মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

স্তনের আকার ঠিক রাখার বিভিন্ন উপায় কি কি ?.


 নারীর প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে স্তনের দ্বারা সুন্দর, সুডৌল, দৃঢ় স্তনের অধিকারিণী হতে কোন নারী না চায় সুন্দর, সুদৃঢ়, সুডৌল স্তন যে কোনও নারীর কাছেই কাম্য ৷ সৌন্দর্যের বিকাশে নারীর বক্ষের মূল্য অপরিসীম নারীর সৌন্দর্যের গভীর রহস্যের ঠিকানা তাঁর স্তন যুগল ৷ বয়স, ওজন, অসুখ, যত্নের অভাব, বাজে লাইফ স্টাইল ইত্যাদি নানান কারণেই স্তনের আকৃতি ও সৌন্দর্য নষ্ট হয়ে যায় সঠিক মাপের ব্রা না পরা, অতিরিক্ত ওজন এসব নানা কারণ, এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে স্তনের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে এবং আরও আনুষঙ্গিক কিছু কারণে স্তন ঝুলে পড়তে পারে ৷


 অধিকাংশ মেয়েরা স্তনের যত্ন করার জন্য বাজারের সস্তা মেডিসিন ব্যবহার করছেন যা, স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর বয়স কম থাকতে থাকতেই স্তনের আকৃতি ঠিক রাখার চেষ্টা করুন স্তন সুগঠিত করে আপনাকে সেক্সি করে তোলার বিভিন্ন উপায় নিয়ে এখন আমরা হাজির হয়েছি বেশ কিছু নিয়ম মেনে চললে আপনার স্তন হবে সুন্দর ও সেক্সি

 ১) স্তন ঝুলে পড়ার একটা অন্যতম কারণ হল বয়স ৷ পিরিয়ড চলাকালীন ব্রেস্ট ঝুলে যেতে পারে সেই পরিবর্তন চোখে পড়লে চিন্তা করবেন না স্তনের পরিচর্যা ঠিকমত না করলে স্তন শিথিল হয়ে ঝুলে পড়তে পারে সাধারণ ভাবে সাধারণত সাধারণত ১২ থেকে ১৬ বছর বয়সের মেয়েদের  স্তনের বৃদ্ধি ঘটে বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে এবং তাছাড়াও আরও আনুষঙ্গিক কিছু কারণে স্তন ঝুলে পড়তে পারে ৷ বয়স হলে আমাদের ত্বকের চামড়া কুঁচকে যায়, ত্বকের টানটান ভাব চলে যায় ৷ ফলে স্বাভাবিক ভাবেই স্তন ঝুলে  পড়ে কফি পান করলে স্তনের আকারে পরিবর্তন ঘটবে ৷ কারণ কফিতে থাকে ক্যাফেইন ৷ এই ক্যাফেইন শরীরে নির্দিষ্ট একটি পর্যায়ে পুষ্টি শোষণে বাধা দেয় ৷ জমে থাকা চর্বিকে স্তনে জমতে বাধা দেয় । ফলে স্তনের আকার ঠিক থাকেগ্রিন টি-তে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ৷ যা আসলে আপনার বিপাকীয় শক্তি কে বৃদ্ধি করে আপনার শরীর থেকে শক্ত চর্বি গুলোকে গলিয়ে দিয়ে আপনার স্তনের আকার কমাতে সাহায্য করে ওজন কমানো ভালো, ওজন কমে যাওয়ার প্রভাব সবার আগে পড়ে আপনার স্তনের উপর স্তন তৈরি মূলত ফ্যাট সেল দিয়ে, তাই ওজন কমলে প্রথমেই স্তনে এর প্রভাব দেখা যায়
২) স্তন সুন্দর রাখতে মহিলাদের চেষ্টার অন্ত নেই শরীরে মেদ জমলে ব্রেস্ট বড় হয় শরীর থেকে মেদ ঝরে গেলে ব্রেস্টও আকারে ছোটো হয়ে যায় স্তনের আকার যদি খুব বড় হয়, তাহলে কোনও পোশাক পরেই তা মানানসই লাগবে না হরেক রকমের পোশাক পরেও সৌন্দর্যময়ী নারী রূপে নিজেকে তুলে ধরতে পারে না সঠিক ব্রা ব্যবহার না করা এর মধ্যে অন্যতম কারণ ৷ খুব টাইট নয়, আবার খুব ঢিলেও নয় এমন ব্রা পরুন দীর্ঘদিন ধরে ঠিক সাইজের ব্রা না পরলে, ফিটিংস আলগা হলে বা কাপ সাইজ ঠিকঠাক না হলে স্যাগিং হয় স্তনের গঠন ঠিক রাখতে সঠিক মাপের ব্রায়ের ব্যবহার আবশ্যিক ৷ প্রয়োজনে পুশ-আপ ব্রা ব্যবহার করুন ৷ খুব ঢিলে ঢালা ব্রা পরা উচিত নয় ৷ সঠিক মাপের ব্রা পরা খুবই জরুরি ৷ যারা প্রতিনিয়ত অন্তর্বাস পড়ে থাকেন তাঁদের তুলনায় যেসব নারীরা খুব বেশি অন্তর্বাস পরিধান করেন নি, তাঁদের স্তনের আকৃতি অনেক বয়স পর্যন্তও সুন্দর থাকে বাড়িতে ব্রা ছাড়াই থাকার চেষ্টা করুন অবশ্যই মনে রাখবেন রাতের সময় ব্রা পরিধান করা থেকে বিরত থাকবেন রাতে স্তন থেকে ব্রা খুলে ঘুমান যে সব মহিলারা দীর্ঘ কয়েক বছর ব্রা না পরে থেকেছেন, তাঁদের স্তনবৃন্ত উন্নত হয় তাই বলে ব্রা পরা একেবারেই ত্যাগ করবেন না

