মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

প্রথম ভারতীয় এবং বাঙালি পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে কে কে ?


প্রথম ভারতীয় পুরুষ -
১) প্রথম ভারতীয় প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু ।
২) প্রথম ভারতীয় রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
৩) প্রথম ভারতীয় বিলাত যাত্রী রামমোহন রায় ।
৪) প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক –  রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫) প্রথম ভারতীয় অস্কার বিজয়ী সত্যজিৎ রায় ।
৬) প্রথম ভারতীয় বি. এ. ডিগ্রি লাভ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ পিল্লাই 
৭) প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশচন্দ্র মিত্র ।


৮) প্রথম ভারতীয় বড়লাট চক্রবর্তী রাজা গোপালাচারী ।
৯) প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
১০) প্রথম ভারতীয় গভর্নর লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ।
১১) প্রথম ভারতীয় স্যার উপাধি ত্যাগ - রবীন্দ্রনাথ  ঠাকুর ।
১২) প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৩) প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক দাদাভাই ফালকে ।
১৪) প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী রাকেশ শর্মা ।
১৫) প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার মিহির সেন ।
১৬) প্রথম ভারতীয় বিশ্ব বিজয়ী কুস্তীগির গামা ।
১৭) প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক প্রমথ নাথ বসু ।
১৮) প্রথম ভারতীয় আই. সি. এস পদত্যাগ সুভাষচন্দ্র বসু ।


১৯) প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা নির্ণায়ক রাধানাথ শিকদার ।
২০) প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় রণজিৎ সিংজী ।
২১) প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য দাদাভাই নৌরজী ।
২২) প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল ।
২৩) প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র ।
২৪) প্রথম ভারতীয় ব্যারিস্টার   জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ।
২৫) প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক সি. ভি. রমণ ।
২৬) প্রথম ভারতীয় মার্কিন কংগ্রেস সভ্য দিলীপ সিং সৌন্দ ।
২৭) প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক সউফুদ্দিন কিচুল ।
২৮) প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল বি. ডি আয়েঙ্গার ।
২৯) প্রথম ভারতীয় বৈমানিক ইন্দ্রলাল রায় ।
৩০) প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি জগদীশ চন্দ্র বসু ।
 প্রথম ভারতীয় মহিলা -
৩১) প্রথম ভারতীয়  রাজ্যপাল সরোজিনী নাইডু ।
৩২) প্রথম ভারতীয় রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল ।
৩৩) প্রথম ভারতীয় প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী ।
৩৪) প্রথম ভারতীয় মেয়র সুলোচনা মোদী ।
৩৫) প্রথম ভারতীয় স্পীকার সুশীলা নায়ার ।
৩৬) প্রথম ভারতীয় ইংরেজি ভাষার কবি তরু দত্ত ।
৩৭) প্রথম ভারতীয় উকিল রেজিনা গুহ ।
৩৮) প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি সরোজিনী নাইডু ।
৩৯) প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার আরতি সাহা ।
৪০) প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়িনী বাচেন্দ্রী পাল ।

৪১) প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী রীতা ফারিয়া ।
৪২) প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ম্যারি কম ।
৪৩) প্রথম ভারতীয় রাষ্ট্রসংঘের সভাপতি শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত ।
৪৪) প্রথম ভারতীয় এম. এ পাশ চন্দ্রমুখী বসু ।
৪৫) প্রথম ভারতীয় বি. এ পাশ মেরী মিত্র ।
৪৬) প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি ফতিমা বিবি ।
৪৭) প্রথম ভারতীয় বিশ্ব সেরা শ্যুটার তেজস্বিনী সাওয়ান্ত ।
৪৮) প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি লীলা সেট ।
৪৯) প্রথম ভারতীয় চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি ।
৫০) প্রথম ভারতীয় প্যারাসুট দক্ষ মহিলা গীতা চন্দ্র ।
প্রথম বাঙালি পুরুষ -
৫১) প্রথম বাঙালি বহু ভাষাবিদ হরিনাথ দে ।
৫২) প্রথম বাঙালি পৃথিবী ভ্রমণ করেন রামনাথ বিশ্বাস । 
৫৩) প্রথম বাঙালি সাংবাদিক গঙ্গা কিশোর  ভট্টাচার্য । 
৫৪ প্রথম বাঙালি নালন্দা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ শীলভদ্র । 
৫৫) প্রথম বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু ।
৫৬) প্রথম বাঙালি কলকাতার মেয়র চিত্তরঞ্জন দাশ ।
৫৭ প্রথম বাঙালি আত্মজীবনী রচনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ।   
৫৮) প্রথম বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ড প্রবর্তক দ্বিজেন্দ্রনাথ সিংহ ।
৫৯) প্রথম বাঙালি সর্বাধিক সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ।
৬০) প্রথম বাঙালি ভারতের বাইরে হিন্দু ধর্ম প্রচার স্বামী বিবেকানন্দ । 

