চাকরির পরীক্ষায় ভূগোলের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
১) বায়ুমণ্ডলে কোন গ্যাসের
পরিমাণ সর্বাধিক – নাইট্রোজেন গ্যাস ।
পৃথিবীর ভূগোলের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কি হতে পারে ?.
পৃথিবীর সাদা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশের অজানা কথা গুলি কি ?.
২) বায়ুমণ্ডলে অক্সিজেনের
পরিমাণ কত – ২১% ।
৩) পৃথিবীর সর্বোচ্চ
স্থানের নাম কি – মাউন্ট এভারেস্ট ।
৪) পৃথিবীর সর্বনিম্ন
স্থানের নাম কি – মারিয়ানা খাত ।
৫) পৃথিবীর সবথেকে শীতলতম
স্থান কোনটি – রাশিয়ার ভস্তক ।
৬) এশিয়ার সবথেকে উষ্ণতম
স্থানের মান কি – পাকিস্তানের জেকোবাবাদ ।
৭) পৃথিবীর বৃহত্তম দ্বীপের
নাম কি – গ্রিনল্যান্ড ।
৮) পৃথিবীর বৃহত্তম শহরের
নাম কি – লন্ডন ।
৯) পৃথিবীর বৃহত্তম
মিউজিয়ামের নাম কি – ব্রিটিশ মিউজিয়াম (লন্ডন) ।
১০) পৃথিবীর বৃহত্তম
লাইব্রেরির কোনটি – লেলিন লাইব্রেরি, রাশিয়া ।
১১) পৃথিবীর বৃহত্তম প্রাসাদের নাম কি – ভ্যাটিকান প্রাসাদ, রোম ।
১১) পৃথিবীর বৃহত্তম প্রাসাদের নাম কি – ভ্যাটিকান প্রাসাদ, রোম ।
১২) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি – সুন্দরবন ।
১৩) সন্ধ্যাতারা কোন আকাশে দেখা যায় – পশ্চিম আকাশে ।
১৪) যমজ গ্রহ কাদের বলা হয় – পৃথিবী ও শুক্র কে ।
১৫) ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি – রাকেশ শর্মা ।
১৬) ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি – কল্পনা চাওলা । ১৭) হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় – ৭৬ বছর । ১৮) সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি – বুধ ।
১৯) কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় – থার্মোস্ফিয়ার স্তরে ।
২০) ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলা হয় – ত্রপোস্ফিয়ার ।
২১) প্রতি ১০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি উষ্ণতা হ্রাস পায় – ৬.৪ ডিগ্রি ।
২২) ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলা হয় – ইউরেশিয়া ।
২৩) বিশ্বউস্নায়নের জন্য দায়ী প্রধান গ্যাস কি – কার্বন ডাই-অক্সাইড ।
২৪) সাদা মহাদেশ কাকে বোলা হয় – অ্যান্টার্কটিকা মহাদেশকে ।
২৫) পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি – পামির মালভূমি ।
২৬) পৃথিবীর উচ্চতম বিমান ক্ষেত্র কোনটি – লাডাক ।
২৭) পৃথিবীর উচ্চতম বাঁধের নাম কি – নিউরেক বাঁধ ।
২৮) পৃথিবীর উচ্চতম ঝুলানো সেতুর নাম কি – রয়েল জর্জ ।
২৯) পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি – আন্দিজ ।
৩০) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি – মিসিসিপি-মিসৌরি ।
৩১) পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরের নাম কি – টোকিও ।
৩২) পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি – ভ্যাটিকান সিটি ।
৩৩) ভূস্বর্গ কাকে বলা হয় – কাশ্মীরকে ।
৩৪) সূর্যোদয়ের দেশ কাকে বলে – জাপানকে ।
৩৫) সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে – অস্ট্রেলিয়াকে ।
৩৬) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে – আফ্রিকাকে ।
৩৭) বাংলার দুঃখ কাকে বলে – দামোদর নদকে ।
৩৮) ভারতের প্রবেশদ্বার কাকে বলে – মুম্বাই ।
৩৯) নীলনদের দান কাকে বলে – মিশরকে ।
৪০) নিশীথ সূর্যের দেশ কাকে বলে – নরওয়ে কে ।
