মেয়েদের মন জয় করার বিভিন্ন উপায় কি কি ?.
মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল পৃথিবীর খুব কম মানুষই জানে । আমরা অনেক সময় এমন
মানুষ দেখি যে – তিনি কোন একটি মেয়েকে পছন্দ করেন কিন্তু, কিভাবে তাঁর সাথে
বন্ধুত্ব করবেন বা তাঁর মন জয় করবেন, সে সম্পর্কে বিশেষ কোন ধারণা তাঁর থাকেনা । দেখা যায় সে নতুন কোন মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছে, অথবা লজ্জা পাচ্ছে । তখন তিনি কোন বন্ধু বা কাছের মানুষের কাছ থেকে কিছু উপদেশ নেন । পরবর্তীতে
দেখা যায় সেগুলি ফেল করে । জীবনে যে কোন কাজ করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতির
প্রয়োজন হয় । এখন আমি আপনাদের বলবো – কিভাবে মেয়েদের মন আপনি সহজে জয় করতে পারবেন
। সেই উপায় গুলি জানতে আমাদের লেখাটি শেষ পর্যন্ত পড়ুন ।
২) এবার আপনি যে মেয়ের মন জয় করতে চাইছেন তাঁর জন্য আপনাকে কিছু সময় খরচ করতে
হবে । আপনাকে তাঁর সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে । সে যদি আপনার বাড়ির কাছে থাকে
তাহলে তাঁর বাড়ির সামনে ঘুরতে জেতে পারেন । সে যেন তখন আপনাকে দেখতে পায় । সে
বাড়ির বাইরে কোথায় গেলে আপনি তাঁর সাথে যাওয়ার চেষ্টা করুন । প্রথম কয়েক দিন এমন
করবেন, তারপর দেখুন সে দিক থেকে কিছু খবর আসে কিনা ।
৩) প্রতিটি মানুষ চায় যে তাঁর ভালবাসার মানুষটি দেখতে সুন্দর হবে । আপনি যখন
তাঁর সামনে যাবেন তখন সুন্দর একটি পোশাক পরবেন । সাধারণ সাজবেন, বেশি সাজার কোন
দরকার নেই । যে পোশাকে আপনাকে দেখতে সুন্দর লাগবে সেই পোশাকটি পরবেন ।
৪) মেয়েদের মন জয় করার জন্য ঝগড়া, মারামারি এধরনের কাজ করবেন না । কারণ মেয়েরা
এমন ছেলে পছন্দ করে না । আবার কোন একটি সম্পর্কে থাকা অবস্থায় নতুন কোন সম্পর্ক
তৈরি করবেন না । এমন করলে মেয়েরা সে ছেলে
সহ্য করতে পারেনা । কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ
করে থাকেন তবে তিনি তার কথায় এবং কাজে তার পছন্দ প্রকাশ করেন ।
৫) কথা বলার সময় তাঁর
প্রশংসা করবেন । তবে মিথ্যা কথা বলে আবার প্রশংসা করবেন না । মেয়েরা মিথ্যা কথা
বলা ছেলেদের কে পছন্দ করেনা । কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন । এতে আপনি যে তার কথা মনোযোগ সহকারে শুনছেন, সেটা সে পছন্দ করবে । যত বেশি সময় পাবেন তাঁর
সাথে কথা বলার চেষ্টা করবেন । মানুষকে আপন করে নেয়ার আরেকটি কৌশল হচ্ছে কথা কম বলুন আর শুনুন বেশি । দুজনে এক সাথে থাকার সময়
আপনাদের পছন্দের রোমান্টিক গান শুনতে পারেন । যদি তাঁর মন খারাপ থাকে তাহলে আপনি
তাঁর মন ভাল করার জন্য কিছু হাসি, মজার কথা বলতে পারেন । মুড অফ,
রাগ, দুঃখ, অভিমান যে ধরণের অনুভূতিই আপনার প্রেমিকা মধ্যে কাজ করুক না কেন একটু মিষ্টি
সুরে আদুরে গলায় কথা বলুন এবং তাকে হাসানোর চেষ্টা করুন । আপনি যদি আপনার প্রেমিকা কাছে কোনও ব্যাপারে পরামর্শ চান তবে তিনি অনেক
বেশি খুশি থাকবেন ।
৬) কথা বলার সময় সব সময় হাসি মুখে কথা বলবেন । নরম সুরে ও সুন্দর ভাবে কথা
বলবেন । নেতিবাচক বা খারাপ কোন কথা বলবেন না । মেয়েদের সামনে অন্য কোন মেয়ের কথা
বলবেন না । আপনি যদি আপনার পুরনো প্রেমিকাকে ভুলতে না পারেন তবে কোনও মেয়েরই আপনাকে
পছন্দ করবেন না । কখনোই এবং কোনও মতেই নিজের প্রেমিকা
অন্য একজন নারীর সাথে তুলনা করবেন না । আপনি তাঁকে কিছু উপহার দিতে পারেন বা বাইরে কথায়ও ঘুরতে নিয়ে জেতে পারেন । মেয়েরা
সারপ্রাইজ এবং উপহার পেতে খুব বেশি পছন্দ করেন ।
৭) যদি কোন মেয়ে আপনার সমান ক্লাসে পড়ে ও আপনি তাঁর মন জয় করতে চান তাহলে –
আপনি তাঁকে তাঁর পড়ার জন্য সাহায্য করতে পারেন । পড়ার জন্য নোট দিয়ে, বই দিয়ে, কোন
বিষয় বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে সাহায্য করুন । মেয়েরা রোমান্টিক কবিতা খুব পছন্দ
করে । আপনি পারলে প্রতিদিন তাঁর মোবাইলে একটি করে রোমান্টিক কবিতা পাঠাতে পারেন ।
৮) মেয়েদের মন জয় করার জন্য আপনি মেয়েটির পরিবারের সদস্যদের সাহায্য করুন ।
আপনি যদি কোন মানুষকে সাহায্য করেন তাহলে, সে আপনার কথা অনেক দিন মনে রাখবে । তাঁর
পরিবারকে সাহায্য করলে আপনি তাঁর মন সহজে জয় করতে পারবেন । মেয়েরা সেই সমস্ত
ছেলেদের পছন্দ করে - যারা কোন মানুষকে সাহায্যের জন্য সহজে হাত বাড়িয়ে দেয় । যারা দু হাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, মানুষ তাদের ভালোবাসে ।
আমাদের লেখা আপনার কেমন লাগছে বা আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে
জানান । আপনার বন্ধুদের কাছে পোস্ট টি পৌঁছেদিতে অনুগ্রহ করে শেয়ার করুণ । সম্পর্ক
বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে সম্পর্ক লেখাটির উপর ক্লিক করুণ । পুরো পোস্ট টি পড়ার
জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আমাদের আরও পোস্ট -
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