৬১) প্রথম বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার অতীশ দীপঙ্কর ।
৬২) প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র  ঘোষ ।
৬৩) প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।
৬৪) প্রথম বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেন ।
৬৫) প্রথম বাঙালি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর
৬৬) প্রথম বাঙালি চলিত ভাষায় উপন্যাস টেঁকচাঁদ ঠাকুর ।
৬৭) প্রথম বাঙালি রবীন্দ্র পুরস্কার লাভ ডঃ নীহার রঞ্জন রায় ও সতীনাথ ভাদুড়ী ।
৬৮) প্রথম বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ।
৬৯) প্রথম বাঙালি এয়ার চীফ মার্শাল সুব্রত মুখার্জী 
৭০) প্রথম বাঙালি প্রধান সেনাপতি জয়ন্ত চৌধুরী ।
৭১) প্রথম বাঙালি ভারতে ও বিদেশে যাদুবিদ্যা প্রদর্শন কারী পি. সি. সরকার ।
৭২) প্রথম বাঙালি বিদেশে ভারতে নৃত্য প্রদর্শক উদয় শঙ্কর ।
৭৩) প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদক কবিরাজ মধুসূদন গুপ্ত ।
৭৪) প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের রাজ্যপাল ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ।
৭৫) প্রথম বাঙালি ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । 
৭৬) প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজন কুমার মুখোপাধ্যায় ।
৭৭) প্রথম বাঙালি বিদেশে প্রধান সেনাপতি কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস ।
৭৮) প্রথম বাঙালি বেলুন যাত্রী রামচন্দ্র চট্টোপাধ্যায় । 
৭৯) প্রথম বাঙালি আই. সি. এস সত্যেন্দ্রনাথ ঠাকুর । 
৮০) প্রথম বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয় মাসুদুর রহমান বৈদ্য ।


প্রথম বাঙালি মহিলা -
৮১) প্রথম বাঙালি এম. এ উপাধি লাভ চন্দ্রমুখী বসু ।
৮২) প্রথম বাঙালি বেথুন কলেজের ছাত্রী ভুবন বালা ও কুন্দ বালা । 
৮৩) প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনি ।
৮৪) প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার ইলা মজুমদার । 
৮৫) প্রথম বাঙালি উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী । 
৮৬) প্রথম বাঙালি শহীদ প্রীতিলতা অয়াদ্দেদার । 
৮৭) প্রথম বাঙালি সর্ব কনিষ্ঠা গ্রাজুয়েট বানী ঘোষ । 
৮৮) প্রথম বাঙালি মেরু অভিযাত্রী সুদিপ্তা সেনগুপ্ত । 
৮৯) প্রথম বাঙালি বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন । 
৯০) প্রথম বাঙালি রাজ্যের মন্ত্রী রেণুকা রায় । 
৯১) প্রথম বাঙালি বি. এ অনার্স কামিনী রায় । 
৯২) প্রথম বাঙালি পত্রিকা সম্পাদিকা ভুবন মোহিনী দেবী । 
৯৩) প্রথম বাঙালি এভারেস্ট জয়ী শিপ্রা মজুমদার 
৯৪) প্রথম বাঙালি পুনিতজার পুরস্কার জয়ী ঝুম্পা লাহিড়ী ।
৯৫) প্রথম বাঙালি উপাচার্য ডঃ রমা রায় ।
৯৬) প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী আশাপূর্ণা দেবী ।  
৯৭) প্রথম বাঙালি জেলা শাসক রানু ঘোষ । 
৯৮) প্রথম বাঙালি ডি. এস. সি আসীমা চ্যাটারজি ।   
৯৯) প্রথম বাঙালি পি. এইচ. ডি প্রভাবতী দাশগুপ্ত ।
১০০) প্রথম বাঙালি ভারতীয় ক্রিকেট অধিনায়িকা ঝুলন গোস্বামী ।
  আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

চুলের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় কি ?


