প্রথম ভারতীয় এবং বাঙালি পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে কে কে ?
প্রথম ভারতীয় পুরুষ -
আমাদের আরও পোস্ট পড়ুন -
মৃত সাগর কি, মৃত সাগর কোথায় আছে ?.
মানুষের জীবনে জলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা গুলি কি কি ?
রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ও উপনিষদের অজানা কথা গুলি কি কি ?.
বিখ্যাত ১৫০ টি বই ও লেখক, লেখিকার নাম কি কি ?.
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
১) প্রথম ভারতীয়
প্রধান মন্ত্রী – জওহরলাল নেহেরু ।
২)
প্রথম ভারতীয় রাষ্ট্রপতি – ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
৩)
প্রথম ভারতীয় বিলাত যাত্রী – রামমোহন রায় ।
৪)
প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক – রবীন্দ্রনাথ
ঠাকুর ।
৫)
প্রথম ভারতীয় অস্কার বিজয়ী – সত্যজিৎ রায় ।
৬) প্রথম ভারতীয় বি.
এ. ডিগ্রি লাভ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ
বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ
পিল্লাই ।
৭)
প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি – রমেশচন্দ্র
মিত্র ।
৮)
প্রথম ভারতীয় বড়লাট – চক্রবর্তী রাজা গোপালাচারী ।
৯)
প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি – উমেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায় ।
১০)
প্রথম ভারতীয় গভর্নর – লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ।
১১)
প্রথম ভারতীয় স্যার উপাধি ত্যাগ - রবীন্দ্রনাথ ঠাকুর
।
১২)
প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট – বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায় ।
১৩)
প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক – দাদাভাই
ফালকে ।
১৪) প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী – রাকেশ শর্মা ।
১৫)
প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার – মিহির সেন ।
১৬)
প্রথম ভারতীয় বিশ্ব বিজয়ী কুস্তীগির – গামা
।
১৭)
প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক – প্রমথ নাথ বসু ।
১৮)
প্রথম ভারতীয় আই. সি. এস পদত্যাগ – সুভাষচন্দ্র
বসু ।
১৯)
প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা নির্ণায়ক – রাধানাথ
শিকদার ।
২০)
প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় – রণজিৎ
সিংজী ।
২১) প্রথম
ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য – দাদাভাই
নৌরজী ।
২২) প্রথম
ভারতীয় উপ প্রধান মন্ত্রী – সর্দার বল্লভ ভাই প্যাটেল ।
২৩) প্রথম
ভারতীয় ইঞ্জিনিয়ার – নীলমণি মিত্র ।
২৪) প্রথম
ভারতীয় ব্যারিস্টার – জ্ঞানেন্দ্রনাথ
ঠাকুর ।
২৫) প্রথম
ভারতীয় জাতীয় অধ্যাপক – সি. ভি. রমণ ।
২৬) প্রথম
ভারতীয় মার্কিন কংগ্রেস সভ্য – দিলীপ সিং সৌন্দ ।
২৭) প্রথম
ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক – সউফুদ্দিন কিচুল ।
২৮) প্রথম
ভারতীয় অ্যাডভোকেট জেনারেল – বি. ডি আয়েঙ্গার ।
২৯) প্রথম
ভারতীয় বৈমানিক – ইন্দ্রলাল রায় ।
৩০) প্রথম
ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি – জগদীশ
চন্দ্র বসু ।
