ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নামের তালিকা .
ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা –
১) জহরলাল নেহরু – ১৯৪৭ – ১৯৬৪ খ্রিস্টাব্দ ।
২) গুলজারিলাল নন্দ – ১৯৬৪ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৩) লালবাহাদুর শাস্ত্রী – ১৯৬৪ - ১৯৬৬ খ্রিস্টাব্দ ।
৪) গুলজারিলাল নন্দ - ১৯৬৬ - ১৯৬৬ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৫) ইন্দিরা গান্ধি – ১৯৬৬ – ১৯৭৭ খ্রিস্টাব্দ ।
৬) মোরারজি দেশাই – ১৯৭৭ – ১৯৭৯ খ্রিস্টাব্দ ।
৭) চরণ সিং – ১৯৭৯ – ১৯৮০ খ্রিস্টাব্দ ।
৮) ইন্দিরা গান্ধি – ১৯৮০ – ১৯৮৪ খ্রিস্টাব্দ ।
৯) রাজীব গান্ধি – ১৯৮৪ – ১৯৮৯ খ্রিস্টাব্দ ।
১০) বিশ্বনাথ প্রতাপ সিং – ১৯৮৯ – ১৯৯০ খ্রিস্টাব্দ ।
১১) চন্দ্র শেখর – ১৯৯০ – ১৯৯১ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
১২) পি.ভি নরসিমা রাও – ১৯৯১ – ১৯৯৬ খ্রিস্টাব্দ ।
১৩) অটল বিহারি বাজপেয়ী - ১৯৯৬ (অস্থায়ী) ।
১৪) এইচ.ডি দেবেগৌড়া -
১৯৯৬ – ১৯৯৭ খ্রিস্টাব্দ ।
১৫) ইন্দ্রকুমার গুজরাল – ১৯৯৭ – ১৯৯৮ খ্রিস্টাব্দ ।
১৬) অটল বিহারি বাজপেয়ী – ১৯৯৮ – ২০০৪ খ্রিস্টাব্দ ।
১৭) ডঃ মনমোহন সিং – ২০০৪ – ২০১৪ খ্রিস্টাব্দ ।
১৮) নরেন্দ্র দামোদর মোদী – ২০১৪ – বর্তমান ।
ভারতের রাষ্ট্রপতির নামের তালিকা –
১) ডঃ রাজেন্দ্র প্রসাদ – ১৯৫০ – ১৯৬২ খ্রিস্টাব্দ ।
২) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন – ১৯৬২ – ১৯৬৭ খ্রিস্টাব্দ ।
৩) ডঃ জাকির হোসেন – ১৯৬৭ – ১৯৬৯ খ্রিস্টাব্দ ।
৪) মহম্মদ হিদায়তুল্লা – ১৯৬৯ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৫) বরাহগিরি ভেঙ্কটগিরি - ১৯৬৯ – ১৯৭৪ খ্রিস্টাব্দ ।
৬) ফকরুদ্দিন আলি আহমেদ - ১৯৭৪ – ১৯৭৭ খ্রিস্টাব্দ ।
৭) বি.ডি জাত্তি - ১৯৭৭ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৮) নীলম সঞ্জীব রেড্ডি – ১৯৭৭ – ১৯৮২ খ্রিস্টাব্দ ।
৯) জৈল সিংহ – ১৯৮২ – ১৯৮৭ খ্রিস্টাব্দ ।
১০) আর. ভেঙ্কটরমন – ১৯৮৭ – ১৯৯২ খ্রিস্টাব্দ ।
১১) ডঃ শঙ্করদয়াল শর্মা – ১৯৯২ – ১৯৯৭ খ্রিস্টাব্দ ।
১২) কে.আর নারায়ণ – ১৯৯৭ – ২০০২ খ্রিস্টাব্দ ।
১৩) এ.পি.জে আব্দুল কালাম – ২০০২ – ২০০৭ খ্রিস্টাব্দ ।
১৪) প্রতিভা দেবী সিং পাটিল – ২০০৭ – ২০১২ খ্রিস্টাব্দ ।
১৫) প্রণব মুখোপাধ্যায় – ২০১২ – ২০১৭ খ্রিস্টাব্দ ।
১৬) রামনাথ কোবিন্দ – ২০১৭ - বর্তমান ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামের তালিকা –
১) ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ – ১৯৪৭ – ১৯৪৮ খ্রিস্টাব্দ ।
