আপনি বিবাহের পর সুখী দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন ?
বিবাহ হল এমন একটি সম্পর্ক, যেখানে একজন পুরুষ ও নারী একে অপরের সাথে সারা জীবন থাকার অঙ্গীকার বদ্ধ হয়ে থাকেন । বিয়ে করলে যে দাম্পত্য জীবন সুখের হবে তেমনটা ভাবা সহজ নয় । বিয়ের পর দুইজন মানুষের একসাথে নতুন জীবনের পথ চলা শুরু হয় । শুধু ভালোবাসা ও যৌন সম্পর্কের মধ্য দিয়ে এই সম্পর্ক সুখী রাখা যায় না । নতুন জীবন নির্ভর করে পারস্পরিক ভালোবাসা, সততা ও সমঝোতার উপর । একটি ভালো সম্পর্কে প্রয়োজন হয় দুইজনের আন্তরিক প্রচেষ্টা ও যত্নের, শ্রদ্ধা ও নিঃস্বার্থ ভালোবাসার । কিন্তু, অনেক মানুষের জীবন বিয়ের পর অসহ্য, দুঃখ জনক, ক্লান্তিকর হয়ে যায় । আপনি আপনার বিবাহের পর সুখী দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন তার কিছু পদ্ধতি নিচে দেয়া হল ।
১) আপনি যাকে বিয়ে
করেছেন তার সাথে আপনাকে সারা জীবন কাটাতে হবে । সুখী দাম্পত্য জীবন পেতে পরিবারের দায়িত্ব দুজন মিলেই ভাগ করে নিন । স্বামী-স্ত্রী
দুজনেই যদি চাকরিজীবী হয় , তাহলে ঘরের সব কাজ স্ত্রীর উপর
চাপিয়ে না দিয়ে আপনি বাড়ির কাজে আপনার স্ত্রীর সাথে হাত বাড়িয়ে দিন । এরফলে
আপনাদের সম্পর্ক মজবুত হবে ।
২) বিশ্বাস কথাটা ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি । যে কোনও সম্পর্কে বিশ্বাসই হল মূল ভিত্তি । এর মাধ্যমেই সম্পর্ক আরও মজবুত হয় । আপনি আপনার স্ত্রীকে সব সময় বিশ্বাস করুন । দুজনের মধ্যে কোনও বিষয় গোপন রাখবেন না । একজন আরেকজনের
কাছে স্বচ্ছ থাকুন । আপনার সততা, খোলাখুলি কথা আপনার সঙ্গীর বিশ্বাস অটুট রাখতে
সাহায্য করবে । আপনি যদি কিছু গোপন করেন, পরবর্তী কালে সেটি প্রকাশ হলে আপনাদের সম্পর্কে
খারাপ প্রভাব পড়তে পারে । আপনি আপনার সঙ্গীকে মন দিয়ে বিশ্বাস করুন, শ্রদ্ধা করুন । এতে সম্পর্কে গভীরতা বাড়ে ও সম্পর্ক
দীর্ঘস্থায়ী হয় ।
আরো পড়ুন -বিয়ের আগে নারীদের যে বিষয়গুলো জানা জরুরি?
