রবিবার, ৭ জুন, ২০২০

Google থেকে মাসে এক লক্ষ টাকা কিভাবে আয় করবেন?.


 টাকা-পয়সা আমাদের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ বস্তু । বর্তমান সময়ে অনেক কিছু বদল হয়েছে প্রযুক্তির সাহায্যে । এখন আপনি নিজের বাড়িতে বসে বিনা খরচে Google থেকে মাসে এক লক্ষ টাকা বা তার বেশি টাকা আয় করতে পারবেন । কথাটা শুনে অসম্ভব মনে হলেও একেবারে সত্যি । এর জন্য আপনার তেমন কোন টাকা-পয়সা খরচ করার দরকার হবে না । প্রায় বিনা খরচে আপনি টাকা আয় করতে পারবেন । ইন্টারনেট থেকে বিভিন্ন ভাবে টাকা আয় করা যায় । এখন আমি শুধু Google থেকে কিভাবে টাকা আয় করবেন সেটি জানব । তাই আমার এই লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন ।

Google থেকে টাকা আয় করার সহজ দুটি উপায় আছে, সেগুলি হল– ১. ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে, ২. Youtube ভিডিও আপলোড করে । এর জন্য আপনার যে সমস্ত জিনিস লাগবে সেগুলি হল – ইমেল, একটি মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ, হাইস্পিড ইন্টারনেট সংযোগ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, শুধু এগুলি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলে আপনার লেখার ক্ষমতা থাকতে হবে, আপনাকে লিখতে হবে । আর You tube ভিডিও আপলোড করতে চাইলে নিজের ভিডিও বানানোর দক্ষতা লাগবে । You tube ভিডিও আপলোড করতে হলে আপনাকে নিজে ভিডিও বানাতে হবে ।

 প্রথমে বলি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে কিভাবে টাকা আয় করবেন । তাঁর আগে আপনাকে জানতে হবে ব্লগ বা ওয়েব সাইট আসলে কি ? ইন্টারনেটে আমি, আপনি যে সমস্ত লেখা পড়ি সেই লেখা গুলি যেখানে দেখা যায়, সেগুলি কে ব্লগ বা ওয়েবসাইট বলে । আপনি যে আমার লেখা এখন পড়ছেন এটি হল আমার তৈরি করা একটি ব্লগ বা ওয়েবসাইট । ব্লগ ও ওয়েবসাইটের মধ্যে সামান্য পার্থক্য আছে । ব্লগ কোন ওয়েবসাইট দ্বারা তৈরি করা হয় আর, ওয়েবসাইট
Computer Program ভাষা ব্যবহার করে তৈরি করা হয় ।
 আপনি আমার মত একটি ব্লগ সহজে তৈরি করতে পারবেন । তার জন্য আপনি Blogger.com বা Wordpress.com এর মত ওয়েবসাইট গিয়ে আপনার নিজের একটি ব্লগ তৈরি করতে পারেন । আপনি এখানে পয়সা দিয়েও ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন কিন্তু, আমাদের প্রথমে ফ্রি ওয়েবসাইট থেকে তৈরি করা উচিত । কারণ, প্রথমে আপনার এবিষয়ে জ্ঞান কম থাকার জন্য বিনা পয়সায় তৈরি করে ব্যবহার করা উচিত কাজ হবেপরবর্তীতে আপনি পয়সা খরচ করে আপনার ব্লগ বা ওয়েবসাইট বানাতে পারবেন । Blogger.com থেকে সম্পূর্ণ বিনা পয়সায় ব্লগ বা ওয়েবসাইট তৈরি যায় ।
 একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি প্রথমে Google গিয়ে Blogger.com বা Wordpress.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইট গুলি আসবে । তারপর সেখানে গিয়ে বিভিন্ন অপশন পূরণ করতে হবে । যেমন আপনার ব্লগ বা ওয়েবসাইট এর নাম কি, ভাষা কি, কোন দেশ এরকম কিছু প্রশ্ন করা হবে । সঠিক জায়গায় ঠিক কথাটা দেবেন । মাত্র ৫-১০ মিনিটের মধ্যে আপনার ব্লগ বা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে । এরপর ব্লগ বা ওয়েবসাইট সেটিং ঠিক ভাবে করতে হবে । তারপর ব্লগ বা ওয়েবসাইটকে Google, Bing, Yahoo বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে । Google, Bing, Yahoo তে সাবমিট করলে সবাই আপনার ব্লগ বা ওয়েবসাইটকে Google, Bing, Yahoo সার্চ করে সহজে খুঁজে পাবে ।


 ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে বিভিন্ন লেখা লিখতে হবে আপনার ব্লগ বা ওয়েবসাইটে । আপনি যে বিষয়ে বিশেষ পারদর্শী সেই বিষয় নিয়ে লিখতে পারেন । অন্য বিষয়ে লিখতে হলে ইন্টারনেট থেকে পড়ে নিয়েও লিখতে পারেন । আপনি চাইলে আপনার কোন বন্ধু বা চেনা পরিচিতের লেখা তার থেকে পয়সা দিয়ে কিনে তার নাম লিখে আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন । কিন্তু মনে রাখবেন কোন কপি করা লেখা পোস্ট করা যাবেনা । যখন আপনার ৩০-৫০ টির মত লেখা প্রকাশ করা হয়ে যাবে তখন আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট বিজ্ঞাপন দেখিয়ে পয়সা আয় করতে পারবেন । বিভিন্ন কোম্পানি দ্বারা আপনি বিজ্ঞাপন দেখাতে পারেন । বিস্তারিত নিচে আলোচনা করা হল
 Youtube ভিডিও আপলোড করে আপনি পয়সা আয় করতে পারেন । এজন্য প্রথমে আপনাকে একটি Youtube চ্যানেল তৈরি করতে হবে । You tube থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে একটি You tube চ্যানেল তৈরি করবেন । তার পর আপনাকে সেই চ্যানেলে আপনার নিজের বানান বিভিন্ন ভিডিও পোস্ট করতে হবে । অন্য কারোর বানানো ভিডিও ডাউনলোড করে প্রকাশ করা যাবেনা । আপনি ও আপনার বন্ধুরা মিলে ভিডিও তৈরি করুন । বন্ধুদের কিছু পয়সা দেবেন আপনাকে সাহায্য করার জন্যযখন আপনার ১০-২০ টি বা তার বেশি ভিডিও পোস্ট করা হয়ে যাবে, তারপর বিজ্ঞাপন দেখিয়ে আপনি পয়সা আয় করতে পারবেন ।


 কিভাবে বিজ্ঞাপন দেখাবেন –
 এর জন্য আপনাকে বিভিন্ন অনলাইন বিজ্ঞাপন কোম্পানির সাথে যোগাযোগ করে তবে । এদের মধ্যে সবথেকে সেরা কোম্পানি হল GoogleGoogle এর একটি বিজ্ঞাপন দেখানোর বিভাগ আছে, তার নাম হল – AdSense আপনি যখন Google সার্চ করে কোন কিছু দেখেন তার পাশে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন বা Youtube ভিডিও দেখার সময় বিজ্ঞাপন দেখেন এগুলি হল AdSense বিজ্ঞাপন । আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট, You tube চ্যানেলে এভাবে যত বেশি মানুষকে আপনার বিজ্ঞাপন দেখাবেন আপনি তত বেশি টাকা আয় করতে পারবেন । এছাড়াও আরো বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি যেমন, Media.net, Infolinks ইত্যাদি কোম্পানি আছে ।
 তারপর আপনার প্রধান কাজ হল নতুন নতুন লেখা বা ভিডিও পোস্ট করা ও যত বেশি বেশি লোক সেগুলি দেখে তার জন্য Facebook, WhatsApp মাধ্যমে আপনার বন্ধুদের কাছে শেয়ার করা । তাদেরকে বলবেন তারা যেন আবার তাদের বন্ধুদের কাছে শেয়ার করে । আপনার ব্লগ বা ওয়েবসাইট মাসে এক লক্ষ ভিউ হলে বা আপনার You tube চ্যানেলে মাসে ১০-১৫ লক্ষ ভিউ হলে আপনি মাসে প্রায় এক লক্ষ বা তার থেকে বেশি টাকা আয় করতে পারবেন ।


 টাকা কিভাবে পাবেন –
 প্রথমে আপনাকে AdSense এর কাছে বিজ্ঞাপন পাওয়ার জন্য আবেদন করতে হবে । এরপর আপনার ব্লগ বা ওয়েবসাইট, Youtube চ্যানেলে বিজ্ঞাপন দেখানো শুরু হলে গেলে ইমেলের মাধ্যমে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য জানানো হবে । তখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন । আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পর আপনার আয় করা সমস্ত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঠিয়ে দেওয়া হবে । মনে রাখবেন আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে, কম হলে আপনি টাকা আয় করতে পারবেন না । এর সমাধান হল - আপনি আপনার বাড়ির কোন ১৮ বছরের বেশি বয়স এমন সদস্যের নামে এই কাজটি করতে পারেন । তখন তাঁর ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে ।
 আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । ইন্টারনেট বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইন্টারনেট লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ   
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