প্রথম ভারতীয় মহিলা -
৩১) প্রথম
ভারতীয় রাজ্যপাল
– সরোজিনী নাইডু ।
৩২) প্রথম
ভারতীয় রাষ্ট্রপতি – প্রতিভা দেবী সিং পাতিল ।
৩৩) প্রথম
ভারতীয় প্রধান মন্ত্রী – ইন্দিরা গান্ধী ।
৩৪) প্রথম
ভারতীয় মেয়র – সুলোচনা মোদী ।
৩৫) প্রথম
ভারতীয় স্পীকার – সুশীলা নায়ার ।
৩৬) প্রথম
ভারতীয় ইংরেজি ভাষার কবি – তরু দত্ত ।
৩৭) প্রথম
ভারতীয় উকিল – রেজিনা গুহ ।
৩৮) প্রথম
ভারতীয় কংগ্রেস সভাপতি – সরোজিনী নাইডু ।
৩৯) প্রথম
ভারতীয় ইংলিশ চ্যানেল পার – আরতি সাহা ।
৪০) প্রথম
ভারতীয় এভারেস্ট বিজয়িনী – বাচেন্দ্রী পাল ।
৪১) প্রথম
ভারতীয় বিশ্ব সুন্দরী – রীতা ফারিয়া ।
৪২) প্রথম
ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার – ম্যারি কম ।
৪৩) প্রথম
ভারতীয় রাষ্ট্রসংঘের সভাপতি – শ্রীমতী বিজয় লক্ষ্মী
পণ্ডিত ।
৪৪) প্রথম
ভারতীয় এম. এ পাশ – চন্দ্রমুখী বসু ।
৪৫) প্রথম
ভারতীয় বি. এ পাশ – মেরী মিত্র ।
৪৬) প্রথম
ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি ফতিমা বিবি ।
৪৭) প্রথম
ভারতীয় বিশ্ব সেরা শ্যুটার – তেজস্বিনী সাওয়ান্ত ।
৪৮) প্রথম
ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি – লীলা
সেট ।
৪৯) প্রথম
ভারতীয় চিকিৎসক – কাদম্বিনী গাঙ্গুলি ।
৫০) প্রথম
ভারতীয় প্যারাসুট দক্ষ মহিলা – গীতা চন্দ্র ।
প্রথম বাঙালি
পুরুষ -
৫১) প্রথম
বাঙালি বহু ভাষাবিদ – হরিনাথ দে ।
৫২) প্রথম
বাঙালি পৃথিবী ভ্রমণ করেন – রামনাথ বিশ্বাস ।
৫৩) প্রথম
বাঙালি সাংবাদিক – গঙ্গা কিশোর ভট্টাচার্য ।
৫৪
প্রথম বাঙালি নালন্দা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ – শীলভদ্র
।
৫৫) প্রথম
বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ – প্রফুল্ল
চাকী ও ক্ষুদিরাম বসু ।
৫৬) প্রথম
বাঙালি কলকাতার মেয়র – চিত্তরঞ্জন দাশ ।
৫৭
প্রথম বাঙালি আত্মজীবনী রচনা করেন – দেবেন্দ্রনাথ
ঠাকুর ।
৫৮) প্রথম
বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ড প্রবর্তক – দ্বিজেন্দ্রনাথ
সিংহ ।
৫৯) প্রথম
বাঙালি সর্বাধিক সময়ের মুখ্যমন্ত্রী –জ্যোতি
বসু ।
৬০) প্রথম
বাঙালি ভারতের বাইরে হিন্দু ধর্ম প্রচার – স্বামী
বিবেকানন্দ ।
৬১) প্রথম
বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার – অতীশ
দীপঙ্কর ।
৬২) প্রথম
বাঙালি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী – ডঃ
প্রফুল্ল চন্দ্র ঘোষ ।
৬৩) প্রথম
বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী – তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায় ।
৬৪) প্রথম
বাঙালি নির্বাচন কমিশনার – সুকুমার সেন ।
৬৫) প্রথম
বাঙালি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন – গগনেন্দ্রনাথ ঠাকুর
৬৬) প্রথম
বাঙালি চলিত ভাষায় উপন্যাস – টেঁকচাঁদ ঠাকুর ।
৬৭) প্রথম
বাঙালি রবীন্দ্র পুরস্কার লাভ – ডঃ নীহার রঞ্জন রায় ও
সতীনাথ ভাদুড়ী ।
৬৮) প্রথম
বাঙালি প্রত্নতাত্ত্বিক – রাখালদাস বন্দ্যোপাধ্যায় ।
৬৯) প্রথম
বাঙালি এয়ার চীফ মার্শাল – সুব্রত মুখার্জী ।
৭০) প্রথম
বাঙালি প্রধান সেনাপতি – জয়ন্ত চৌধুরী ।
৭১) প্রথম
বাঙালি ভারতে ও বিদেশে যাদুবিদ্যা প্রদর্শন কারী – পি.