   আমরা সবাই চাই নরম, পরিষ্কার, সুন্দর, সজীব, নীরোগ, ঝলমলে চুল । তা পাওয়ার জন্য আমাদের চুলের  নিয়মিত যত্ন নেওয়া খুব দরকার । চুল পাতলা ও মোটা দুই ধরনের হয়, তার কারণ নির্ভর করে জিনের গঠনের উপর । একটি চুল দু বছর আপনার মাথায় থাকার পর ঝরে পড়ে, আর নতুন চুল মাথায় তৈরি হয় । বর্ণ কোষের জন্য আমাদের চুলের রং কালো, সাদা, খয়েরি রঙের হয়ে যায় । যদি আপনার শরীর খারাপ হয় বা বয়স হলে চুলের রং পরিবর্তন হয় । ঝলমলে, সজীব, নীরোগ, নরম, পরিষ্কার চুল পেতে হলে আমি আপনাদের এখন যে উপায় গুলি বলছি সেগুলি পালন করে দেখুন ।
   

চুল আঁচড়ানো -  চুল আঁচড়ানোর সময় এই দিক গুলি আপনি খেয়াল করবেন । চুলের জট ছাড়ানোর পর চিরুনি দিয়ে চুল আঁচড়ান । জোরে জোরে বা ভিজে অবস্থায় চুল আঁচড়াবেন না । সকাল সন্ধ্যা ব্রাশ দিয়ে চুল আঁচড়ান । রাতে শোবার আগে চুল আঁচড়ান, চিরুনি উপর থেকে নীচে এভাবে চালান । ব্রাশ ও চিরুনি ব্যবহারের আগে দেখে নেবেন সেটি যেন ভাল জাতের হয় । ব্রাশ ও চিরুনি সবসময় পরিষ্কার রাখবেন । সরু দাঁড়া চিরুনি হলে চুল ঝরঝরে পরিষ্কার হয় । যাদের চুল কম বা পাতলা তাঁরা ব্রাশ ব্যবহার করবেন ।


   চুলের যত্ন -  চুলের যত্ন নেওয়ার জন্য আপনাকে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, ফল, দুধ, এবং সবুজ শাকসবজি খেতে হবে । এদের সাথে রাখতে হবে আয়োডিন ও আয়রন যুক্ত খাবার । নিয়মিত স্নান করতে হবে, জলে শুধু মাথা পরিষ্কার হয়না তাই সপ্তাহে কমকরে একবার বা চার পাঁচ দিন পর পর মাথায় শ্যাম্পু করবেন । অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয় । শুষ্ক চুলে শ্যাম্পু করার পর তেল লাগাতে পারেন । শ্যাম্পু করার পর ১ লিটার জলে একটা পাতিলেবুর রস দিয়ে মাথা ধুতে পারেন ।

  মেহেন্দি পাতা চুল পরিচর্যার কাজে লাগে যেমন- চুলের রং করা, চুলের পুষ্টি সাধন । ভিটামিন কেএই পাতায় পাওয়া যায় । ৩ চামচ মেহেন্দি পাতার সাথে ২ চামচ কফি পাউডার ও পাতিলেবুর রস বা টক দই মিশিয়ে মাথায় মাখুন । পাতা গুলিকে গুড় করে জলে গুলে মাসে দু বার ব্যবহার করবেন । হেয়ার ডাইতে বিভিন্ন রাসায়নিক রং থাকে, এতে আপনার চুল দুর্বল হয়ে যেতে পারে । কম ব্যবহার করা ভাল ।

