মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

শয়তানের বাইবেল বই কিভাবে, কবে তৈরি হল ?.


 কোডেক্স জিগাস হল বিশ্বের বৃহত্তম এখন বিদ্যমান মধ্যযুগীয় অলংকৃত পাণ্ডুলিপি । কোডেক্স জিগাস এর অন্য নাম হল ‘শয়তানের বাইবেল’ বা  Devil's Bible’ ল্যাটিন শব্দ কোডেক্স জিগাজ, যার অর্থ হল -  বিশাল আকারের বই এটি ৩৬.২ ইঞ্চি লম্বা, ১৯.৭ ইঞ্চি চওড়া এবং ৮.৬ ইঞ্চি পুরু, ওজন প্রায় ৭৫ কিলোগ্রাম এ বইটি যে নামে সর্বাধিক পরিচিত তা শুনলে যে কেউ আঁতকে উঠবেন । কারণ এর আরেক নাম হল শয়তানের বাইবেল এটিই হল মধ্যযুগীয় পাণ্ডুলিপি গুলির মধ্যে বৃহত্তম ।


 কেন এই বইটি লেখা হয়েছিল তা নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে   পাণ্ডুলিপিটি সম্পর্কে সবচাইতে বিস্ময়কর যে তথ্য প্রচলিত সেটি হল - ১৩শ শতাব্দীর প্রথম তৃতীয় অংশে বোহেমিয়ার (বর্তমানে চেক প্রজাতন্ত্র) বেনেডিক্ট পোডলাজাইসের আশ্রমে এটি তৈরি করা হয়েছিল এই পাণ্ডুলিপির লেখক ছিলেন একজন মোনাকো (সন্ন্যাসী) যে তার মোনাকোর প্রতিজ্ঞা ভঙ্গ করে । যার ফলে শাস্তি হিসেবে তাকে জীবিত দেওয়াল গেঁথে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু, সন্ন্যাসী রাজার কাছে আর্জি করলেন, তাকে যেন শেষ বারের মতো একটি সুযোগ দেয়া হয় বিনিময়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরি করে দেবেন ধারণা করা হয় যে - হারমেন নিকোলাস নামের এক চার্চের সন্ন্যাসী ছিলেন তিনি ।
 বিনিময়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরি করে দেবেন রাজা তার প্রস্তাবে রাজি হলেন ঠিকই, কিন্তু তাকে সময় দিলেন মাত্র এক রাত্রি সন্ন্যাসী রাজি হয়ে গেলেন । তিনি কাজে লেগে গেলেন । তিনি মাঝ রাত পর্যন্ত দেখেন মাত্র অর্ধেক পাতা লিখতে পেরেছেন তিনি মধ্যরাত্রি কাছাকাছি নিশ্চিত হন, যে তিনি একা এই কাজ সম্পূর্ণ করতে পারবেন নাতাই তিনি একটি বিশেষ প্রার্থনা করেন শয়তানের কাছে শয়তানের কাছে এই বলে সাহায্য কামনা করেন যে - শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তবে তিনি তার আত্মা শয়তান কে সপে দেবেন তার আত্মার বিনিময়ে বইটি সম্পূর্ণ করার জন্য সাহায্য প্রার্থনা করলেন সাড়া দেয় শয়তান । স্ব-শরীরে হাজির হয় শয়তান শয়তান পাণ্ডুলিপিটি সম্পূর্ণ করে এবং মোনাকো শয়তানের সাহায্যের কৃতজ্ঞতা জানানোর জন্য প্রতীক হিসেবে সে একটি চিত্র সংযোগ করেন নিজেকে প্রমাণ দেবার জন্য নিজ হাতে শয়তান তার ছবি বইটির ২৯০ নং পৃষ্ঠায় এঁকে রেখে যায় তাই এই বইটি শয়তানের বাইবেল নামে পরিচিত ।

 কোডেক্স জিগাস একটি কাঠের তৈরি কভার দিয়ে ঢাকা, যা চামড়া এবং কিছু অলঙ্কৃত ধাতু দিয়ে আবৃত বইটিতে গাধার চামড়া দিয়ে তৈরি মোট ৩১০টি পৃষ্ঠা ব্যবহৃত হয়েছে প্রাথমিক দিকে এতে ৩২০টি পাতা ছিল, কিন্তু পরবর্তীকালে এর থেকে কিছু পাতা অপসারিত করা হয়েছে কি কারণে এই পাতাগুলি সরিয়ে ছিলেন তা জানা যায় না । এই পৃষ্ঠাগুলোর আর কোন হদিস পাওয়া যায়নি বইটি তৈরি করতে ১৬০টি গাধা অথবা সম্ভবত বাছুরের চামড়া প্রয়োজন হয়েছে  ক্ষুদ্রাকৃতির লেখা মধ্যে অনেক ধরণের তান্ত্রিক মন্ত্র, জাদুমন্ত্র, স্বর্গের শহরের ছবি এবং শয়তানের ছবিও অঙ্কিত আছে পাণ্ডুলিপিতে প্রাপ্ত তথ্য অনুসারে, ১২৯৫ সালের দিকে সেডলেক সভ্যতার সাথে এই গ্রন্থের সম্পৃক্ততা আছে


