আপনি আপনার ভালোবাসার সম্পর্ক সুন্দর ও মজবুত বানাবেন কিভাবে ?.
সম্পর্ক শব্দটি এতটাই মধুর যা একে অপরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে ।
সম্পর্ক সারা পৃথিবীতে বিরাজমান । সমস্ত প্রাণীর মধ্যে এটা লক্ষ্য করা যায় । নিজের
সবকিছু উজাড় করে দিয়ে একে অপরের চরণে প্রাণ নিবেদন হল প্রেমের সম্পর্ক , সেই ভালোবাসার মানুষটির নাম নিভৃত যতনে লিখে রাখার নাম-ই হল প্রেম । কিন্তু
কেন এই সম্পর্ক গুলির মধ্যে ছেদ ঘটে
অকারণে ? তার কারণগুলি কি হতে পারে । আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলি অগ্রাহ্য করে
থাকি , ফলে আমাদের দৈনন্দিন জীবনের সুমধুর সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দিকে এগোতে থাকে ।
আমারা যদি কয়েকটি বিশেষ দিকের প্রতি নজর দেই , তাহলে হয়তো সম্পর্কের ভীত মজবুত
হবে ।
আমাদের কোন
মানুষের সাথে সম্পর্ক তৈরি করার থেকে বড় সমস্যা হল সেই সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে
রাখা । অনেক মানুষ সহজে সম্পর্ক তৈরি করে ফেলেন কিন্তু, সেই সম্পর্ক দীর্ঘদিন
টিকিয়ে রাখতে পারেনা । এখন আমি আপনাদের জানাবো যে - আপনার ভালোবাসার সম্পর্ক
সুন্দর ও মজবুত বানাবেন কিভাবে ?
১) বিশ্বাস – সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের বুনন এর ওপর । বিশ্বাস এর সুতো টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন
অনিবার্য । আপনাকে আপনার
ভালোবাসার মানুষটির উপর বিশ্বাস রাখতে হবে । এমন কথা ভাববেন না যে – সে আপনাকে
সত্যি ভালোবাসে কিনা । বিশ্বাসের সত্যিই অসীম ক্ষমতা
রয়েছে , বিশ্বাস-ই পারে মধুর সম্পর্ক স্থাপন করতে । এরকম কোন আচরণ করবেন না –
যাতে সে আপনাকে অবিশ্বাস করতে শুরু করে । সম্পর্ক রক্ষা ও সুন্দর করতে
একে অপরকে কেয়ার বা যত্ন করা প্রয়োজন । সবার ভালোবাসা প্রকাশ করার পদ্ধতি আলাদা রকম হয়
। সে তার সেই পদ্ধতির দ্বারা আপনাকে বুঝিয়ে দেবে সে আপনাকে কতটা ভালোবাসে । জোর করে নিজের মতামত চাপিয়ে দেবেন না ।
আরো পড়ুন -বিয়ের আগে নারীদের যে বিষয়গুলো জানা জরুরি?
২) সময় – প্রতিটা সম্পর্কের মধ্যেই একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো খুবই প্রয়োজন । অথচ
আমাদের প্রিয়জনরা যারা সর্বদা আমাদের পাশে রয়েছে , তাদের জন্য সময় বের করার কথা
আমরা অনেক সময় ভাবতে ভুলে যাই । আপনি যদি কারোর সাথে সম্পর্ক আবদ্ধ হয়ে থাকেন তবে, আপনি যত
বেশি সময় পারেন তার সাথে কাটানোর চেষ্টা করুণ । নিজের কাজের পর আপনি বাকি যে সময়
হাতে পাবেন সেই সময় তাকে দিন । অতীতের কোন এক ভুল কে সামনে
রেখে বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করবেন না । কারণ – সবাই চায় তার
ভালোবাসার মানুষের সাথে সুন্দর সময় কাটাতে । মাসে একদিন বাইরে ঘুরতে বা সিনেমা
দেখতে পারেন । প্রতিদিন সকালে ও রাতে একবার করে ফোন করবেন । তার মোবাইলে সুন্দর
সুন্দর মেসেজ পাঠাতে ভুলবেন না ।
৩) মনের কথা – আমরা প্রত্যেকেই চাই আমাদের মনের অবস্থা আমাদের প্রিয়জনেরা বুঝুক । কথা বলার সময় আপনারা
আপনাদের মনের কথা খুলে বলবেন । কোন কিছু মনের মধ্যে চেপে রাখবেন না । ভাল ভাল কথা
বলবেন । এমন কোন কথা বলবেন না যাতে তার মনে কষ্ট পায় বা দুঃখ পায় । নিজেকে বড় মনে