   চুলের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়
১) লাল চুল – আপনার মাথা যদি না আঁচড়ান তাহলে নোংরা, বালি, ধুলো জমে চুল লাল হয়ে যায় । দীর্ঘদিন অসুস্থ হলে বা চুলে তেল জল না লাগালে চুল লাল হয়ে যায় । খুব ঠাণ্ডা বা গরম, আলো বাতাস ঠিকভাবে না লাগলে চুল লাল হয় । যদি জলে ক্লোরিন বেশি থাকে তাতে চুল লাল হয়ে যায় । চিকিৎসকের পরামর্শ নিন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন । নোনা ও ক্লোরিন জল থেকে দূরে থাকুন । চুলে রোদ লাগাবেন না । জবা ফুলের রস চুলে লাগান ।

২) ডগা ফাটা – চুল না আঁচড়ালে বা অযত্নে চুলের ডগা ফেটে যায় । ডাক্তারের পরামর্শে ভিটামিন সি ট্যাবলেট খেতে হবে   চামচ ভিনিগারের সাথে ১ চামচ গ্লিসারিন, ১ টা ডিম, ২ চামচ ক্যাস্টর ওয়েল মিশিয়ে মাথায় লাগাতে হবে । ১ ঘণ্টা রাখার পর ধুয়ে ফেলুন । শোয়ার আগে হালকা গরম নারকেল তেল আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন । গরম জলে ভেজানো টাওয়েল নিংড়ে নিয়ে ১০ মিনিট মাথায় জড়িয়ে রাখবেন । এর পরের দিন ১০০ গ্রাম টক দই, ১ টি পাতিলেবুর রস, ১ টি ডিম মিশিয়ে লাগান । ২ ঘণ্টা রাখার পর ভাল করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন ।


৩) খুসকি – খুসকি হল এক ধরনের মাথায় থাকা ত্বকের সমস্যা । ত্বকের ওপরে পাতলা চামড়া শুষ্ক ও সাদা হয়ে মাথায় আটকে থাকতে দেখা যায় । চুল আঁচড়ালে বা ঘষলে এগুলি ওঠে আসে । এরকম হওয়ার প্রধান কারন হল আমাদের ভিটামিন আর ডিঅভাব । চুলে নোংরা লাগা , আলো বাতাস না লাগা, মানসিক চিন্তা, শীতকালে এগুলি হয় । ভাল শ্যাম্পু বা ওষুধ লাগাতে পারেন । শর্করা ও চর্বি জাতীয় খাবার কম খাবেন । কয়েকটি পেঁয়াজ নিয়ে সেগুলি থেঁতো করে রস মাথায় আধঘণ্টা লাগিয়ে রাখুন । শিউলি ফুলের বীজ বেটে হালকা করে লাগান । পরে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন ।

৪) উকুন – বেশিরভাগ মানুষের চুলের সমস্যা হয় উকুন কে নিয়ে । উকুন মাথার ত্বকের রক্ত খেয়ে বেঁচে থাকে । মাথা সব সময় পরিষ্কার রাখবেন । তুলসী পাতার রস মাথার লাগালে উকুন মারা যায় । দিনে বেশ কয়েকবার ও রাতে শোবার আগে সরু চিরুনি দিয়ে চুল আঁচড়ান । সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করবেন । নারকেল তেলের সাথে ন্যাপথালিন গুঁড়ো মিশিয়ে লাগান, চোখে না যেন লাগে । পরে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নেবেন ।


৫) চুল পাকা ও ঝরে পড়া – বয়স বাড়ার সাথে আমাদের চুল স্বাভাবিক ভাবে পেকে যায় ও ঝরে পড়ে । স্বাভাবিক ভাবে যে চুল পড়ে তা আবার গজায় । প্রত্যেক দিন আমাদের ১০-১৫ টা করে চুল পড়ে, যদি দেখেন তার থেকে বেশি চুল পড়ছে তাহলে মাথার চুল কমে যাবে । প্রতিকারের ব্যবস্থা না কলে টাক দেখা যাবে । মাথার যেখানে চুল উঠছে সেখানে নতুন চুল গজানোর জন্য দূর্বা ঘাস থেঁতো ও নারকেল তেল মিশিয়ে মাখুন । আমলকী থেঁতো রস লাগান । যদি ডিমের কুসুম মাখেন তাহলে আপনার চুল ঘন হবে । বড় ২ চামচ দই, কয়েক ফোটা আমলকীর রস, কয়েক ফোটা পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে ভাল করে পুরো চুলে লাগান । পরের দিন হারবাল শ্যাম্পু ও মধু দিয়ে ধুয়ে নিন ।

 আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । স্বাস্থ্য বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে স্বাস্থ্য লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

পৃথিবীর বিভিন্ন দেশের নাম, রাজধানী, জাতীয় ভাষা, মুদ্রার নাম কি কি ?


