Google সম্পর্কে বিভিন্ন জানা অজানা কথা গুলি কি কি ?.
আপনি কি এমন কোন মানুষ খুঁজে বের করতে পরবেন যে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু Google এর নাম শোনেনি বা Google ব্যবহার করেনি । এমন মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাবেনা । ইন্টারনেট থেকে যেকোনো বিষয়ে সঠিক তথ্য সহজে বের করে নেয়ার জন্য এই গুগল আজ বিশ্বে সব থেকে বেশি ব্যবহার করা হয় । কিন্তু, সবার মনে Google সম্পর্কে বিভিন্ন প্রশ্ন চলে আসে, সেটি হল Google কি, Google কে বানিয়েছে, Google কি কাজ করে, কবে থেকে Google আমরা ব্যবহার শুরু করি ইত্যাদি । আজ আমি আপনাদের Google সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর এই লেখাটির মধ্যে দেবো । Google সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এই লেখাটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে পড়বেন ।
Google এর জনক হলেন - মার্কিন যুক্তরাষ্ট্রের
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিন । যখন তারা,
California র Stanford University তে Ph.D. করছিলেন, তখন একটি Research
Project হিসেবে গুগলের ওপরে কাজ শুরু করেছিলেন । ১৯৯৬
এ গুগল কেবল একটি research project হিসেবে চালু
করা হয়েছিল, এই Research
Project টির নাম ছিল ‘BackRub’ । ১৯৯৮ সালে ইন্টারনেট সার্চ
ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা হয় । তাদের সফলতার ফল স্বরূপ আজকে
আমরা এই Google কে পেয়েছি । ইন্টারনেট সার্চ ইঞ্জিন হল- একটি Web Search
Engine যার উদ্দেশ্য
ইন্টারনেটে থাকা বিভিন্ন লক্ষ লক্ষ তথ্য আমাদের প্রয়োজন হিসেবে সহজে এবং সঠিক ভাবে প্রদান করা । অফিসিয়ালি গুগল শব্দটির কোনও ফুল ফর্ম
বা সম্পূর্ণ নাম নেই । সাধারণভাবে , গুগলের পুরো
নাম বা ফুল ফর্ম- Global
Organization of Oriented Group Language of Earth বলে মনে করা হয় ।
গুগল তার জন্মদিন প্রত্যেক বছর
২৭ সেপ্টেম্বর তারিখে উদযাপন করে থাকে ।
গুগলের
আসলে ৬টি জন্মদিন আছে । বর্তমানে গুগল কেবল একটি
সার্চ ইঞ্জিন নয়, সে হয়ে দাঁড়িয়েছে একটি ‘মাল্টি-ন্যাশনাল’ কোম্পানি । সার্চ
ইঞ্জিনের বাইরে এর আরও অনেক ধরণের পণ্য বা প্রোডাক্ট মার্কেটে অনেক প্রচলিত রয়েছে । গুগলের প্রধান
কাজ হল - সার্চ ইঞ্জিন দ্বারা সঠিক তথ্য সহজ ভাবে প্রদান করা, তাছাড়াও গুগলের আরও অনেক
উদ্দেশ্য রয়েছে । গুগলের
উদ্দেশ্য হল, সাধারণ মানুষের
জীবনধারা বিভিন্ন ডিজিটাল
প্রোডাকস, সার্ভিস, অ্যাপ, সফটওয়ার দ্বারা আরও অনেক সহজ, সরল এবং উন্নত
মানের করে তোলা ।
এখানে কোনও কিছু সার্চ করলে ফলাফল বের করতে গুগলের সময়
লাগে ১ সেকেন্ডের কম । জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে
গুগলের আশেপাশেও অন্য কোন সার্চ ইঞ্জিন নেই
। গোটা বিশ্বে সব
থেকে বেশি ভিজিট করা গুগল ওয়েবসাইট ।
গুগল হল মার্কিন
যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি এবং তাদের গুগল সার্চ ইঞ্জিনের এবং অনলাইন
বিজ্ঞাপন সেবার জন্য সারা পৃথিবী বিখ্যাত । গুগলের
প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন
ব্যাকরাব । ২০০৪
সালের ১৯ আগস্ট গুগল পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় । Google এর প্রধান কার্যালয়
ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত । গুগলের হেডকোয়ার্টার 'গুগলপ্লেক্স' নামে পরিচিত । গুগলের এক
দিনের ইনকাম প্রায় ৬ কোটি
টাকা আর সেই হিসাবে, প্রত্যেক
সেকেন্ডে প্রায় ৪2,০০০ টাকা আয় করছে গুগল ।
গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে থাকে । তাছাড়াও কর্মচারীদেরকে তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসতে দেয়া হয় । গুগলের সদর দপ্তরের ঘাস কাটার জন্য মেশিন ব্যবহার না করে ছাগল ব্যবহার করা হয় । ২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ । গুগল সার্চ ছারাও আর যে সমস্ত পরিষেবা প্রদান করে সেগুলি হল – গুগল ড্রাইভ, গুগল ম্যাপ, গুগল প্লে স্টোর, গুগল ট্রান্সলেট, ইউ টিউব, গুগল এডসেন্স, গি-মেল, Android অপারেটিং সিস্টেম ইত্যাদি ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট
করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ইন্টারনেট
ও বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইন্টারনেট ও বিজ্ঞান লেখাটির উপর ক্লিক করুন
। পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
ফেসবুকে ভুয়ো বা ফেক প্রোফাইল চেনার উপায় গুলি কি কি ?.
অনলাইন অপরাধ থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন ?.
ইন্টারনেটে কোনও তথ্য অনুসন্ধান করবেন কিভাবে ?.
ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্কিং, ওয়েবসাইট, ব্লগ ও ব্লগার এগুলি কি ?
ই-মেল কি, আপনি একটি সুন্দর ই-মেল কিভাবে লিখবেন ?.
অনলাইন অপরাধ থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন ?.
ইন্টারনেটে কোনও তথ্য অনুসন্ধান করবেন কিভাবে ?.
ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্কিং, ওয়েবসাইট, ব্লগ ও ব্লগার এগুলি কি ?
ই-মেল কি, আপনি একটি সুন্দর ই-মেল কিভাবে লিখবেন ?.
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