত হয় – ১৮৯৬ সালে ।
১৫) কোথায়, কবে উইন্টার অলিম্পিক শুরু হয় – ফ্রান্সে, ১৯২৪ ।
১৬) আধুনিক অলিম্পিকে মশাল হাতে দৌড় কবে থেকে শুরু হয় – ১৯৩৬ খ্রিস্টাব্দে ।
১৭) নোবেল পুরস্কার জয়ী কে অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় পদক পান – স্যর ফিলিপ নোয়েল ।
১৮) অলিম্পিকে মহিলা বিভাগে বাস্কেট বল কবে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে ।
১৯) স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদক বিজয়ী কে ছিলেন – ধাসাবা দাদাসাহেব যাদব, ১৯৫২ সালে হেলসিংকি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক ।
২০) লন্ডন অলিম্পিক ২০১২ খ্রিস্টাব্দে কোন খেলা প্রথম চালু হয় – মেয়েদের বক্সিং ।
২১) ১৯৪৮ খ্রিস্টাব্দে অলিম্পিকে শিল্পকলা প্রতিযোগিতায় কোন ভারতীয়, ভাস্কর্য বিভাগে ব্রোঞ্জ পদক পান – চিন্তামণি কর ।
২২) ভারত শেষবার কবে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল – ১৯৮০ খ্রিস্টাব্দে ।
২৩) প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক পেয়েছেন কে – সুশীল কুমার ।
২৪) প্রথম কবে অলিম্পিক খেলা টেলিভিশনে সরাসরি প্রচারিত হয় - ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকই সর্বপ্রথম টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়েছিল ।
২৫) অলিম্পিকে প্রথমবারের জন্য অলিম্পিক ম্যাসকটের ব্যবহার কবে করা হয় -১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে প্রথমবারের জন্য অলিম্পিক ম্যাসকটের ব্যবহার করা হয় ।

 আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । খেলা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে খেলা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 
আমাদের খেলা বিষয়ে আরও পোস্ট পড়ুন -
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