 বিপুলা এই ধরনির কততুকু জানি, দেশে দেশে কত নগর না রাজধানী – রবীন্দ্রনাথ ঠাকুর । আমাদের এই পৃথিবী কত বিশাল বড় , তাতে আছে অনেক দেশ । সেই সব দেশের নাম, রাজধানী, জাতীয় ভাষা ও মুদ্রার নাম এখানে দেওয়া হলসব দেশের  রাজধানী, জাতীয় ভাষা ও মুদ্রার নাম জানতে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন ।


   দেশ
  রাজধানী
 জাতীয় ভাষা
     মুদ্রা
অস্ট্রিয়া
ভিয়েনা
জার্মানি
ইউরো
আফগানিস্তান
কাবুল
পারসি ও পস্তু
আফগানি
আর্জেন্টিনা
বুয়েনস এয়ারেস  
স্পেনীয়
পেসো
অস্ট্রেলিয়া
ক্যানবেরা
ইংরেজি
অস্ট্রেলিয়ান ডলার
আয়ারল্যান্ড
ডাবলিন
ইংরেজি
ইউরো, সেন্ট
আলজেরিয়া
আলজিয়ারস
আরবি, ফরাসি
দিনার
অ্যাঙ্গোলা
লুয়াণ্ডা
পর্তুগীজ
কোয়ানজা
ইন্দোনেশিয়া
জাকার্তা
বাহাসা
রুপিয়া
ইটালি
রোম
ইটালীয়
ইউরো, সেন্ট
ইকুয়েডর
কুইটো
স্পেনীয়
মার্কিন ডলার
ইয়েমেন
এভেন 
আরবি
রিয়াল
ইরাক 
বাগদাদ
আরবি,চালদিয়ান
ইরাকি দিনার
ইজরায়েল
জেরুজালেম
হিব্রু, আরবি
শেকেল
ইরান 
তেহরান
পারসি
রিয়াল
ইথিওপিয়া
আদ্দিস আবাবা
তিগকিননা, ইংরেজি
বির
উগান্ডা 
কাম্পালা
সোয়াহিলি, ইংরেজি  
উগান্ডা সিলিং
উরুগুয়ে
মন্তিভিডিও
স্পেনীয়
পেসো 
উঃ কোরিয়া
পিয়ং ইয়ং
কোরীয়
উওন
দঃ কোরিয়া
সিওল
কোরীয়
ওন
কানাডা
অটোয়া
ইংরেজি, ফারসি
কানাডিয়ান ডলার
কলম্বিয়া
বোগোটা
স্পেনীয়
পেসো
কেনিয়া
নাইরোবি
সোয়াহিলি, ইংরেজি   
সিলিং
উজবেকিস্থান
তাসখন্দ
উজবেক
সম
কিউবা
হাভানা
স্পেনীয়
পেসো
ওমান
মাসকেট
আরবি
ওমানি রিয়াল
এস্তোনিয়া
তাল্লিন
এস্তোনীয়
ইউরো
কুয়েত
কুয়েত সিটি
আরবি
কুয়েত দিনার
কোস্টারিকা
সান জোস
স্পেনীয়
কোলোন
কম্বোডিয়া
নম পেন
খমের
রিয়েল
কাজাকিস্তান
আলমাটি
কাজাক 
তেঙ্গো 
ক্রোয়েশিয়া
জাগরের
ক্রোয়েশীয়
কুনা
গায়ানা
জর্জ টাউন
ইংরেজি, গুয়ানিজ
গুয়ানা ডলার
ঘানা
আক্রা
ইংরেজি
সেডি
গ্রীস
 এথেন্স
গ্রিক
ইউরো, সেন্ট
গুয়াতেমালা
গুয়াতেমালা সিটি
স্পেনীয়
কেটজলি 
চিলি
স্যান্তিয়াগো
স্পেনীয়
পেসো
চিন
বেজিং
চিনা
ইউয়ান, জিয়াও
জর্জিয়া
তিবলিস
জর্জীয়
লারি
স্পেন
মাদ্রিদ
স্প্যানীয়