) বয়স বাড়ার সাথে সাথে শরীরকে ফিট রাখতে করুন ব্যায়াম  মেয়েদের জন্য বেশ কিছু ব্যায়াম আছে যে গুলো মেনে চললে বড় ও ঝুলে যাওয়া স্তন সুগঠিত করা সম্ভব স্তন বড় বা ছোট তা বুঝে নির্দিষ্ট ব্যায়াম করুন জগিং, লাফানো, সাইকেল চালানো, ওয়েট লিফ্টিং, পুশ আপ, সাঁতার ইত্যাদির মাধ্যমে স্তনের গঠন দৃঢ় করতে পারবেন ৷ ব্যায়াম গুলো করলে বুকে ও হাতের পেশিতে প্রচুর পরিমাণে রক্তচাপ বাড়ে ফলে স্তন সুগঠিত হয় কিছু যোগাসন রয়েছে, যা স্তনকে দৃঢ় রাখতে সাহায্য করে ৷ যেমন, সূর্য নমস্কার, প্রার্থনা ভঙ্গি, অর্ধ চন্দ্রাকৃতি ভঙ্গিতে স্তন দৃঢ় হয় ৷ ওপরের এই ব্যায়ামগুলো রোজ সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন করুন প্রতিদিন স্নানের আগে বাথরুমে মিনিট ব্যায়াম করুন যাতে স্তনের পেশিতে চাপ পড়ে
৪) শুধু হাত-পা নয়, রক্ত চলাচল বজায় রাখতে মাঝে মাঝে স্তন মাসাজ করতে পারেন ব্যায়ামগুলো ছাড়াও ম্যাসাজ হল খুব ভালো উপায় স্তনের আকার ঠিক রাখতে মালিশের মাধ্যমে স্তনের আকার কমানো সম্ভব ব্রেস্ট মালিশের মাধ্যমে স্তন সুন্দর রাখা সম্ভব মধু রূপচর্চায় প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে প্রতিদিন রাতে দুই হাতের তালুতে মধু নিয়ে ভালো করে ঘষে নিন স্তনের নিচের দিক থেকে উপরের দিকে ম্যাসেজ করুন একটানা ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত ১ সপ্তাহের মধ্যে অগঠিত স্তন সুন্দর ভাবে গঠিত হবে । যেকোনো তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন যেমন নারকেল তেল, অলিভ তেল ইত্যাদি দিয়ে ম্যাসাজ করতে পারেন আঙ্গুলের গোঁড়ায় কিছুটা উষ্ণ নারকেল তেল বা অলিভ এর তেল নিয়ে নিজের স্তনে লাগিয়ে আলতো ভাবে মালিশ করুন নারকেল তেলের প্রাকৃতিক নির্যাস ত্বক সজীব করে তোলে অলিভ অয়েলে রয়েছে ন্যাচরল অলিভের নির্যাস যা ভিতর থেকে ত্বকের কোষগুলো সতেজ করে ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ ভিটামিন-ই অয়েল এবং ১টি ডিম ফেটিয়ে একসঙ্গে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি স্তন এবং স্তনের চারপাশে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন তার পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন রাতে শোওয়ার আগে, ওপরের পদ্ধতি মেনে একটু ম্যাসাজ করে নিন এইভাবে রোজ না হলে সপ্তাহে তিন থেকে চারদিন ম্যাসাজ করুন

৫) স্তন শিথিল হওয়ার কারণ হল খাদ্য গ্রহণের পরিমাণের ঠিকমত অভাব খাদ্য তালিকায় প্রতিদিন রাখবেন ভালো পরিমাণে চর্বিহীন প্রোটিন, ভিটামিন ও, ভিটামিন ই মিনারেল সমৃদ্ধ শাকসবজি, অল্প কার্বোহাইড্রেট ইত্যাদি টমেটো, পেঁয়াজ, গাজর, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, রসুন ইত্যাদি প্রতিদিন খেতে পারেন বড় মোটা স্তন যাদের তারা চর্বি বা গরম জাতীয় খাবার থেকে দুরে থাকুন সারা শরীরের পাশাপাশি আপনার স্তন থাকবে সুস্থ রোজ অন্তত ১০০ গ্রাম প্রোটিন খেতে হবে প্রতিদিন অন্তত ৪ লিটার জল খান পর্যাপ্ত জল পান না করলে ক্রমশ বয়সের ছাপ পড়ে আপনার ত্বকে এবং ত্বকের চামড়া ঝুলে যেতে থাকে সময়ের অনেক আগেই শুধু স্তনের নয়, আপনার মুখেও বয়সের ছাপ প্রতিরোধ করতে জল পান অত্যন্ত জরুরী ধূমপান মানবদেহের জন্য একটি অভিশাপের নাম এবং নারীদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ পুরুষের চাইতে অনেকটাই বেশী ধূমপায়ী নারীদের স্তনের আকৃতি ও সৌন্দর্য দ্রুত নষ্ট হয়ে যায়

 আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । স্বাস্থ্য বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে স্বাস্থ্য লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  আপনার ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন । 

আমাদের আর পোস্ট - 
তুলসী পাতার বিভিন্ন উপকারিতা কি কি ?
আপনার ত্বকের যত্ন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবেন ?
ফল ও শাকসবজির সাহায্যে ত্বকের পরিচর্যা কিভাবে করবেন ?.
আপনার সাস্থ্য রক্ষার জন্য কি কি খাবার খাবেন ?
মাথার বুদ্ধির ধার বাড়ানোর বিভিন্ন উপায় গুলি কি কি ?
চুলের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় কি ?

অর্ডার করতে নীচের লিঙ্কে প্লিজ ক্লিক করুন।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