৩) আপনারা বছরের পর বছর একসাথে
আছেন । মাঝেমধ্যে নিজেরাই দেখা করুন বাইরে গিয়ে । দুজন মিলে বাইরে খেতে যেতে পারেন
। সারাদিনে একবারের জন্য হলেও দুজন দুজনের সাথে সময় কাটান অন্তত ১০মিনিট । মাসে
অন্তত একটি সন্ধ্যাকে নিজেদের মতো উপভোগ করুন । আপনি আপনার জীবনের বিশেষ দিনগুলো
মনে রাখুন । সেই দিনগুলি পালন করুন ও একে অপরকে উপহার দিতে পারেন ।
৪) জীবন সবসময় একই রকম যাবে এমন মনে করার কারণ নেই । দাম্পত্য জীবনে এক সঙ্গে থাকতে গেলে সামান্য কারণে ভুল বোঝাবুঝি হতেই পারে । অনেক সময় তা সম্পর্ক ভাঙা পর্যন্তও গড়ায় । দিনের ঝগড়া নিয়ে রাতে ঘুমোতে যাবেন না । ধীরে সুস্থে
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করুন । এতে একে অপরের সম্পর্কে শুধু ভালো ধারণাই তৈরি হবে না, বরং সম্পর্কেও মধুরতা আসবে । তাকে
বোঝাবেন যে – আপনি তাকে সবথেকে বেশি ভালবাসেন ।
৫) সুখী দাম্পত্য জীবন পেতে প্রতিদিন একে-অপরের প্রশংসা করুন ।
ছোটখাটো বিষয়ে তার প্রশংসা করেও সম্পর্কে মধুরতা ফিরিয়ে আনতে পারেন । আপনার সঙ্গীর ভালো দিকগুলো প্রকাশ করে তাঁর প্রশংসা করুন । তবেই সম্পর্ক সফল ও দীর্ঘস্থায়ী হবে । ছোট একটি ধন্যবাদ কিংবা
এক মুহূর্তের প্রশংসা আপনার সঙ্গীর মন ভালো করে দিতে পারে নিমিষেই । ভালোবাসার মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে কার না ভালো লাগে
।
৬) কথায় আছে মানুষ মাত্র ভুল করে । ভুল হলে অভিমান
করবেন না । কারণ সে আপনার পরিবারের একজন সদস্য । অভিমানের সময় চুপ করে বসে না থেকে কিংবা কথা কাটাকাটি না
করে সুন্দর কিছু একটা করার চেষ্টা করুন । নিজের ভুল থেকে শিক্ষা নিন । নিজের দোষের
জন্য অপরজনকে দায়ী না করে নিজেই নিজের দায়িত্ব নিতে শিখুন । একজন ভালো শ্রোতা হওয়াও বড় গুণ । চুপ থাকুন এবং তার কথা শুনুন
। রাগের সময় উঁচু স্বরে কথা না বলে নিচু স্বরে কথা বলুন । কথা বলার সময় খারাপ
শব্দ ব্যবহার করবেন না ।
৭)
কোন গুরুত্বপূর্ণ কিংবা যেকোনো
সিদ্ধান্ত নেওয়ার সময় একবারের জন্য হলেও আপনার সঙ্গীকে জিজ্ঞেস করুন । পছন্দ না
হলে ভদ্র ভাবে আপনার মতামত জানিয়ে দিন । নিজের সিদ্ধান্ত জোর করে কারোর উপর চাপিয়ে
দেবেন না । একে অপরের স্থান দিতে শিখুন, স্বাধীনতা দিতে শিখুন ।
৮) আপনার সঙ্গীর যদি
পড়াশোনা, ব্যবসা বা চাকরি করার জন্য উৎসাহ থাকে তাহলে তাকে সাফল্য পেতে সাহায্য
করুন । এরফলে আপনাদের ভালোবাসা হবে আরও শক্তিশালী ।
৯) দিনক্ষণ না গুণে প্রতিদিন ভালোবাসার চর্চা করুন । একে অপরের মতামত ও ইচ্ছা অনিচ্ছার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে । এতে একে অপরের সম্পর্কে শুধু ভালো ধারণাই তৈরি হবে না, বরং সম্পর্কেও মধুরতা আসবে ।
১০) জীবন সবসময় একই রকম যাবে এমন মনে করার কারণ নেই। জীবনের খারাপ সময়েও স্বাভাবিক থাকার চেষ্টা করুন । মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে রাখুন, পরে এটি
আপনার জীবনে খুব কাজে লাগবে ।
আমাদের লেখা আপনার কেমন
লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের
কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে
নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