আপনি চাকরি করার জন্য ইন্টারভিয় কিভাবে দেবেন ?.
আমাদের প্রতিটি মানুষের জীবনে চাকরি করার আশা
থাকে । সবাই চায় জীবনে চাকরি করে
প্রতিষ্ঠিত হতে । চাকরি করার জন্য বেশির ভাগ
মানুষ লিখিত পরীক্ষায় পাশ করে যান কিন্তু, ইন্টারভিয় দিতে গিয়ে পাশ করতে পারেনা । সবারই একটা কৌতূহল আছে এটা জানার যে কি হয় ইন্টারভিয় রুমে । আপনার চাকরি পাবার সম্ভাবনা অনেকখানি নির্ভর করে ইন্টারভিউতে আপনি কতটা ভালো করেন তার ওপর । অনেক সময় চাকরিটা হাতের
কাছে এসেও হাত ছাড়া হয়ে যায় । আপনার চাকরি যাতে হাত ছাড়া না হয়ে যায় তার জন্য এখন আমি
আপনাদের জানাবো যে - আপনি চাকরি করার জন্য ইন্টারভিউ কিভাবে দেবেন ?.
১) লিখিত
পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হয় মৌখিক পরীক্ষায় । মৌখিক
পরীক্ষা নানান ভাবে হতে পারে । প্রথমে আপনি কাজ করার জন্য
যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই অফিস বা সংস্থা বা কোম্পানি সম্পর্কে আপনাকে
আগে থেকে কিছু তথ্য জেনে নিতে হবে । যে প্রতিষ্ঠানে আপনি কাজ করতে চাইছেন সেটি সম্পর্কে বিস্তারিত জানুন । সেখানে প্রধানত কি
কাজ করা হয়, কতজন কাজ করে, কিভাবে কাজ হয়, মাসে কত টাকা মাইনে দেয় ইত্যাদি । আপনার এই সব তথ্য জানা থাকলে সেখানে আপনার কাজ পেতে সুবিধা
হবে । সেজন্য আপনি সেই অফিস বা
সংস্থা বা কোম্পানি কোন কর্মীর সাথে আগে কথা বলে নিতে পারেন । বর্তমানে এসব জানার একটা ভালো উপায় হল ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ।
২) আগে দর্শনধারী, তারপর গুণ বিচারি— পুরনো হলেও এ কথা এক্ষেত্রে বেশ প্রযোজ্য । ইন্টারভিউ দেওয়ার জন্য
উপযুক্ত পোশাক পরুন । যে পোশাকে আপনাকে
দেখতে সুন্দর লাগবে । তাই বলে আবার বেশি
সাজগোজ করবেন না । আপনি যতই ভালো ইন্টারভিউ দিন না কেন, আপনার পোশাক পরিচ্ছদ দেখে ইন্টারভিউয়াররা যদি বিরক্ত হন, তাহলে আদতে কোনও লাভ হবে না । ছেলেরা স্যুট ও টাই
পরতে পারেন, মেয়েরা শাড়ি বা শালোয়ার ইত্যাদি । নিয়োগ বিশেষজ্ঞরা এ ব্যাপারে সাদা রঙকে প্রাধান্য দিয়ে থাকেন । রঙিন, জবড়জং পোশাকের চেয়ে হালকা রঙের পোশাক পরাই ভালো । দরজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মুখে হাসি রাখুন, হাসিমুখে প্রতিটি প্রশ্নের জবাব দিন ।
৩) প্রথমবার আপনি যখন
ইন্টারভিউ রুমে ঢুকবেন তখন সেখানে উপস্থিত ইন্টারভিউ নেওয়ার জন্য যারা আছেন তাদের
সাথে হাত মেলান । একজন ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং পেশাদার লোক কখনোই কাঁপা কাঁপা, নিস্তেজ হাতে করমর্দন করবে না । ঠিকভাবে হ্যান্ডশেক করা অনুশীলন করুন । এটা হল এক ধরনের সৌজন্য
দেখানো । নিজেকে তখন নার্ভাস অনুভব
করবেন না ।
৪) সঠিক ভাবে তাঁদের সামনে
বসবেন । বডি ল্যাংগুয়েজের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবেন, ইন্টারভিউয়ের সময় কখনো কাত হয়ে বসবেন না । সবসময় সোজা হয়ে বসুন । আপনার বসার ধরন দেখে
তাঁরা বুঝে নেবে যে – আপনি কেমন ধরনের মানুষ । এমন ভাব দেখাবেন না যাতে আপনাকে অলস বা খুব কাজের মানুষ বলে
মনে করে । আপনি আপনার সাধারণ ভাবে স্বাভাবিক থাকবেন । আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ
ঠিক রাখবেন ।
৫) আপনাকে এরপর
তাঁরা বিভিন্ন প্রশ্ন করবেন । আপনাকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে তার একটি তালিকা তৈরি করুন এবং সম্ভাব্য উত্তরগুলোও ভেবে নিন । আপনি যে পদের জন্য আবেদন করেছেন
ওই পদের কাজের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে । এরপর
প্রশ্ন থাকবে কিছু সাধারণ জ্ঞান । উপস্থিত
বুদ্ধি যাচাই প্রায় সকল বহুজাতিক কোম্পানিতেই করা হয় । এক এক কোম্পানির প্রশ্ন ও নম্বর বণ্টনের ধরন এক এক রকম । প্রশ্ন গুলির উত্তর ঠিকঠাক
দেওয়ার চেষ্টা করুণ । সঠিক উত্তর না জানা থাকলে ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করবেন না
। কথা বলার সময় আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলুন । এমন ভাবে কথা বলবেন না যাতে
তাঁরা আপনার কথা বুঝতে না পারে বা শুনতে না পায় । কথার মাঝে কোন কথা বলবেন না ।
একি কথা বারবার বলবেন না । সোজা হয়ে বসে চোখের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেবেন ।
ইন্টারভিউয়ের সময় যার সাথে কথা বলছেন অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন । কথা বলার সময় কোন খারাপ
শব্দ ব্যবহার করবেন না ।
৬) ইন্টারভিউ দেওয়ার সময়
আপনাকে সতর্ক থাকতে হবে । নিজের ওপর আপনার আত্মবিশ্বাস রাখতে হবে । বিশেষজ্ঞরা এ বিষয়ে বলেন যে, ইন্টারভিউয়ের সময় ঘাবড়ে না গিয়ে আপনার প্রস্তুত করা উত্তরগুলোর দিকে মনোযোগ দিলে ইন্টারভিউ ভালো হয় । আপনি যদি এগুলো মেনে চলেন
তাহলে আপনার চাকরি পাওয়ার সুযোগের সম্ভাবনা অনেক বেড়ে যাবে । কারণ তাঁরা আপনার
বুদ্ধির পরীক্ষার পাশাপাশি মানসিক পরীক্ষা যাচাই করে দেখে । অবশেষে দেখবেন চাকরিটা পেয়ে গেছেন ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন
প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে
অনুগ্রহ করে শেয়ার করুণ । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর
ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আরও পোস্ট - আপনি আপনার নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন ?.
দেহের গঠন অনুসারে মানুষ কেমন প্রকৃতির হয় ?.
সুলক্ষণা নারীদের দেহের লক্ষণ ও গঠন কেমন হয় ?
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