সি. সরকার ।
৭২) প্রথম
বাঙালি বিদেশে ভারতে নৃত্য প্রদর্শক – উদয়
শঙ্কর ।
৭৩) প্রথম
বাঙালি শব ব্যবচ্ছেদক – কবিরাজ মধুসূদন গুপ্ত ।
৭৪) প্রথম
বাঙালি পশ্চিম বঙ্গের রাজ্যপাল – ডঃ হরেন্দ্র কুমার
মুখোপাধ্যায় ।
৭৫) প্রথম
বাঙালি ক্রিকেট অধিনায়ক – সৌরভ গাঙ্গুলি ।
৭৬) প্রথম
বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – বিজন
কুমার মুখোপাধ্যায় ।
৭৭) প্রথম
বাঙালি বিদেশে প্রধান সেনাপতি – কর্নেল সুরেশচন্দ্র
বিশ্বাস ।
৭৮) প্রথম
বাঙালি বেলুন যাত্রী – রামচন্দ্র চট্টোপাধ্যায় ।
৭৯) প্রথম
বাঙালি আই. সি. এস – সত্যেন্দ্রনাথ ঠাকুর ।
৮০) প্রথম
বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয় – মাসুদুর
রহমান বৈদ্য ।
প্রথম বাঙালি মহিলা -
৮১) প্রথম
বাঙালি এম. এ উপাধি লাভ – চন্দ্রমুখী বসু ।
৮২) প্রথম
বাঙালি বেথুন কলেজের ছাত্রী –ভুবন বালা ও কুন্দ
বালা ।
৮৩) প্রথম
বাঙালি মুখ্যমন্ত্রী – সুচেতা কৃপালিনি ।
৮৪) প্রথম
বাঙালি ইঞ্জিনিয়ার – ইলা মজুমদার ।
৮৫) প্রথম
বাঙালি উপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী ।
৮৬) প্রথম
বাঙালি শহীদ – প্রীতিলতা অয়াদ্দেদার ।
৮৭) প্রথম
বাঙালি সর্ব কনিষ্ঠা গ্রাজুয়েট – বানী ঘোষ ।
৮৮) প্রথম
বাঙালি মেরু অভিযাত্রী – সুদিপ্তা সেনগুপ্ত ।
৮৯) প্রথম
বাঙালি বিশ্ব সুন্দরী – সুস্মিতা সেন ।
৯০) প্রথম
বাঙালি রাজ্যের মন্ত্রী – রেণুকা রায় ।
৯১) প্রথম
বাঙালি বি. এ অনার্স – কামিনী রায় ।
৯২) প্রথম
বাঙালি পত্রিকা সম্পাদিকা – ভুবন মোহিনী দেবী ।
৯৩) প্রথম
বাঙালি এভারেস্ট জয়ী – শিপ্রা মজুমদার ।
৯৪) প্রথম
বাঙালি পুনিতজার পুরস্কার জয়ী – ঝুম্পা লাহিড়ী ।
৯৫) প্রথম
বাঙালি উপাচার্য – ডঃ রমা রায় ।
৯৬) প্রথম
বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী – আশাপূর্ণা দেবী ।
৯৭) প্রথম
বাঙালি জেলা শাসক – রানু ঘোষ ।
৯৮) প্রথম
বাঙালি ডি. এস. সি – আসীমা চ্যাটারজি ।
৯৯) প্রথম
বাঙালি পি. এইচ. ডি – প্রভাবতী দাশগুপ্ত ।
১০০) প্রথম
বাঙালি ভারতীয় ক্রিকেট অধিনায়িকা – ঝুলন
গোস্বামী ।
আমাদের আরও পোস্ট পড়ুন -
মৃত সাগর কি, মৃত সাগর কোথায় আছে ?.
মানুষের জীবনে জলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা গুলি কি কি ?
রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ও উপনিষদের অজানা কথা গুলি কি কি ?.
বিখ্যাত ১৫০ টি বই ও লেখক, লেখিকার নাম কি কি ?.
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, সর্বাপেক্ষা বেশি বস্তু গুলি কি কি ?.
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনও প্রশ্ন থাকে
তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে
শেয়ার করুন । জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে জানা অজানা লেখাটির উপর ক্লিক
করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।