ইউরো, সেন্ট
ম্যাসিডোনিয়া
স্কোপিয়ে
ম্যাসিডোনীয়
দেনার
জর্ডন
আম্মান
আরবি
জর্ডন দিনার
জর্জিয়া
তিবলিস
জর্জীয়
লারি
জামাইকা
কিংস্টন
ইংরেজি
জামাইকান ডলার
জিম্বাবোয়ে
হারারে
ইংরেজি
মার্কিন ডলার, ইউরো
জার্মানি
বার্লিন
জার্মান
ইউরো
জাপান
টোকিও
জাপানি
ইয়েন
টোগো
লোম
ফরাসি
সি, অফ, , ফ্রা
ডোমিনিকান প্রজাতন্ত্র
সান্টো ডমিনিগো  
স্পেনীয়
পেসো 
ডেনমার্ক
কোপেনহেগেন
তুরস্ক
আংকারা
তুর্কি
তুর্কি লিরা
তাইওয়ান
তাইপে
চিনা
নিউ তা, ডলার
তানজানিয়া
ডোডোমা
সোয়াহিলি, ইংরেজি   
সিলিং
নামিবিয়া
উইন্ডহোক
ইংরেজি
নামিবীয় ডলার
থাইল্যান্ড
ব্যাংকক
থাই
বাইট, সাটাং
নেপাল
কাঠমান্ডু
নেপালি
নেপালি রুপি
নাইজেরিয়া
আবুজা
ইংরেজি
নাইরা
নেদারল্যান্ড
আমস্টারডাম
ডাচ
ইউরো, সেন্ট
নাইজের
নিয়ামে
ফরাসি
সি, অফ, , ফ্রা
নিউজিল্যান্ড
ওয়েলিংটন
ইংরেজি, মাওরি
নিউজিল্যান্ড ডলার
পোল্যান্ড
ওয়ারস
পর্তুগিজ
ইউরো, সেন্ট
পানামা
পানামা সিটি
ইংরেজি
বালবোয়া
পর্তুগাল
লিসবন
পর্তুগীজ
ইউরো, সেন্ট
পাপুয়া নিউগিনি
পোট মোরেসবি
ইংরেজি
কিনা
পেরু
লিমা
স্পেনীয়
সোল
পাকিস্তান
ইসলামাবাদ
উর্দু, ইংরেজি
রুপি
ফিলিপিন্স
ম্যানিলা
ফিলিপিনো, ইংরেজি
পেসো 
ফ্রান্স
প্যারিস
ফরাসি
ইউরো, সেন্ট
ফিনল্যান্ড
হেলসিংকি
ফিনিস, সুইডিশ
ইউরো, সেন্ট
ফিজি
সুভা
ইংরেজি
ফিজিয়ান ডলার
বাহারিন
দোহা
আরবি
বাহরিনি দিনার
বেলজিয়াম
ব্রাসেল
ফ্রেমিস, ফরাসি, জার্মান
ইউরো
বাহামা
নাসাউ
ইংরেজি
বাহামিয়ান ডলার
ব্রাজিল
ব্রাসিলিয়া
পর্তুগিজ
রিয়েল, সেন্টা ভোস
বুলগেরিয়া
সোফিয়া 
বুলগেরীয়
লেভ
বাংলাদেশ
ঢাকা
বাংলা
টাকা
বলিভিয়া
লা পাজ
স্পেনীয়, কেচুয়া, আয়মারা
দ্য বলিভিয়ানো 
ব্রুনেই
বান্দেরশেরি
মালয়
ব্রুনেই ডলার
বেনিন
পোর্টোনোভো
ফরাসি
সি, অফ, , ফ্রা
বেলারুশ
মিনস্ক
বেলারুশ
বেলারুশ রুবল
ভিয়েতনাম
হ্যানয়
ভিয়েতনামি
ডং
ভুটান
থিম্পু
জ্যোংখ্যা
নুলট্রাম
ভেনেজুয়েলা
কারাকাস
স্পেনীয়
বলিভার
ভারত
নতুন দিল্লি  
হিন্দি, ইংরেজি
রুপি
মরিশাস
পোর্ট লুই
ইংরেজি
রুপি
মালয়েশিয়া
কুয়ালালামপুর
মালয়
রিঙ্গিট 
মিশর
কায়রো
আরবি