২) ডঃ বিধানচন্দ্র রায় – ১৯৪৮ – ১৯৬২ খ্রিস্টাব্দ ।
৩) প্রফুল্লচন্দ্র সেন – ১৯৬২ – ১৯৬৭ খ্রিস্টাব্দ ।
৪) অজয় কুমার মুখার্জি – ১৯৬৭ খ্রিস্টাব্দ ।
৫) ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ – ১৯৬৯ খ্রিস্টাব্দ ।
৬) অজয় কুমার মুখার্জি – ১৯৬৯ – ১৯৭০ খ্রিস্টাব্দ ।
৭) ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ – ১৯৭০ -১৯৭১ খ্রিস্টাব্দ ।
৮) সিদ্ধার্থ শঙ্কর রায় – ১৯৭২ – ১৯৭৭ খ্রিস্টাব্দ ।
৯) জ্যোতি বসু – ১৯৭৭ – ২০০০ খ্রিস্টাব্দ ।
১০) বুদ্ধদেব ভট্টাচার্য – ২০০০ – ২০১১ খ্রিস্টাব্দ ।
১১) মমতা বন্দ্যোপাধ্যায় – ২০১১ – বর্তমান ।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামের তালিকা –
১) চক্রবর্তী রাজা গোপালাচারি – ১৯৪৭ – ১৯৪৮ খ্রিস্টাব্দ ।
২) বি.এল মিত্র – ১৯৪৮ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৩) কৈলাসনাথ কাটুজ – ১৯৪৮ – ১৯৫১ খ্রিস্টাব্দ ।
৪) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় – ১৯৫১ – ১৯৫৬ খ্রিস্টাব্দ ।
৫) সুরজিত লাহিড়ী – ১৯৫৬ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৬) পদ্মজা নাইডু – ১৯৫৬ – ১৯৬৭ খ্রিস্টাব্দ ।
৭) ধর্মবীর – ১৯৬৭ – ১৯৬৯ খ্রিস্টাব্দ ।
৮) দীপনারায়ণ সিং – ১৯৬৯ খ্রিস্টাব্দ, (অস্থায়ী) ।
৯) শান্তিস্বরুপ ধাওয়ান – ১৯৬৯ – ১৯৭১ খ্রিস্টাব্দ ।
১০) এ.এল ডায়াস – ১৯৭১ – ১৯৭৭ খ্রিস্টাব্দ ।
১১) ত্রিভুবন নারায়ণ সিংহ – ১৯৭৭ – ১৯৮১ খ্রিস্টাব্দ ।
১২) ভৈরব দত্ত পাণ্ডে – ১৯৮১ – ১৯৮৩ খ্রিস্টাব্দ ।
১৩) এ.পি শর্মা – ১৯৮৩ – ১৯৮৪ খ্রিস্টাব্দ ।
১৪) উমাশঙ্কর দীক্ষিত – ১৯৮৪ – ১৯৮৬ খ্রিস্টাব্দ ।
১৫) সৈয়দ নুরুল হাসান – ১৯৮৬ – ১৯৮৯ খ্রিস্টাব্দ ।
১৬) থঙ্গ ভেল্লু রাজেশ্বর – ১৯৮৯ – ১৯৯০ খ্রিস্টাব্দ ।
১৭) সৈয়দ নুরুল হাসান – ১৯৯০ – ১৯৯৩ খ্রিস্টাব্দ ।
১৯) কে.ভি রঘুনাথ রেড্ডি – ১৯৯৩ – ১৯৯৮ খ্রিস্টাব্দ ।
২০) এ.আর কিদওয়াই – ১৯৯৮ – ১৯৯৯ খ্রিস্টাব্দ ।
২১) শ্যামল কুমার সেন – ১৯৯৯ খ্রিস্টাব্দ,(অস্থায়ী) ।
২২) বীরেন জে. শাহ – ১৯৯৯ – ২০০৪ খ্রিস্টাব্দ ।
২৩) গোপালকৃষ্ণ গান্ধি – ২০০৪ – ২০০৯ খ্রিস্টাব্দ ।
২৪) এম.কে নারায়ণ – ২০০৯ – ২০১৪ খ্রিস্টাব্দ ।
২৫) কেশরিনাথ ত্রিপাঠি – ২০১৪ – ২০১৯ খ্রিস্টাব্দ ।
২৬) জগদীশ ধনকড় – ২০১৯ – বর্তমান ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন
প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে
অনুগ্রহ করে শেয়ার করুণ । জানা অজানা বিষয়ে
আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
Op
উত্তরমুছুন