করা, আর সে ছোটো এমন ভাবে কথা বলবেন না । ফোনে কথা বলার সময় অন্য দিকে মন দেবেন না
। আপনার ফোন তখন যেন ব্যস্ত না থাকে ।
৪) হাসি – হাসি মানুষের
জীবনে সব থেকে বেশি আনন্দের প্রকাশ ঘটায় । তাই আমাদের উচিৎ নিজেকে সব সময় হাসি
খুশি রাখা ও ভালোবাসার মানুষটি যেন সেরকম থাকে তার খেয়াল রাখা । এর জন্য আপনি শুধু
ফোনে হাশির জোকস বা মেসেজ পাঠাতে পারেন । যদি পারেন হাসির ভিডিও বা ভিডিও লিঙ্ক
পাঠাতে পারেন ।
৫) উপহার – ছোট থেকে বড় কে না ভালোবাসে উপহার পেতে । সব মানুষ উপহার পেতে
ভালোবাসেন । তাই আপনি আপনার ভালোবাসার মানুষকে কিছু উপহার দিতে পারেন । সেটি
অবশ্যই আপনার বাজেটের বা পকেটের মধ্যে হতে হবে । বেশি দামি উপহার দেওয়ার কোন দরকার
নেই । আপনি উপহার হিসাবে – মজার কার্ড, ফ্রেমে বাধানো আপনাদের ফোটো, বই, জামা,
কাপড় ইত্যাদি দিতে পারেন ।
৬) ভিডিও কল- ইন্টারনেট
ব্যবহার বর্তমান সময়ে অনেক বৃদ্ধি পেয়েছে । তাই শুধু ফোনে কথা বলার পরিবর্তে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন । এরফলে আপনারা
একে অপরকে সরাসরি দেখা ও কথা বলা দুটোই সুবিধা পাবেন । সে এই সময় কোথায় আছে, কি
করছে তা আপনি স্পষ্ট বুঝতে পাড়বেন ।
৭) ভুল বোঝা – সম্পর্কের উন্নতকরণের আরেকটি ধাপ হল একে অপরকে গুরুত্ব দেওয়া । তার কথা মনোযোগ
সহকারে শুনে তার আত্মবিশ্বাস ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া জরুরী । আপনারা কখন নিজেদের মধ্যে
ভুল বোঝাবোঝি করবেন না । এরফলে একটি সুন্দর সম্পর্ক সহজে নষ্ট হয়ে যায় । আপনাদের
মধ্যে ভুল বোঝাবোঝি হলে দুজনে আলোচনার মাধ্যমে তাড়াতাড়ি মিটিয়ে নিন । বন্ধু
বান্ধবদের সাথে এই নিয়ে বেশি কথা বলবেন না, হিতে বিপরীত সমস্যা দেখা দিতে পারে ।
আপনি নিজের সিদ্ধান্ত নিজে বিচার করে স্থির করবেন । কারোর কথায় আপনার মাথার ভার
বাড়াবেন না ।
৮) প্রশংসা ও ক্ষমা - আমরা সকলেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসি । আপনি আপনার প্রিয়জনের করা কোন
কাজের প্রশংসা করতে পারেন । মানুষ জীবনের সবচেয়ে বড় ধর্ম হল ক্ষমার ধর্ম । তাই
আপনারা একে অপরকে ক্ষমা করে আবার নতুন ভাবে জীবনে
পথ চলা শুরু করুন ।
৯) সেক্স – অনেক মানুষ
মনে করেন যে সম্পর্ক সুন্দর করার জন্য সেক্স জরুরি । আমার মতে – আপনাদের যদি পরে
বিয়ে না হয় তাহলে এই কাজ করার আগে ১০০ বার ভাবুন । সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটি
খুব দরকারি নয় । যদি আপনাদের এটা মনে হয় যে - পরে আপনাদের কোন সমস্যা আসবেনা,
তাহলে আপনারা স্থির করুণ যে আপনারা কি করবেন । আমার মতে বিয়ের আগে সেক্স না করাই
ভালো ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন
প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে
অনুগ্রহ করে শেয়ার করুণ । সম্পর্ক বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর
ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আরও পোস্ট পড়ুন -
পড়াশোনায় মন লাগাবেন কিভাবে, পরীক্ষায় ভাল রেজাল্ট করবেন কিভাবে ?.
দেহের গঠন অনুসারে মানুষ কেমন প্রকৃতির হয় ?.
বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়েকে কি প্রশ্ন করবেন ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