 গ্রন্থটি মূলত ল্যাটিন ভাষায় রচিত তবে, এর মধ্যে আরো কিছু ভাষার অক্ষরেরও অস্তিত্ব দেখা গেছে যেমন, হিব্রু, গ্রীক ও স্ল্যাভিক । ছবির ধরণ দেখে মানুষের মুখে মুখে প্রচলিত হয়েছে যে এই গ্রন্থ শয়তানের সাহায্য নিয়ে লেখা হয়েছে ।  শুরু থেকে শেষ পর্যন্ত গ্রন্থটিতে এক ধরণের হাতের লেখা দেখা গেছে । লেখার ধরণ দেখে বিশেষজ্ঞরা মোটামুটি একমত যে - গ্রন্থটির এক ব্যক্তির লেখা । এ থেকে লোক মুখে প্রচলিত হয়েছে যে, বইটি রাতারাতি লেখা হয়েছে । লোকমুখে প্রচলিত এই কথার কোন নির্ভরযোগ্য উৎস নেই । কারো একার পক্ষে বইটি বহন করা সম্ভব নয় বইটিকে  এক স্থান থেকে অন্ন স্থানে নিয়ে যেতে কমপক্ষে ২ জন ব্যক্তির প্রয়োজন । বইটিতে ভয়ঙ্কর রোগের অভিশাপ ও মুক্তি, আত্মাকে বশীকরণ ও লালন-পালন, কালা জাদুর মন্ত্র সহ নানান বিষয়ে সমাধান দেওয়া আছে  । কিভাবে ডাইনি চেনা যায় তার বর্ণনা রয়েছে এখানে ।

 প্রচলিত কাহিনী অনুযায়ী, বইটি লেখতে সময় লেগেছিল মাত্র একটি রাত কিন্তু বিজ্ঞানীরা এই তথ্যের সাথে একমত নন । কোডেক্স জিগাস নিয়ে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ‘National Geography’ বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র প্রচার করে ।  ন্যাশনাল জিওগ্রাফির এক গবেষণায় বলা হয়েছে - কোন মানুষ যদি ছবি ছাড়াই শুধু লেখা দিয়ে এই গ্রন্থ লিখতে চায় তাহলে তাকে একাধারে রাত দিন মিলিয়ে নির বিচ্ছিন্নভাবে ৫ বছর লিখতে হবে ।

 সুইডেন জাতীয় গ্রন্থাগারের গবেষকদের মতে - যদি লেখক পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা ধরে লিখে থাকেন, তাহলেও বইটি শেষ করতে তার লেগে যাবে প্রায় ত্রিশ বছর । প্রথমে পাণ্ডুলিপিটি স্থান পেয়েছিল প্রাগে দ্বিতীয় রুডলফের সাম্রাজ্যিক গ্রন্থাগারে । ১৬৪৮ সালে প্রাগের সাথে ৩০ বছরের যুদ্ধ শেষে বিজয়ী সুইডিশ সৈন্যরা এই বই লুঠ করে ১৬৪৮ সাথে স্টকহোমে সুইডিশ রয়াল লাইব্রেরীতে নিয়ে যায় । স্টকহোমের সুইডেনের জাতীয় গ্রন্থালয়ে এই গ্রন্থটি বর্তমানে সংরক্ষিত আছে সেখানে এটি জনসাধারণের দর্শনার্থে প্রদর্শিত হয় আপনি সুইডেন গেলে গ্রন্থটি দেখে আসতে পারেন । এ বইটি নিয়ে দিন দিন বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছে । কিন্তু এখনো এই বইটির আসল রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি । কোডেক্স জিগাস নিয়ে এখনো গবেষণা চলছে । এই অদ্ভুত পাণ্ডুলিপিটি যুগ যুগ ধরে জ্ঞান পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে ।


 আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আপনার ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন । 
আমাদের আর পোস্ট -
পৃথিবীর অবাক, মজার কথা গুলি কি কি ?
বিখ্যাত ১৫০ টি বই ও লেখক, লেখিকার নাম কি কি ?.
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
ভারতের জাতীয় পতাকার অজানা কাহিনী কি ?.
প্রথম ভারতীয় এবং বাঙালি পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে কে কে ?
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