মিশরিয় পাউন্ড
মায়ানমার
নেপিদ
বার্মিজ
কিয়াত
মোজাম্বিক
মাপুটো 
পর্তুগিজ
মেতিকাল
মরক্কো
রাবাত
আরবি
দিরহাম
মঙ্গোলিয়া
উলান বাটোর
মঙ্গোলিয়ান
তুগরিক
মালদ্বীপ
মালে
ডিভেহি
রুপিয়া
মেক্সিকো
মেক্সিকো সিটি
স্পেনীয়
নিউ পেসো
মালি
ডাকার
ফরাসি
সি, অফ, , ফ্রা
মোনাকো
মোনাকো
ফরাসি
ফরাসি ফ্রা
রাশিয়া
মস্কো
রুশ
রুবল
রোমানিয়া
বুখারেস্ট
রোমানীয়
লিউ
যুক্তরাজ্য(ইংল্যান্ড) 
লন্ডন
ইংরেজি
পাউন্ড, স্তারলিং
লেবানন 
বেইরুত
ইংরেজি
পাউন্ড
লিথুয়ানিয়া
ভিলনিয়াস
লিথুয়ানীয় ও আর্মেনীয় 
লিটাস
লাইবেরিয়া
মরোভিয়া
ইংরেজি
লাইবেরীয় ডলার
লিবিয়া
ত্রিপলি 
আরবি
লিবীয় দিনার
লাওস
ভিয়েতমিয়েন
লাও
নিউকিপ
লাটভিয়া
রিগা
লাটভীয়
লাট
সুইডেন
স্টকহোম
সুইডিশ
ক্রোনা
সুদান
খারতুম
আরবি, ইংরেজি
দিনার
সিঙ্গাপুর
সিঙ্গাপুর সিটি
ইংরেজি, মালয়
সিঙ্গাপুর ডলার
সিরিয়া
দামাস্কাস
আরবি
সিরিয় পাউন্ড
সৌদি আরব
জেড্ডা
আরবি
রিয়াল
শ্রীলঙ্কা
কলম্বো
সিংহলি, তামিল
রুপি
সুইজারল্যান্ড 
বার্নে
জার্মান, ফরাসি, ইতালিয়, রোমানস
সুইস ফ্রা
সাইপ্রাস
নিকোসিয়া
গ্রীক, তুর্কি
সাইপ্রাস সাইপ্রাস
সেসেলস
ভিক্টোরিয়া
সেসেলীয়, ইংরেজি
রুপি
সোমালিয়া
মোগাদিসু  
সোমালি, আরবি
সোমালি সিলিং
সুরিনাম
প্যারামারিবো
ডাচ
সুরিনাম গিল্ডার
সেনেগাল
ডাকার
ফরাসি
সি, অফ, , ফ্রা
সংযুক্ত আরব আমিরশাহি
আবুধাবি
আরবি
দিরহাম
হাইতি
পোর্ট অব প্রিন্স
হাইতিয়ান
গুরদে
হন্ডুরাস
তেগুসিগালিপা
স্পেনীয়
লেম্পিরা
হাঙ্গেরি
বুদাপেস্ট
হাঙ্গেরীয়
 ফোরিন্ত  


  আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 

আমাদের আরও পোস্ট পড়ুন - 
পৃথিবীর অবাক, মজার কথা গুলি কি কি ?
পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমির জানা অজানা কাহিনি কি ?
প্রথম ভারতীয় এবং বাঙালি পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে কে কে ?
ভারতের জাতীয় পতাকার অজানা কাহিনী কি ?
.ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন পালনীয় দিবস গুলি কি কি ?.

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।