৪১) হাজার হ্রদের দেশ কাকে বলে – ফিনল্যান্ড ।
৪২) স্বর্গ পূরী কাকে বলে – রোমকে ।
৪৩) ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে – উত্তর প্রদেশ ।
৪৪) দুটি বাগিচা ফসলের নাম কি – চা, কফি ।
৪৫) ভারতের ম্যানচেস্টার কাকে বলে – আমেদাবাদকে ।
৪৬) ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় আছে – অসমের জোড়হাটে ।
৪৭) ভারতে স্বাক্ষরতার হার কত – ৭৪.০৪ % ।
৪৮) ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি – বিহার ।
৪৯) ভারতের কোথায় প্রথম মেট্রো রেল চালু হয় – কলকাতায় ।
৫০) সোনালি চতুর্ভুজ দ্বারা কোন পথকে নির্দেশ করা হয় – সড়ক পথ ।
৫১)
শ্যাম দেশ কাকে বলা হয় – থাইল্যান্ড কে ।
৫২)
কোন দেশের জাতীয় প্রতীক গোলাপফুল – ইরান ।
৫৩)
কোন দেশের জাতীয় প্রতীক ক্যাঙ্গারু –
অস্ট্রেলিয়া ।
৫৪)
ভারতে প্রথম কবে বেতার সম্প্রচার হয় – ১৯২৭ সালে ।
৫৫)
সমুদ্রের জলে সর্বাধিক কি পাওয়া যায় – সোডিয়াম ক্লোরাইড ।
৫৬)
কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় – হাইগ্রমিটার ।
৫৭)
ভিল উপজাতি কোথায় বাস করে – মধ্য ভারতে ।
৫৮)
কোন পর্বত ইউরোপ ও এশিয়ার সীমানা হিসাবে অবস্থিত – উরাল পর্বতশ্রেণী ।
৫৯)
সমুদ্র জলের গড় লবণতা কত – ৩২ % ।
৬০)
কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত – গোদাবরী ।
৬১)
কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালাকে সংযুক্ত করেছে – নীলগিরি ।
৬২)
ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি – ডুরান্ড লাইন ।
৬৩)
পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে তৈরি হয় – ১৯৫৫ সালে ।
৬৪)
পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায় – জলপাইগুড়ি জেলায় ।
৬৫)
ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায় – কেরল উপকূলে ।
৬৬)
‘থালি’ লোকনৃত্য কোন রাজ্যের – হিমাচল প্রদেশ ।
৬৭)
ভূত্বকের অধিকাংশ অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত – আগ্নেয় শিলা ।
৬৮)
সৌরজগতের কোন গ্রহের আবর্তন সবথেকে বেশি – বুধ ।
৬৯)
সবুজ বিপ্লব কোন ক্ষেত্রকে বলা হয় – গম উৎপাদন ।
৭০)
‘ব্ল্যাক-হোল’ এর ধারণা প্রথম কে দিয়েছিলেন – আইনস্টাইন ।
৭১)
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় – ৫ জুন ।
৭২)
দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত – ব্যাসল্ট শিলা ।
৭৩)
কোন নদীর প্রবাহ পথে যোগ জলপ্রপাত আছে – সরাবতি ।
৭৪)
ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ বেশি – সিকিম ।
৭৫)
ভারতের সবথেকে পুরনো জাতীয় উদ্যান কোনটি – জিম করবেট ন্যাশনাল পার্ক ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার
যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি
পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ভূগোল বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ভূগোল লেখাটির
উপর ক্লিক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
পৃথিবীর ভূগোলের বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলি কি কি ?.
বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কি হতে পারে ?.
পৃথিবীর সাদা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশের অজানা কথা গুলি কি ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
Nice
উত্তরমুছুনNice 👍
উত্তরমুছুন