আপনি একটি কেমন মেয়েকে বিবাহ করবেন ?.
বিয়ে মানুষের জীবনের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি কাজ । বিয়ের
করার জন্য পাত্র পাত্রী নির্বাচন নিঃসন্দেহে
একটি খুব কঠিন কাজ । সারা জীবনের জন্য জাকে জড়ানো হবে আপনার জীবনে তাকে নির্বাচন করাটা আর যাই হোক কোন সহজ ব্যাপার নয় । খুব অল্প সময়ের মধ্যে আপনাকে জীবনের অন্যতম
কঠিন সিদ্ধান্তটি নিতে হয়
এবং
সেখানে কোন ভুল হোক এটা কোন ভাবেই কাম্য নয় । বিয়ের পর
নানা ধরণের অশান্তি লেগেই থাকে, এই রকম
দৃশ্য আমরা অনেকের সংসারে দেখতে পাই । তখন তো আর কিছু করার উপায় থাকে না । তাই এখন আমি আপনাদের এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলব যা
সাধারণত মেয়েদের বিয়ে করার জন্য ছেলেদের কাজে লাগবে ।
১) পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে তা হল ধার্মিকতা । একটু সরল ও ধার্মিক প্রকৃতির মেয়েকে বিয়ে করুন । বিবাহের ক্ষেত্রে এমন নারী নির্বাচন করবেন যার মধ্যে ধার্মিকতা থাকে স্বামীর চেয়ে বেশি । কারণ ধর্ম গুণ যার মধ্যে নেই সে কখনো আপনাকে সুখী করতে পারবে না । সকল পুরুষের উচিৎ একটি হিন্দু বা ইসলামিক পরিবারের ধার্মিক মেয়ে কে বিয়ে করা । কারণ, একটি ধার্মিক মেয়ে পারে একটি পুরুষ এর জীবনে পরিপূর্ণ শান্তি এনে দিতে ।
২) সবাই চায় যে তাঁর বউ যাতে সুন্দর এবং ভদ্র প্রকৃতির হয় । যে সব
মেয়েদের মধ্যে নীরবতা এবং কোমলতা থাকে, যারা
বেশিরভাগ সময় নীরব ও চুপচাপ থাকে, আস্তে
আস্তে কথা বলে, অনেক নরম স্বভাবের হয় এমন মেয়েকে পছন্দ করুন । আপনার খুব খুব খেয়াল রাখবে
এমন একজন মেয়ে বউ হিসেবে উপযুক্ত । এমন একজনকে বউ করবেন, যে আপনাকে বুঝবে, আপনার উপর অকারণে রাগ করবে না । বউ হিসাবে সেই মেয়েই সবচেয়ে উপযুক্ত – যে মেয়ে স্বামীর সঠিক সিদ্ধান্তে তার আনুগত্য প্রকাশ করে
কিন্তু, স্বামী ভুল করলে তার ভুল ধরিয়ে দেয় । আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গীর মানবিক
অনুভূতি গুলো কেমন সেটাও যাচাই করে নিতে হবে । যেন
তার সকল কথা আপনাকে বলতে কোন
দ্বিধা না করে ।
৩) পাত্রী পছন্দের ক্ষেত্রে যে বিষয়
গুলো দেখা জরুরী তার মধ্যে অন্যতম একটি মেয়ের শিক্ষা জীবন দেখা । আমার মতে সর্ব প্রথম দেখতে হবে মেয়েটি সু-শিক্ষিত কিনা । সুশিক্ষায় যে মেয়ে শিক্ষিত তাকে বিয়ে করুন । তাহলে আপনার সংসার সুখের হবে । কারণ
বিয়ের পর আপনার যখন সন্তান হবে, তাদের কে শিক্ষার
বেপারে কিন্তু একজন মায়ের ভূমিকা সবথেকে বেশি থাকে । কারণ বাবারা সব সময় তাদের বিভিন্ন
কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে । মা সু-শিক্ষিত হলে, তার সন্তান কেও সঠিক পথে পরিচালিত করতে পারবেন । আপনি যাকে
বিয়ে করে বউ করবেন, তাকে নিয়ে
সারাটি-জীবন সুখে-শান্তিতে থাকবেন
। আপাদের সন্তান অনেক বড় হবে, এই দেশের মুখ
উজ্জ্বল করবে । একেবারে মূর্খ অশিক্ষিত নারী বিবাহ না করাই উত্তম ।
৪) সুন্দর চেহারার চেয়ে সুন্দর মন আর সৎ চরিত্র বেশি জরুরি । সৎ এবং চরিত্রবান
মেয়েকে বিয়ে করুন । এই
রূপ মানুষকে বিয়ে করলে সুখী হওয়ার সম্ভাবনা শতভাগ । যে সকল
মেয়ে তাদের কথায় ও কাজে সৎ এবং কথা দিয়ে কথা রাখে এই রূপ
মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করুন । যে মেয়ে আপনাকে পুরাপুরি বুঝতে পারবে এবং আপনার ভালবাসার প্রতি বিশ্বস্ত
থাকবে সেই মেয়ে বউ হিসেবে ভাল হবে । যে মেয়ের মা ভালো গুনের অধিকারী হয় সে মেয়ে
ভাল বউ হয় ।
৫) দায়িত্ববান
মেয়েকে বিয়ে করুন । কারণ - আপনি
যদি প্রেমের মাধ্যমে আপনার সঙ্গী নির্বাচন করে থাকেন, তাহলে মনে রাখবেন, বিয়ে
হচ্ছে ভালোবাসার একটি সুন্দর পরিণতি । কিন্তু শুধুমাত্র
ভালোবাসার সম্পর্কের কারণেই বিয়ে করা ঠিক নয় ।
বাস্তবতা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে । শুধু মাত্র আবেগের বশবর্তী হয়ে
যদি আপনি কিছু করেন এবং তার ফলাফল যদি ভালো না হয় তাহলে তার
দায়ভার শুধু মাত্রই আপনার । মনে রাখবেন, ভালোবাসার মানুষের সাথে কয়েক ঘণ্টা
কাটানো আর এক ছাদের নিচে সারা জীবন কাটানো এক বিষয় নয় । ভালোবাসায় বিশ্বাস আমাদের থাকতে
হবে । কারণ বিশ্বাস হল ভালোবাসার মূলমন্ত্র । কারো সাথে ভালোবাসার
সম্পর্ক থাকলে তাকে আগে যাচাই করে নিন । বিয়ের আগে প্রেমিকার পরিবার
পরিজন, তাদের পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, ইত্যাদি অবশ্যই জেনে নেবেন ।
৬) এবার
আসা যাক, চেহারা বা সৌন্দর্যের ব্যাপারে । সুন্দর চেহারার চেয়ে সুন্দর মন আর সৎ চরিত্র
বেশি জরুরি । মনে রাখবেন, একজন মানুষকে যদি শুধু মাত্র তার বাইরের সৌন্দর্য
দিয়ে বিবেচনা করেন তাহলে আপনি মানুষ হিসেবে নিজেকে এবং সেই মানুষটিকে অসম্মান
করছেন ।
আধুনিক সমাজে সুন্দর বলতে শিক্ষা, স্মার্টনেস, বাচনভঙ্গি, মন, মানসিকতা
ইত্যাদিকে বোঝায় । তবে তার সাথে সুন্দর চেহারা হলে সোনায় সোহাগা । বিবাহের পূর্বে এ
বিষয়টি খেয়াল করতে হবে যে, যাকে বিবাহ করা হচ্ছে, সে নারী বাড়ি—ঘরের কাজ,
রান্না—বান্নার কাজ, ও ঘরের রক্ষণাবেক্ষণের কাজে কতটুকু করতে পারে । বিবাহের
পর ঘরের যাবতীয় কাজের দায়-দায়িত্ব তাকেই নিতে হবে ।
৭) একইসাথে সৎ বংশের হওয়াটা খুব জরুরি । আপনি যদি সত্যি বিয়ে
করতে চান - তাহলে
মেয়ে দেখার পূর্বে তার জীবন বৃত্তান্ত আগে দেখুন । শিক্ষাগত
জীবন ও পারিবারিক জীবন দেখার পাশাপাশি সামাজিক জীবন দেখাটি গুরুত্বপূর্ণ একটি বিষয় । আপনার দেখা
উচিত অন্য মানুষের সাথে তার আঁচার আচরণ
কেমন, বিশেষ করে ভাইবোন, বাবা মা, এবং একেবারে অপরিচিত মানুষের সাথে । কারণ পাবলিক কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার । তাই পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিভিন্ন বিষয় গুলো দেখা
আপনার জন্য অত্যন্ত জরুরী । এর সাথে তার পারিবারিক,
সামাজিক এবং শিক্ষার ব্যাপারটি জড়িত থাকে ।কারন, তার
এই আচরণ গুলি আপনার পরিবারের সদস্যদের সাথে তাকে শেয়ার করতে হবে । স্ত্রী দূরের বংশের হওয়াটা বেশি উপকারী । কারণ নিকটাত্মীয় বা আপন আত্মীয়ের মধ্যে
থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সাধারণত তারা মেধা শক্তি ও জ্ঞান গরিমায় দুর্বল হয়ে থাকে । কখনও বা বিকলাঙ্গ, বিভিন্ন জটিল রোগের শিকার হয়ে থাকে ।
৮) নারী অর্থ সম্পদের ক্ষেত্রে তাঁর স্বামীর সমতুল্য না হোক তাতে কিছু যায় আসেনা । সংসারে সুখী হতে হলে মেয়ের পরিবার কে হতে হবে ছেলের পরিবার হতে আর্থিকভাবে
দুর্বল । যে মহিলা অসুস্থ থাকে, এসব মেয়েদের কে বিবাহ করলে সাংসারিক
জীবনে কোনো সুখ পাওয়া যায়না । যেসব মহিলা সর্বক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে বা সবসময় অশ্লীল ভাষায় কথা বলে সেই সব মহিলাকে বিবাহ করবেন না ।
৯) অপরিচিত বা অল্প পরিচিত মেয়ে বাদ দিয়ে পরিচিত মেয়ে কেই পাত্রী হিসেবে বেচে
নিতে পারেন । এতে আপনি বিয়ের মাধ্যমে সুখী পরিবার গঠনে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবেন
। আপনি এটা দেখুন যে মেয়েটি
সখ বসত কোন প্রাণী পুষেছে কিনা । এতে আপনি বুজতে পারবেন যে - সে আপনার পরিবারকে কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে ।
আমাদের লেখা আপনার কেমন
লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের
কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুণ ।
পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আপনার ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন ।
আমাদের আর পোস্ট -ফেসবুকে ভুয়ো বা ফেক প্রোফাইল চেনার উপায় গুলি কি কি ?.
আপনি জীবনে সাফল্য লাভ করবেন কিভাবে ?.
দেহের গঠন অনুসারে মানুষ কেমন প্রকৃতির হয় ?.
আপনি জীবনে যে ৫ টি কারনে সুখী হতে পারেন না ?
আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কিনা বুঝবেন কিভাবে ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